ভোকাল তন্ময় তানসেন গায়ক নয় পরিচালক
ভোকাল তন্ময় তানসেন গায়ক নয় পরিচালক
ইনফো ডেস্ক : বিখ্যাত ব্যান্ড ভাইকিংস আর সেই ব্যান্ডের বিখ্যাত ভোকাল তন্ময় তানসেন। তবে এবার শুধু গায়ক রূপেই নয়, ফিরছেন তিনি পরিচালক রূপেও। তৈরি করছেন সিনেমা "রান আউট"! দ্রুত চলছে ছবির শুটিং আর সেই সাথে প্রচারণাও। এই ছবি দিয়েই বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে নায়লা নাইমের, রান আউটে দারুণ একটু আইটেম গানে অংশ নিয়েছেন তিনি। একই সাথে রান আউটের সকল প্রচারণাতেও হয়েছে তার সরব উপস্থিতি!
ইতিমধ্যেই ফেসবুক ও মিডিয়ায় ঝড় তুলেছে রান আউটের নানা পোস্টার ও প্রকাশিত ছবি। যদিও মূল চরিত্রে আছেন সজল ও মৌসুমি নাগ। কিন্তু নায়লা নাইমের সাথে সজলের জুটিই বেশি প্রশংসা পাচ্ছে। প্রায়ই ফেসবুকে পেজে প্রকাশিত হচ্ছে নায়লা নাইম ও সজলের দারুণ সব ছবি! এবং ছবিগুলো বেশ অন্তরঙ্গ ও আবেদনময়। এবং সকলেই বলছেন বেশ মানিয়ে গেছে তাঁদের। তাই না? রান আউট ছবিতে মূল চরিত্রে সজল এবং মৌসুমী নাগের পাশাপাশি অভিনয় করেছেন রোমানা, তানভীর হোসেন প্রবাল, মাহমুদুল ইসলাম সেলিম, সাবিহা মাসুম, জুবায়ের হিল্লোল, জারা এবং তারিক আনাম খান। এছাড়াও অরিন্দম নাট্য গোষ্ঠীর সদস্যরা অংশ নিয়েছেন এ ছবিতে।
Comments
Post a Comment