সবাইকে পেছনে ফেলে শীর্ষে দেব
সবাইকে পেছনে ফেলে শীর্ষে দেব
ইনফো ডেস্ক : অনলাইন ভোটের মাধ্যমে কলকাতার ২০১৩ সালের ২৫ জন মোস্ট ডিজায়ারেবল পুরুষ ও নারীর তালিকা প্রকাশ করেছে। এতে পুরুষের তালিকায় টালিউডের রূপালি পর্দা আর রাজনীতির ময়দানের মতো এখানেও সবাইকে পেছনে ফেলে শীর্ষে রইলেন কলকাতার চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা দেবে।
এদিকে, নারীদের মধ্যে শীর্ষস্থান দখল করলেন আয়ত চোখ ও আভিজাত্যের প্রতীক রাইমা সেন। টালিউড নায়িকাদের মধ্যে অষ্টম স্থানে জায়গা পেয়েছেন কঙ্কনা সেন শর্মা। রয়েছেন রাইমা’র বোন রিয়া সেনও। চলচ্চিত্র নায়িকাদের বাইরে আছেন জাতীয় টেলিভিশনের পূজা বোস, বরখা বিস্ত সেনগুপ্ত। তবে প্রায় অচেনা মুখ হিসেবে চমক দিয়েছেন নেহা পান্ডা ও সোনিকা চৌহানের মতো নতুনরাও। এই খ্যাতি অর্জন প্রসঙ্গে টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে রাইমা বলেন, ‘যারা আমাকে ‘টাইমস মোস্ট ডিজায়ারেবল ওয়ামেন ২০১৩ এর জন্য ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। নিজেকে প্রশংসিত এবং সম্মানিত বোধ করছি।’রাইমা১নিজের কোন দিকটি তাকে সবচেয়ে আকাক্সিক্ষত নারী করে তুলেছে বলে তিনি মনে করেন, এর উত্তরে এই বাঙালি সুন্দরী জানান, ‘আমি বিশ্বাস করি শুধুমাত্র বাইরের সৌন্দর্য একজন নারীকে কাক্সিক্ষত করে না। এর সাথে তার কাজ, ব্যাবহার এবং পরিম-লও ভূমিকা রাখে। মনে হয় এর সব কিছুই আমার ভেতর আছে। আমি এমন একজন মানুষ হিসেবে নিজেকে তৈরি করেছি যে তার বংশমর্যাদাকে পুঁজি করে চলে না। আমি কখনো মানুষকে বোঝানোর চেষ্টা করি না যে আমি সুচিত্রা সেনের নাতনি অথবা মুনমুন সেনের মেয়ে। আমার মনে হয় পরিচালকেরাও আমার সাথে কাজ করতে ভালোবাসেন, কারণ আমি কখনোই নিজের অবস্থানকে ছোট হতে দেই না। বাইরের সৌন্দর্য আমি উত্তরাধিকারসূত্রে পেয়েছি। আমি পুলকিত হই যখন মানুষ বলে আমি দেখতে আমার নানীর মতো; তিনিই আমার আসল মডেল।’
প্রধানত টালিউডের অভিনেতারাই এই তালিকায় আধিপত্য করলেও আছেন সৌরভ গাক্সগুলি, মনোজ তিওয়ারি, লিয়েন্ডার পেজ ও সুনীল ছেত্রীর মতো খেলোয়াড়রাও। রয়েছেন ডিজাইনার সব্যসাচি মুখার্জি ও সঞ্চালক মীরও।
Comments
Post a Comment