চাকরি দেবেন সালমান খান

চাকরি দেবেন সালমান খান

http://my1info.blogspot.com/

 

ইনফো ডেস্ক : বলিউডের অভিনেতা সালমান খান এবার তার ভক্তদের বেকারত্ব দূর করার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। বুধবার মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক ঘোষণায় তিনি এ তথ্য জানান। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
সালমান খান তার ভক্তদের ফেসবুকে শুধু সময় পার না করে চাকরি খোঁজারও পরামর্শ দিয়েছেন।
সালমান লিখেছেন, ‘আপনার ফেসবুক পেজ শুধু সময় পার করার জন্য নয়। এটি কাজ খোঁজার কাজেও লাগান।’
এরপর তিনি একটি ওয়েবসাইটের ঠিকানা পোস্ট করেছেন-
http://beinghumanworkshop.com সালমান আরও লিখেছেন, ‘আমার ফেসবুক পেজের যাদের চাকরি নেই, আমি আমার বন্ধুদের সঙ্গে কথা বলেছি তাদের চাকরির জন্য। তবে অবশ্যই আপনার যোগ্যতা অর্জন করতে হবে।’

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি