নতুন মিউজিক ভিডিও প্রকাশিত হচ্ছে বেলাল খানের


MEn || শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে কণ্ঠশিল্পী বেলাল খানের দ্বিতীয় একক অ্যালবামের প্রথম মিউজিক ভিডিও। মেলোডি ও হিপহপ ধাচের গানটির শিরোনাম ‘নিশি করি ভোর’। জাহিদ আকবরের লেখা, বেলাল খানের সুর এবং মুশফিক লিটুর সংগীতে মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। মডেল হিসেবে রয়েছেন শাহরিয়ার শোভা ও শান। নতুন মিউজিক ভিডিওতে বেলাল খানকে নতুন রূপে পাওয়া যাবে। এর আগে প্রথম অ্যালবাম ‘আলপনা’র ‘এক মুঠো স্বপ্ন’ গানটি শ্রোতাপ্রিয়তা পেয়েছিল।
মিউজিক ভিডিও সম্পর্কে বেলাল খান বলেন, ‘একেবারে নতুন রূপে এই ভিডিওতে দর্শক-শ্রোতারা খুঁজে পাবেন আমাকে। মেলোডি প্রধান গানটিতে কথা ও সুরের পাশাপাশি ভিডিওতেও রয়েছে ভিন্নতা। ঢাকা এবং ঢাকার আশেপাশের বিভিন্ন লোকেশনে এর চিত্রধারণ করা হয়েছে। ভিডিওটিতে ভিএফএক্স এর কাজও করা হয়েছে।’ উল্লেখ্য, বেলাল খানের ‘পাগল তোর জন্যরে’, ‘ভালোবাসি হয়নি বলা’, ‘সোনাপাখি’, ‘ইস্টিশন’, ‘এক মুঠো স্বপ্ন’ গানগুলো শ্রোতাপ্রিয়তার শীর্ষে রয়েছে।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি