‘ফাঁদ’ নাটকে জুটিবদ্ধ মোশারফ করিম-ফারিয়া
MEn || প্রথমবারের মতো ফারিয়ার ফাঁদে ধরা পড়েছেন মোশাররফ করিম। তবে তা বা¯Íবে নয়, ‘ফাঁদ’ শিরোনামে ছয় পর্বের একটি ধারাবাহিক নাটকে। ঈদের জন্য নির্মিত নাটকটিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন এই দুই তারকা।
নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা তুহিন হোসেন বলেন, নাটকের চরিত্রে মোশাররফ করিম বরিশালের মানুষ। ঘটনাচক্রে ঢাকায় আসে সে। কিন্তু ঢাকায় পা রাখার পর থেকেই বিভিন্ন রকম ফাঁদে পড়তে থাকে। একপর্যায়ে ফারিয়ার ফাঁদেও ধরা পড়ে।
তিনি আরো বলেন, নাটকটি মোশাররফ-ফারিয়া জুটির প্রথম কাজ। তা ছাড়া এই নাটকে একসঙ্গে এমন অনেক অভিনেতা রয়েছেন যাঁরা মজার মানুষ
হিসেবে দর্শকদের কাছে পরিচিত। ফাঁদ নাটকে মোশাররফ করিম ও ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন আ.খ.ম হাসান, মারজুক রাসেল, মাজনুন মিজান, ফারুক আহমেদ, তারিক স্বপনসহ অনেকে।
গেল বছর ঈদে ‘ফাঁদ’ নাটকটির নির্মাণ কাজ শুরু করেছিলেন নাট্যপরিচালক তুহিন হোসেন। কিন্তু সিডিউল জটিলতার কারণে তা মাঝপথেই আটকে যায়। তাই এবার ঈদের প্রায় দুই মাস আগেই নাটকটির নির্মাণ কাজ শেষ করা হয়েছে। আসাদুজ্জামান সোহাগের রচনায় স¤প্রতি উত্তরার আশ্রয় শুটিং হাউজসহ রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির চিত্রধারণ করা হয়। আসছে ঈদে একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার করা হবে বলে জানিয়েছেন পরিচালক।
নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা তুহিন হোসেন বলেন, নাটকের চরিত্রে মোশাররফ করিম বরিশালের মানুষ। ঘটনাচক্রে ঢাকায় আসে সে। কিন্তু ঢাকায় পা রাখার পর থেকেই বিভিন্ন রকম ফাঁদে পড়তে থাকে। একপর্যায়ে ফারিয়ার ফাঁদেও ধরা পড়ে।
তিনি আরো বলেন, নাটকটি মোশাররফ-ফারিয়া জুটির প্রথম কাজ। তা ছাড়া এই নাটকে একসঙ্গে এমন অনেক অভিনেতা রয়েছেন যাঁরা মজার মানুষ
হিসেবে দর্শকদের কাছে পরিচিত। ফাঁদ নাটকে মোশাররফ করিম ও ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন আ.খ.ম হাসান, মারজুক রাসেল, মাজনুন মিজান, ফারুক আহমেদ, তারিক স্বপনসহ অনেকে।
গেল বছর ঈদে ‘ফাঁদ’ নাটকটির নির্মাণ কাজ শুরু করেছিলেন নাট্যপরিচালক তুহিন হোসেন। কিন্তু সিডিউল জটিলতার কারণে তা মাঝপথেই আটকে যায়। তাই এবার ঈদের প্রায় দুই মাস আগেই নাটকটির নির্মাণ কাজ শেষ করা হয়েছে। আসাদুজ্জামান সোহাগের রচনায় স¤প্রতি উত্তরার আশ্রয় শুটিং হাউজসহ রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির চিত্রধারণ করা হয়। আসছে ঈদে একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার করা হবে বলে জানিয়েছেন পরিচালক।
Comments
Post a Comment