স্বামী সিদ্ধার্থকে বিদ্যার ধন্যবাদ

স্বামী সিদ্ধার্থকে বিদ্যার ধন্যবাদ

ইনফো ডেস্ক :
বিদ্যা বালন তাঁর পরবর্তী ছবি ‘ববি জাসুসে’র প্রচার নিয়ে এখন ভীষণ ব্যস্ত।  আর বিয়ের পর কাজ নিয়ে সেই একইরকম ব্যস্ত থাকতে পারার জন্য তিনি তাঁর স্বামী সিদ্ধার্থ রায় কপূরকে ধন্যবাদ জানিয়েছেন।
কারণ, সিদ্ধার্থ তাঁকে নিজের সম্পত্তি ভাবেন না। তাঁর কাজের প্রতি আগ্রহকে সম্মান করেন, তাই বিয়ের পরও একইভাবে কাজ করে যেতে পারছেন বিদ্যা।
বিদ্যার কথায়, ২০০৭-০৮ সালেও তিনি বছরে একটি করেই ছবি করতেন, এখনও তাই করেন। বিশেষ কোনও পরিবর্তন হয়নি। আর সেটা সম্ভব হয়েছে সিদ্ধার্থের নিজস্ব মনোভাবের জন্যই। বিদ্যা যখন সিদ্ধার্থের সঙ্গে সম্পর্কে ছিলেন, তখন যে গতিতে তাঁর জীবন কাটত, এখন সিদ্ধার্থের স্ত্রী হওয়ার পরও অবস্থার কোনও পরিবর্তন হয়নি।
তিনি তাঁর বাবা-মার বিষয়ও বলতে গিয়ে জানান, বিদ্যার বাবা নিজের মেয়ের ছবির জগতে আসার সিদ্ধান্তর সপক্ষে থাকলেও, মা বিপক্ষেই ছিলেন। তাই বিদ্যার মা শুরুর দিকে মেয়ের শ্যুটিংয়ে আসলেও, এখন আর আসেন না। কারণ, বিদ্যার কথায় তিনি জানেন তাঁর মেয়ে নিরাপদই আছে।
বিদ্যার পরবর্তী ছবি যা এখন মুক্তির অপেক্ষায় দিন গুনছে, তা হল ববি জাসুস।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি