মার্শাল আর্ট শিখতে ব্যাস্ত রানী
মার্শাল আর্ট শিখতে ব্যাস্ত রানী
ইনফো ডেস্ক : রানী মুখার্জির আপকামিং ফিল্ম ‘মর্দানি' ছবিতে তিনি কঠোর একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন বলেই রানী এই বিশেষ মার্শাল আটের্র ট্রেনিং নেয়া।
যশরাজ ফিল্মস প্রযোজিত ও প্রদীপ সরকার পরিচালিত ‘মর্দানি'তে সমস্ত স্টান্ট নিজে করেছেন রানী মুখাজি। এর জন্য রানী ‘ক্রাব মাগা’ টেকনিকও শিখেছেন। এই টেকনিকের সাহায্যে দুর্বল লোকেরাও আত্মরক্ষা করতে পারেন! ছবির শ্যুটিং শুরু হবার আগে রানী মুখার্জিকে বেশ কিছু নারী পুলিশের সঙ্গে দেখা করেছে বলে জানতে পারেন, বিভিন্ন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য নিজেকে তৈরি রাখা জরুরি। সে কারণেই ছবিতে ডামি ব্যবহার না করে ফাইট সিন ও স্টান্ট নিজেই করেছেন রানী। এর আগের সিনেমাতে অন্য ধারার বিভিন্ন চরিত্রে অভিনয় করলেও অ্যাকশন দৃশ্যে কাজ করেননি রানী।
ছবির ট্রেলার ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২২ আগস্ট।
সূত্র: ইন্টারনেট
Comments
Post a Comment