অন্যরকম অভিজ্ঞতায় তিশা

অন্যরকম অভিজ্ঞতায় তিশা

ইনফো ডেস্ক ॥ অন্যরকম অভিজ্ঞতার মুখোমুখি হলেন দেশের জনপ্রিয় টিভি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। অতীতে অনেক ঈদ ও পূজার নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী। সেগুলোর শুটিংও হয়েছে বিচ্ছিন্নভাবে। তবে এবার পূজা ও ঈদের নাটকের মাধ্যমে ভিন্নধর্মী অভিজ্ঞতা অর্জন হলো তার। চলতি মাসের ৪ঠা সেপ্টেম্বর পূজার নাটক সন্ধ্যাকমল এবং ঠিক তার পরদিনই ঈদের নাটক ‘লাভ এন্ড ওয়ার'-এর শুটিং করেছেন তিশা। বিষয়টি নিয়ে খুব শিহরিত তিশা। কারণ, পূজার ঠিক বিপরীত সাজ ও লুকেই তাকে হাজির হতে হয়েছে ঈদের নাটকে। দুটি নাটকের গল্পের প্রেক্ষাপটও ছিল একদমই বিপরীতমুখী। এই প্রথমবারের মতো পর পর পূজা ও ঈদের নাটকের শুটিং করলেন তিশা। সন্ধ্যাকমল নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। এখানে আফরান নিশোর বিপরীতে দেখা যাবে তাকে। নাটকে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, শিমুল প্রমুখ। নাটকের গল্পে ব্রাহ্মণ পরিবারের ছেলে নিশোর স্ত্রী তিশা। পরবর্তীতে তাদের দাম্পত্য জীবনে তৈরি হয় দূরত্ব। এক সময় তিশাকে বাড়ি ছাড়াও হতে হয়। এরপরই ঘটনা মোড় নেয় অন্যদিকে। নাটকটি আসছে দুর্গাপূজা উপলক্ষ্য্যে আরটিভিতে প্রচার হবে।লাভ এন্ড ওয়ার একটি সম্পূর্ণ রোমান্টিক গল্পের নাটক। তাহসানের বিপরীতে এখানে দেখা যাবে তিশাকে। গল্পে দেখা যাবে তাহসান ও তিশা বিশ্ববিদ্যালয় পড়–য়া বন্ধু। তবে বিভিন্ন কারণে তাদের মাঝে ভুল বোঝাবুঝি তৈরি হয়। অবশ্য শেষের দিকে নিজেদের সেই ভুল বুঝতে পারবেন তারা। নাটকটি যে কোন একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে। পূজা ও ঈদের নাটকে পর পর কাজ প্রসঙ্গে তিশা বলেন, এটা নতুন অভিজ্ঞতাই। কারণ, পর পর এরকম করে পূজা ও ঈদের নাটকের শুটিংয়ে আগে অংশ নিতে হয়নি। দেখা গেছে পূজার নাটকে শাড়িসহ ভারি সাজে শুটিং করতে হয়েছে। আবার ঈদের নাটক ‘লাভ এন্ড ওয়ার'-এ রাফ এন্ড টাফ বিশ্ববিদ্যালয় পড়–য়া তরুণীর ভূমিকায় অভিনয় করতে হয়েছে। এটা বেশ ভাল একটি অভিজ্ঞতা। পূজা ও ঈদ দুটি আমাদের দেশের বড় দুটি উৎসব। ভাল লেগেছে নাটক দুটিতে কাজ করতে। 

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি