ইনফো ডেস্ক : ঈদ উপলক্ষে নাট্য নির্মাতারা ব্যাস্ত নাটক তৈরি নিয়ে। ইতিমধ্যে অনেক নাটকের কাজ শেষ, আবার কিছু নাটক টিভি চ্যানেলগুলোতে জমাও পরে গেছে। এরই ধারাবাহিকতায় ঈদের বিশেষ নাটক একুশে টেলিভিশনের ‘শাশুড়ি পটানো অভিযান’।
নাটকটি রচনা ও চিত্রনাট্য করেছেন অনামিকা মন্ডল ও ইন্দ্রজিৎ ইমন। পরিচালনায় ইকরাম আহমেদ পূষন ও যৌথ প্রযোজনায় রয়েছেন ডাঃ খান মোহাম্মদ রাজি ও হারুন উর রশিদ।
Comments
Post a Comment