ঈদের ছবি নিয়ে ব্যস্ত ববি

ঈদের ছবি নিয়ে ব্যস্ত ববি
http://my1info.blogspot.com/ইনফো ডেস্ক :http://my1info.blogspot.com/ ২০১০ সালের ইফতেখার চৌধুরী পরিচালিত খোঁজ দ্যা সার্চ এর মাধ্যমে চলচ্চিত্র জগতে পা। এ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন। তবে ছবিটি দিয়ে বেশ আলোচনায় চলে আসেন ববি। এরপর তার দেহরক্ষী ছবিটি মুক্তি পায়। এ ছবিটিও দর্শকমহলে প্রশংসা অর্জন করে। পরে ফুল অ্যান্ড ফাইনাল ও ইঞ্চি ইঞ্চি প্রেম ততটা আলোড়ন সৃষ্টি করতে না পারলেও রাজত্ব দিয়ে আবারও লাইমলাইটে চলে আসেন ববি। বর্তমানে ববির হাতে রয়েছে পাঁচটি ছবি। এগুলো হলো ইফতেখার চৌধুরীর পরিচালনায় অ্যাকশন জেসমিন, ওয়ান-ওয়ে, শফিক হাসানের স্বপ্নছোঁয়া, বদিউল আলম খোকনের হিরো: দ্য সুপারস্টার ও মোহাম্মদ হোসেনের আই ডোন্ট কেয়ার।ছবিগুলোয় ববির সঙ্গে শাকিব খান, আনিসুর রহমান মিলন, বাপ্পী ও সাইমন অভিনয় করছেন। ববি বলেন, চলচ্চিত্রের নায়িকা হবো, সে কথা কখনও ভাবিনি। তবে মিডিয়ায় নিয়মিত কাজ করার ইচ্ছা ছিল। এ লক্ষ্যকে সামনে রেখেই ছোট পর্দায় আমার পথচলা শুরু হয়। এ পথচলার মধ্যে হঠাৎ একদিন পরিচালক ইফতেখার চৌধুরীর সঙ্গে আমার পরিচয় হয়। এরপরই আমার জীবনের নতুন দিগন্তের সূচনা ঘটে। তবে এখন চলচ্চিত্রই আমার ধ্যান-জ্ঞান। আশা করি, আগামী ছবিগুলোও প্রত্যাশিত সফলতা অর্জন করবে। এর মধ্যে হিরো: দ্য সুপারস্টার ও আই ডোন্ট কেয়ার আসছে ঈদে মুক্তি পাবে। ঈদে মুক্তি পাওয়া এই ছবিগুলোর জন্যই এখন তার প্রস্তুতি। এখন ব্যস্ততা এই দুই ছবি নিয়েই বেশি।
Comments
Post a Comment