ফেরদৌসের রচনায় ও প্রযোজনায় নাটকে রিয়াজ-নিপুন
ফেরদৌসের রচনায় ও প্রযোজনায় নাটকে রিয়াজ-নিপুন
ইনফো ডেস্ক :
তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এবারই প্রথম একটি নাটক রচনা করেছেন। একটি বিদেশী গল্পের ছায়া অবলম্বনে ফেরদৌস ‘কনফিউশন’ নামের একটি নাটক রচনা করেছেন। নাটকটি তিনি তার নাটক-টেলিফিল্মের প্রযোজনা সংস্থা ‘সিনেমাস্কোপ’ থেকেই নির্মাণ করেছেন। নাটকটি নির্মাণ করেছেন আবীর খান। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌসেরই ঘনিষ্ঠ বন্ধু তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক রিয়াজ ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা নিপুন। নাটকে রিয়াজ ও নিপুন স্বামী স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। গত মঙ্গলবার রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শেষ হয়েছে। হঠাৎ গল্প রচনা প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘ সত্যি বলতে কী কনফিউশন এমন একটি নাটক যার গল্প শেষ হয়েও হবেনা শেষ। এর বিষয়বস্তুটি ভালোলাগায় নিজেই নাটকটি রচনা করেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ছাত্র। নাটক রচনা করার বিষয়টি আমারও চর্চায় থাকা উচিত বলে আমি মনেকরি।’ রিয়াজ, ‘ ফেরদৌসের স্টোরি টেলিং আমার কাছে অনেক ভালোলেগেছে। নিজের বন্ধুর প্রযোজনায় নাটক করেছি-সেটাও অন্যরকম ভালোলাগা। নিপুন খুবই চমৎকার অভিনয় করেন।’ নিপুণ বলেন , ’ রিয়াজ ভাই , ফেরদৌস ভাই দুজনের সঙ্গেই আমি চলচ্চিত্রে কাজ করেছি। দুজনের সঙ্গে একই ইউনিটে কাজ করা এটা আমার প্রথম হলেও কাজের পরিবেশ ছিলো একেবারেই ঘরোয়া। আমি ভীষণ উপভোগ করেছি কাজটি। আশাকরি দর্শকের ভীষণ ভালোলাগবে।’ আসছে ঈদে বাংলাভিশনে প্রচারের লক্ষ্যে নাটকটি নির্মিত হয়েছে ‘কনফিউশন’ নাটকটি। এদিকে গত ২১জুন ওয়াইডাবিস্নউসিএ (ণড়ঁহম ডড়সবহ্থং ঈযৎরংঃরধহ অংংড়পরধঃরড়হ) এবং রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতাল এর যৌথ আয়োজনে ডা. আশীষ কুমার চক্রবত্র্তীর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস-২০১৪ উপলক্ষ্যে সচেতনতামূলক ‘গ্রীণ র্যালীর’ আয়োজন করা হয়। এই র্যালীতে বৃষ্টি উপেক্ষা করে দুই বন্ধু রিয়াজ ও ফেরদৌস অংশগ্রহণ করেন। উক্ত র্যালীতে প্রধানমন্ত্রী সমীপে একটি পরিবেশ বিষয়ক স্মারক প্রস্তাবনা প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুম্কি এমপির কাছে হস্তান্তর করা হয়। উল্লেখ্য রিয়াজ ও ফেরদৌস একসঙ্গে চারটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এগুলো হচ্ছে অঞ্জন সরকারের ‘পৃথিবী আমারে চায়না’, মতিন রহমানের ‘এই মন চায় যে, আজাদী হাসানাত ফিরোজর ‘বস্তির মেয়ে’ ও মুশফিুকুর রহমান গুলজারের ‘কুসুম কুসুম প্রেম’। অন্যদিকে রিয়াজ ও নিপুণ এবারের ঈদে আরো দুটি নাটকে অভিনয় করেছেন। একটি আরিফ এ আহনাফ-এর ‘সুপারস্টার’ ও অন্যটি শহীদুন্নবীর ‘শুভাগমন’। তিনটি নাটকই আসছে ঈদে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।
তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এবারই প্রথম একটি নাটক রচনা করেছেন। একটি বিদেশী গল্পের ছায়া অবলম্বনে ফেরদৌস ‘কনফিউশন’ নামের একটি নাটক রচনা করেছেন। নাটকটি তিনি তার নাটক-টেলিফিল্মের প্রযোজনা সংস্থা ‘সিনেমাস্কোপ’ থেকেই নির্মাণ করেছেন। নাটকটি নির্মাণ করেছেন আবীর খান। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌসেরই ঘনিষ্ঠ বন্ধু তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক রিয়াজ ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা নিপুন। নাটকে রিয়াজ ও নিপুন স্বামী স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। গত মঙ্গলবার রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শেষ হয়েছে। হঠাৎ গল্প রচনা প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘ সত্যি বলতে কী কনফিউশন এমন একটি নাটক যার গল্প শেষ হয়েও হবেনা শেষ। এর বিষয়বস্তুটি ভালোলাগায় নিজেই নাটকটি রচনা করেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ছাত্র। নাটক রচনা করার বিষয়টি আমারও চর্চায় থাকা উচিত বলে আমি মনেকরি।’ রিয়াজ, ‘ ফেরদৌসের স্টোরি টেলিং আমার কাছে অনেক ভালোলেগেছে। নিজের বন্ধুর প্রযোজনায় নাটক করেছি-সেটাও অন্যরকম ভালোলাগা। নিপুন খুবই চমৎকার অভিনয় করেন।’ নিপুণ বলেন , ’ রিয়াজ ভাই , ফেরদৌস ভাই দুজনের সঙ্গেই আমি চলচ্চিত্রে কাজ করেছি। দুজনের সঙ্গে একই ইউনিটে কাজ করা এটা আমার প্রথম হলেও কাজের পরিবেশ ছিলো একেবারেই ঘরোয়া। আমি ভীষণ উপভোগ করেছি কাজটি। আশাকরি দর্শকের ভীষণ ভালোলাগবে।’ আসছে ঈদে বাংলাভিশনে প্রচারের লক্ষ্যে নাটকটি নির্মিত হয়েছে ‘কনফিউশন’ নাটকটি। এদিকে গত ২১জুন ওয়াইডাবিস্নউসিএ (ণড়ঁহম ডড়সবহ্থং ঈযৎরংঃরধহ অংংড়পরধঃরড়হ) এবং রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতাল এর যৌথ আয়োজনে ডা. আশীষ কুমার চক্রবত্র্তীর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস-২০১৪ উপলক্ষ্যে সচেতনতামূলক ‘গ্রীণ র্যালীর’ আয়োজন করা হয়। এই র্যালীতে বৃষ্টি উপেক্ষা করে দুই বন্ধু রিয়াজ ও ফেরদৌস অংশগ্রহণ করেন। উক্ত র্যালীতে প্রধানমন্ত্রী সমীপে একটি পরিবেশ বিষয়ক স্মারক প্রস্তাবনা প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুম্কি এমপির কাছে হস্তান্তর করা হয়। উল্লেখ্য রিয়াজ ও ফেরদৌস একসঙ্গে চারটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এগুলো হচ্ছে অঞ্জন সরকারের ‘পৃথিবী আমারে চায়না’, মতিন রহমানের ‘এই মন চায় যে, আজাদী হাসানাত ফিরোজর ‘বস্তির মেয়ে’ ও মুশফিুকুর রহমান গুলজারের ‘কুসুম কুসুম প্রেম’। অন্যদিকে রিয়াজ ও নিপুণ এবারের ঈদে আরো দুটি নাটকে অভিনয় করেছেন। একটি আরিফ এ আহনাফ-এর ‘সুপারস্টার’ ও অন্যটি শহীদুন্নবীর ‘শুভাগমন’। তিনটি নাটকই আসছে ঈদে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।
Comments
Post a Comment