কমল’র অজান্তে ভালোবাসা

তোমারই আছি তোমারই থাকবো ছবির কয়েকটি দৃশ্য

 

তোমারই আছি তোমারই থাকবো ছবির কয়েকটি দৃশ্য

 


তোমারই আছি তোমারই থাকবো ছবির কয়েকটি দৃশ্য

তোমারই আছি তোমারই থাকবো ছবির কয়েকটি দৃশ্য

তোমারই আছি তোমারই থাকবো ছবির কয়েকটি দৃশ্য


তোমারই আছি তোমারই থাকবো ছবির কয়েকটি দৃশ্য

তোমারই আছি তোমারই থাকবো ছবির কয়েকটি দৃশ্য

তোমারই আছি তোমারই থাকবো ছবির কয়েকটি দৃশ্য



তোমারই আছি তোমারই থাকবো ছবির কয়েকটি দৃশ্য

তোমারই আছি তোমারই থাকবো ছবির কয়েকটি দৃশ্য

তোমারই আছি তোমারই থাকবো ছবির কয়েকটি দৃশ্য

তোমারই আছি তোমারই থাকবো ছবির কয়েকটি দৃশ্য


তোমারই আছি তোমারই থাকবো ছবির কয়েকটি দৃশ্য

তোমারই আছি তোমারই থাকবো ছবির কয়েকটি দৃশ্য

তোমারই আছি তোমারই থাকবো ছবির কয়েকটি দৃশ্য

তোমারই আছি তোমারই থাকবো ছবির কয়েকটি দৃশ্য

তোমারই আছি তোমারই থাকবো ছবির কয়েকটি দৃশ্য



এস.চৌধুরী
চলচ্চিত্র জগতে এক নামেই পরিচিত শাহাবুদ্দিন কমল । যদিও তিনি চলচ্চিত্রে অভিনয়কে এখনও পেশা হিসেবে নেননি, নিয়েছেন নেশা হিসেবে। চলচ্চিত্রকে ভালোবাসেন বলেই অভিনয় করে চলেছেন। কোন নির্মাতা পারিশ্রমিক দিলে নেন, আবার না দিলেও কোন অভিযোগ নেই এই শিল্পীর। একজন পরিপূর্ণ ভদ্রলোকের যে সকল গুনাবলী থাকা দরকার তার সিংহভাগ কমলের মাঝে বিদ্যমান। মঞ্চ নাটকে অভিনেতা হলেও এই পর্যন্ত তিনি প্রায় তিন ডজন ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম ছবি ‘তুমি কত সুন্দর’ এ নজর কাড়া অভিনয় করেন। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।  তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ভালোবাসা কারে কয়, এই দেশ কার, দুই বধু এক স্বামী প্রভৃতি। চলচ্চিত্রে অভিনয় করলেও মঞ্চে অভিনয়ের মাধ্যমে তিনি নিজেকে তুলে ধরেন। কারণ ছাত্র জীবন থেকে তিনি আবৃত্তি চর্চা ও মঞ্চের সঙ্গে মিলিয়ে যান। কমল ঢাকা পদাতিক নাট্য দল থেকে চলচ্চিত্রে আসেন। অত্যান্ত শান্তমনা ব্যক্তিত্ব কমল আড্ডা দিতে পছন্দ করেন না। নিরিবিলি থাকতে বেশি স্বাচ্ছন্দবোধ করেন। গুরুত্ব বুঝে চলচ্চিত্রে অভিনয় করেন বরিশালের সন্তান কমল । নব্বই দশকের গোড়ার দিকে বন্ধু-বান্ধব মিলে মুক্তধারা সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলেন।
এই মাধ্যমে যুক্ত থাকার কারণে তিনি গ্রুপ থিয়েটারের সদস্য হন। সদস্য হয়েই তিনি ঢাকা পদাতিকের প্রযোজনা নাটক রূপকুমার, ফেরা, জনতার শত্রুসহ অনেক নাটকে অভিনয় করেন। নেপথ্যে কাজ করেন ঐতিহাসিক নাটক বিষাদসিন্ধুর দ্বিতীয় পর্বে। সম্প্রতি কমল অভিনীত তোমারই আছি তোমারই থাকরো ছায়াছবিটি মুক্তি পায়। কালাম কায়ছার পরিচালিত এ ছবিতে তিনি নান্দনিক অভিনয় করেছেন। এদিকে শিগ্রই রূপালী পর্দায় আসছে কমল অভিনীত নতুন ছবি অজান্তে ভালোবাসা। এ জে রানা পরিচালিত এ ছবিতে তিনি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন। সৌজন্য আলাপকালে পরিচালক এ জে রানা বলেন, ছবিটি মুক্তির পর কমলের অভিনয় দেখে দর্শক মুগ্ধ হবেন।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি