দিল্লিতে দিয়ার মির্জার বিয়ে
দিল্লিতে দিয়ার মির্জার বিয়ে
ইনফো ডেস্ক :সাবেক ভারতীয় সুন্দরী ও বলিউড অভিনেত্রী দিয়া মির্জার বিয়ের আনুষ্ঠানিকতা দিল্লিতে সম্পন্ন হবে। আগামী ১৮ অক্টোবর দীর্ঘদিনের প্রেমিক প্রযোজক-পরিচালক সাহিল সাঙ্ঘার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন তিনি। তাদের বিবাহোত্তর সংবর্ধনা হবে মুম্বাইতে। দ্য ইনডিয়ান এক্সপ্রেসের খবরে জানা গেছে, দিয়ার হবু বর সাহিল সাঙ্ঘার পরিবার বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা দিল্লিতেই করার সিদ্ধান্ত নিয়েছেন। পুরোপুরি ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা পালিত হবে। এ প্রসঙ্গে দিয়া বলেন, সাহিলের সব আত্মীয়-স্বজন দিল্লিতে থাকেন। তাই তাদের সুবিধার কথা মাথায় রেখে উভয় পরিবার দিল্লিতে বিয়ের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। সূত্রটি আরো জানিয়েছে, বিয়ের পর মুম্বাইয়ে জমকালো আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে বলিউডের সব রথী-মহারথীরা আমন্ত্রিত থাকবেন। বর্তমানে দিয়া বিয়ের শপিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ২০১১ সালের মুক্তিপ্রাপ্ত ‘লাভ ব্রেক আপ জিন্দেগি’ ছবির মাধ্যমে দিয়া-সাহিল পরস্পরের কাছাকাছি আসেন। ঠিক ওই সময়ই তাদের প্রেমের বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়। শুধু তাই নয়, এ জুটি তাদের প্রেমের বিষয়টি অকপটে স্বীকারও করেছেন। সম্প্রতি নিউইয়ার্কে বাগদান সম্পন্ন করেন দিয়া-সাহিল। এবার তারা পরিণয়সূত্রে আবদ্ধ হয়ে তাদের সম্পর্ককে আরো মজবুত করতে চলেছেন।
Comments
Post a Comment