বদলাপুরের শুটিং শেষ হলো
বদলাপুরের শুটিং শেষ হলো
ইনফো ডেস্ক: শ্রীরাম রাঘবন পরিচালিত অ্যাকশান থ্রিলার মুভি বদলাপুর। ২০১৪-এর মে মাস থেকে শুরু হয়ে ছিল ছবির শুটিং। প্রায় তিন মাস পর শেষ হলো বদলাপুর ছবির শুটিং। সাইফ আলি খানের প্রযোজনায় প্রথমবার কাজ করলেন বরুণ-ইয়ামি।ছবি মুক্তির তারিখ নিয়ে এখনো পর্যন্ত কিছু জানাননি ছবির পরিচালক শ্রীরাম রাঘবন। বদলাপুর ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন স্টুডেন্ট অব দ্য ইয়ার খ্যাত বরুণ ধাওয়ান ও ভিকি ডোনারের নায়িকা ইয়ামি গৌতম। বদলাপুর ছবিতে বরুণ ধাওয়ানের স্ত্রী-র চরিত্রে রয়েছেন ইয়ামি গৌতম, অনদিকে এক যৌনকর্মীর ভূমিকায় দেখা যাবে হুমা কুরেশীকে। এ ছাড়াও ছবির অন্যান্য চরিত্রে থাকছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী, রাধিকা আপতে সহ অন্যান্যরা। কখনো রোমান্টিক আবার কখনো কমেডি নায়কের চরিত্রেই দেখা গেছে ২৭ বছর বয়সী বরুণকে। বদলাপুর ছবিতে বরুণ ধাওয়ানকে প্রথম কোনো সিরিয়াস চরিত্রে অভিনয় করতে দেখবে দর্শক।
Comments
Post a Comment