সংগীতে সম্মাননা ডিগ্রি অর্জন করলেন বিউটি-পুতুল

সংগীতে সম্মাননা ডিগ্রি অর্জন করলেন বিউটি-পুতুল

ইনফো ডেস্ক ॥সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে সংগীতে সম্মাননা ডিগ্রি অর্জন করেছেন ২০০৫-এর ক্লোজআপ তারকা বিউটি ও ২০০৬-এর ক্লোজআপ তারকা পুতুল। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিউটি স্নাতক (সম্মান) এবং পুতুল স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছ থেকে বিউটি ও পুতুল এ সম্মাননা গ্রহণ করেন। বিউটি ও পুতুল রাজধানীর ‘ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (টউঅ) থেকে চলতি বছর ‘ব্যাচেলর অব মিউজিক’ (বি মিউজিক) বিষয়ে যথাক্রমে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ২০১২ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পুতুল একই বিষয়ে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছেন। সম্মাননা ডিগ্রি অর্জন প্রসঙ্গে বিউটি বলেন, খুব ভাল লাগছে আজ, অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। পুতুল বলেন, সবার কাছে দোয়া চাই যেন আগামীতে আমি গানে আরও সফল হতে পারি। উল্লেখ্য, বিউটি চুয়াডাঙ্গার হাটবোয়ালিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং এমএস জোহা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। অন্যদিকে পুতুল আশুগঞ্জ সার কারখানা থেকে এসএসসি এবং ফেনী সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। বাজারে বিউটির পাঁচটি একক অ্যালবাম রয়েছে। সেগুলো হচ্ছে ‘চরণদাসী’, ‘উড়াল পঙ্খি’, ‘লালনকন্যা’, ‘পীরিতের জ্বালা’ এবং ‘দুই চোখেতে লালন আমার’। আর পুতুলের রয়েছে তিনটি একক অ্যালবাম। এগুলো হচ্ছে ‘সন্ধ্যা বাড়ির বারান্দায়’, ‘মাটির পুতুল’ ও ‘পুতুল গান’।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি