সোনার ডিম
সোনার ডিম
ফকির খুশি হয় আর বলে আমারতো দেবার মত কিছু নাই খালি দোয়া করতে পারি। তখন হাশেম বলে আমার জন্য দোয়া না করে আমার হাঁসের জন্য দোয়া করেন যাতে করে আমার হাঁস সোনার ডিম পারে। ফকির তখন হাশেমের কথা শুনে হাঁসি দিয়ে চলে যায়। পরদিন ভোরবেলা হাশেম তার হাঁসের খোয়ার গিয়ে দেখে তার হাস সোনার ডিম পেরেছে। সে অনেক খুশি হয়ে যায়। সে নিমেষেই ধনী হয়ে যায়। সব কিছু পরিবর্তনের সাথে সাথে তার আচরণও পরিবর্তন হয়ে যায়। হাশেম যে লোকের কাছে ডিম বিক্রি করে সেই লোক তার সুন্দরী এবং শিক্ষিত মেয়েকে তার কাছে বিয়ে দিতে চায়, হাশেমও রাজি হয়ে যায়। লাবনী বিয়েতে বিরোধিতা করলে হাশেম তাকে খুব খারাপ ভাবে অপমান করে। লাবনী কষ্ট পায় এবং হাশেমকে ছেড়ে অন্য ছেলেকে বিয়ে করার চিন্তা করে। আর অন্য দিকে রাতারাতি পরিবর্তনে গ্রামের সবার নজরে পরে হাশেম। প্রায় সময় পুলিশ তার কাছে আসে তার টাকার উৎস জানতে কিন্তু হাশেম কিছুই বলে না। কিন্তু একদিন রাতে হাশেমের বাড়িতে ডাকাতি হয়। সব নিয়ে যায় ডাকাতে। সোনার ডিম দেখবেন ঈদের ১ম দিন রাত ৭টা ৪৫ মিনিটে দেশ টিভিতে। সোনা ডিম রচনা ও পরিচালনায় তুহিন রাসেল।
Comments
Post a Comment