আমিরের নতুন চমক
আমিরের নতুন চমক
টেকনো ডেস্ক : মিস্টার পারফেকশনিস্ট আমির খান বারবারই তার ছবিতে বিভিন্ন এক্সপেরিমেন্ট করে দর্শকে সারপ্রাইজ প্যাকেজ দিয়েছেন৷ ‘ধুম ৩’য়ের পর এবার আমির খান তার আপকামিং ছবি ‘পিকে’তেও আনতে চলেছেন নতুন চমক৷জানা গেছে এই ছবির পোস্টারে একটি স্টিরিও হাতে নগ্ন আমির খানকে দেখা যাবে৷ ‘পিকে’ ছবিটি পরিচালনা করছেন রাজকুমার হিরানি৷ যদিও এ বিষয়ে এখনও কোনো অফিশিয়াল ঘোষণা করা হয়নি৷ এমনও শোনা যাচ্ছে এই ছবিতে নাকি কো-স্টার অনুষ্কা শর্মার সঙ্গে একটি লম্বা কিসিং সিনও করবেন আমির৷ এই ছবিতে আমির খান একজন ভিন গ্রহের মানুষের চরিত্রে অভিনয় করছেন যে হঠাৎ করেই পৃথিবীতে এসে পড়েছে৷ এছাড়াও ছবিতে আমিরকে বিভিন্ন অবতারে দেখা যাবে৷ যদিও রাজনৈতির পটভূমির উপরই তৈরি হচ্ছে এই ছবি৷ আমির খান ছাড়াও ছবিতে অনুশকা শর্মা, সুসান্ত সিং রাজপুত ও বোমান ইরানি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন৷– ওয়েবসাইট।
Comments
Post a Comment