পুত্রসন্তানের পিতা হলেন অপূর্ব

পুত্রসন্তানের পিতা হলেন অপূর্ব

http://my1info.blogspot.com/
 ইনফে ডেস্ক : বিয়ের এক বছর পরই বাবা হলেন অপূর্ব। চিকিৎসক আগেই জানিয়ে দিয়েছিলেন অপূর্ব তার জন্মদিনেই (২৭ জুন) প্রথম সন্তানের বাবা হবেন। শেষ পর্যন্ত তা-ই হলো।  ২৭ জুন অপূর্ব ও তার স্ত্রী নাজিয়া হাসানের পুত্রসন্তান জন্ম নিয়েছে। হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্মদানের প্রক্রিয়া সম্পন্ন হয়। নবজাতকের নাম রাখা হয়েছে আয়েশ।  পুত্র সন্তানের বাবা হওয়া প্রসঙ্গে অপূর্ব ফেসবুক পেজে লিখেছেন, ‘আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। আজ জীবনের সেরা জন্মদিনের উপহার পেয়েছি। ধন্যবাদ নাজিয়া হাসানকে আমাকে একটি পুত্রসন্তান [আয়েশ] উপহার দেওয়ার জন্য। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের জন্য দোয়া করেছেন।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি