আমির খানের স্বাস্থ্য নিয়ে ভয়ে তার স্ত্রী ও মা!

MEn || আমির খান বলিউডের এমন একজন অভিনেতা, যিনি সিনেমায় চরিত্রের প্রয়োজনে কখনো নিজের ওজন বাড়িয়ে ফেলেন, আবার কখেনো বা ওজন একেবারে কমিয়ে দেন। আমির খানের স্বাস্থ্যের এমন ওঠানামায় দারুণ শঙ্কিত তার মা ও স্ত্রী।
জানা গেছে, আসন্ন সিনেমা ‘দঙ্গল’-এ চরিত্রের প্রয়োজনে ফের স্বাস্থ্য বাড়াচ্ছেন মিস্টার পারফেকশনিস্ট। যেখানে তাকে একজন রেস্লার (কুস্তিগির) হিসেবে দেখা যাবে। আর এরজন্য তিনি নিজের ওজন বাড়িয়ে ৯৫ কেজিতে উঠিয়েছেন।
এ সম্পর্কে আমির খান বলেন, বর্তমানে আমার ওজন ৯৫ কেজি। এটা দঙ্গলের চরিত্রের জন্য যথেষ্ঠ। কিন্তু ওজন বাড়ানোয় আমার মা ও স্ত্রী দারুণ শঙ্কিত। তারা ভাবছে, আমি আমার শরীর নিয়ে তাচ্ছিল্য করছি। এমনকি আমিও তাই ভাবছি!
তবে আমির খান বলেন, দঙ্গল সিনেমার শ্যুটিং চলবে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত, তারপর ঠিকই আমি ওজন কমিয়ে আগের অবস্থায় ফিরে যাবো। একেবারে ‘পিকে’ সিনেমায় দর্শক আমাকে যেভাবে দেখেছে।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি