কাকাবাবুর ভূমিকায় প্রসেনজিত

কাকাবাবুর ভূমিকায় প্রসেনজিত  

http://my1info.blogspot.com/
 ইনফো ডেস্ক : সম্প্রতি বলিউডের অভিনেত্রী বিদ্যা বালান কলকাতায় নতুন সিনেমা ‘ববি জাসুস’-এর প্রচারণা করতে গিয়ে টালিগঞ্জের সুপারস্টার প্রসেনজিতের সঙ্গে দেখা করেন। বিখ্যাত গোয়েন্দা চরিত্র কাকাবাবুর ভূমিকায় অভিনয় করেছিলেন প্রসেনজিৎ আর তার সঙ্গে ববি জাসুস হিসেবেই দেখা করেছেন বিদ্যা।
বিদ্যা বলেন, ‘অনেকদিন ধরেই প্রসেনজিতের সঙ্গে অভিনয় করার ইচ্ছা থাকলেও উপযুক্ত চিত্রনাট্যের অভাবে তা এখনও হয়ে ওঠেনি। '
বিদ্যা আরও বলেন, ‘আমি তাকে ‘পারিনিতা’ সিনেমায় অভিনয়ের সময় থেকে চিনি। প্রয়াত নির্মাতা ঋতুপর্ণ ঘোষ আমাদের দুজনকে নিয়ে একটি সিনেমা তৈরি করতে চেয়েছিলেন। আমরা দুজন সবসময়ই ভাবি, ঋতুপর্ণ বেঁচে না থাকলেও আমাদের একসঙ্গে একটি সিনেমায় কাজ করা উচিত। তবে আমরা এখনও তেমন কোনো ভালো কাহিনি পাইনি। '
প্রিয় অভিনেতা প্রসেনজিৎকে ‘বুম্বা দা’ বলে সম্বোধন করেন বিদ্যা। গোয়েন্দা চরিত্রে অভিনয়ের জন্য তাকে অনেকটাই অনুপ্রাণিত করেছেন প্রসেনজিৎ। বিদ্যা জানান, তার প্রতিটি সিনেমা মুক্তির আগে এসএমএসের মাধ্যমে শুভেচ্ছা জানান ভারতীয় বাংলা সিনেমার এই তারকা।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি