সঙ্কটে ‘শিরোনামহীন’
সঙ্কটে ‘শিরোনামহীন’
ব্যান্ডের সদস্য জিয়া বলেন, মিরপুরে আমরা ও জলের গান একটি স্টুডিও ব্যবহার করতাম। এবার এককভাবে ও বড় পরিসরে স্টুডিও নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। তাই আপতত কাজ বন্ধ করে স্টুডিওর প্রতি মনযোগী হতে হয়েছে।
গানগুলোর নতুন সংগীতায়োজনে শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী কিছু বাদ্যযন্ত্রও ব্যবহার করা হচ্ছে। অ্যালবামগুলো হলো জাহাজী (২০০৪), ইচ্ছে ঘুড়ি (২০০৬), বন্ধ জানালা (২০০৯), শিরোনামহীন রবীন্দ্রনাথ (২০১০) ও শিরোনামহীন (২০১৩) । শ্রীলঙ্কায় নতুন এ অ্যালবামটি প্রকাশ করবে ব্রিজ।
এদিকে শিরোনামহীনের আট থেকে দশটি গান শ্রীলঙ্কার সিংহলি প্রকাশ হওয়ার কথা রয়েছে। ব্যান্ডের প্রকাশিত ৫টি অ্যালবাম থেকে গানগুলো বাছাই করা হবে।
Comments
Post a Comment