কন্ঠশিল্পী এলিটটের একক অ্যালবাম প্রকাশিত

MEn || বারো বছরের ক্যারিয়ারে কণ্ঠশিল্পী এলিটার ছিলো না কোনো একক অ্যালবাম। অবশেষে গত ২৪ মে প্রকাশিত হল এলিটার প্রথম একক অ্যালবাম ‘এলিটা’। এ উপলক্ষে রাজধানীর ডেইলি স্টার ভবনে আয়োজন করা হয়েছিল প্রকাশনা অনুষ্ঠানের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং সংগীতপরিচালক বাপ্পা মজুমদার সহ মিডিয়াঙ্গনের আরও অনেকে।
১০ টি গান দিয়ে সাজানো হয়েছে এলিটার প্রথম একক অ্যালবামটি। অ্যালবামের গানগুলোর সংগীতপরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির, অদিত, সন্ধি এবং শাকের। অ্যালবামে গান লিখেছেন রবিউল ইসলাম জীবন, ফুয়াদ, সন্ধি প্রমুখ। অ্যালবামে কোনো দ্বৈত গান রাখা হয়নি। জেরেনা এন্টারটেইনমেন্টের ব্যানারে অডিও সিডির পাশাপাশি অ্যালবামটি অনলাইনেও প্রকাশ করা হয়েছে। আগামি ২৫ মে থেকে অ্যালবামটি সারাদেশে পাওয়া যাবে।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি