৮ কেজি ওজন কমাতে হচ্ছে সোনমকে

৮ কেজি ওজন কমাতে হচ্ছে সোনমকে

ইনফো ডেস্ক :
৬ থেকে ৮ কেজি ওজন কমাতে হবে সোনম কাপুরকে। পরিচালক সুরজ বরজাতিয়ার ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিতে সালমান খানের নায়িকা তিনি। শুটিং শুরু হয়ে গিয়েছে, কিন্তু ছবির গল্পের প্রয়োজনে তাঁকে মেদ ঝরাতে বলা হয়েছে। তবে মাছ, চিকেন, স্যালাড সবই খেতে পারবেন তিনি, যদিও পরিমিত পরিমাণে।
এর আগে আরবাজ খানের ‘ডলি কি ডোলি’ ছবির জন্যও। ওজন কমাতে হয়েছিল সোনমকে। ওই ছবিতে পাঞ্জাবী মেয়ের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। ফের ওজন ঝরাতে প্রতিদিন প্রচুর কসরত করছেন সোনম। তাঁর ব্যক্তিগত ট্রেনার রাধিকা কার্লে জানিয়েছেন, লোহা তুলছেন তিনি। হৃদযন্ত্র সংক্রান্ত কিছু ব্যায়াম করছেন। ইন্টারভ্যাল ট্রেনিং ও নিচ্ছেন।
সোনম নাকি সালমানের সঙ্গে অভিনয় করবেন বলে মুখিয়ে ছিলেন। এর আগে দুজনে একসঙ্গে কাজ করেছেন একটিমাত্র ছবিতে, সাওয়ারিয়া-তে। প্রেম রতন ধন পায়ো-তে অফার পেয়ে তিনি নাকি লুফে নেন। ছবিতে ডাবল রোলে রয়েছেন সালমান। তাঁর বিপরীতে রয়েছেন সোনম।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি