আবার হাওয়া বদল

আবার হাওয়া বদল

 ইনফো ডেস্ক : বাড়ি থেকে পালিয়ে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে নিশা আর মিশু একটি রিসোর্টে উঠে। এই রিসোর্টে নিশা আর মিশু ছাড়া আরও দুই দম্পতী আছে। শিহাব ও তানিয়া নতুন বিয়ে করেছে। ঢাকা থেকে তারা এসেছে হানিমুন করতে। কিন্তু তাদের একটা বড় প্রবলেম হল তার দুজনই খুব সন্দেহ বাতিক। যে কোন ব্যাপারেই একজন আরেকজন কে সন্দেহ করে বসে। এই নিয়ে নিজেদের মধ্যে ঝগড়াও হয় প্রচুর, তবে সেটা বাইরের লোকদের আড়ালে। বাইরের লোকদের কাছে অবশ্য তারা দুজনই খুব সুখী দম্পতী হিসেবে পরিচিত।
আনিস আর শিমু বেশীদিন হয়নি বিয়ে হয়েছে। তবে শিমুর চাইতে আনিসের বয়সের পার্থক্যটা একটু বেশী হওয়ায় দুজনের চাওয়া-পাওয়া গুলোর মধ্যে ব্যাপক পার্থক্য। ঘরমুখো স্বভাবের আনিস আর ঠিক তার উল্টো শিমু। দিপা আনিসের একমাত্র বোন। ভাই ভাবীর সাথে সেও ঘুরতে এসেছে। ঘরের মধ্যে একজন আরেকজনকে এড়িয়ে চললেও বাইরের লোকদের কাছে এরাও খুব সুখী পরিবার হিসেবেই পরিচিত। এই তিন দম্পতির নানা রকম হাসির আর মজার ঘটনাকে কেন্দ্র করেই এগিয়ে যায় আমাদের গল্প আবার হাওয়া বদল। দেশ টিভিতে প্রচারিত হবে ঈদের ৭ দিন রাত ৯টায়। চিত্রনাট্য ও পরিচালনায় ইমরাউল রাফাত। অভিনয় করেছেন  তিশা, সাজু খাদেম, এলেন, ইশিকা, কচি খন্দকার, প্রিয়তা, চাষী আলম, আমানুল হক হেলাল, এনামুল হক, শর্মিলি আহমেদ, ইরফান, তানজীকা প্রমুখ।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি