ঈদের ছবি নিয়ে ব্যস্ত ববি



ঈদের ছবি নিয়ে ব্যস্ত ববি

http://my1info.blogspot.com/ইনফো ডেস্ক :http://my1info.blogspot.com/ ২০১০ সালের ইফতেখার চৌধুরী পরিচালিত খোঁজ দ্যা সার্চ এর মাধ্যমে চলচ্চিত্র জগতে পা। এ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন। তবে ছবিটি দিয়ে বেশ আলোচনায় চলে আসেন ববি। এরপর তার দেহরক্ষী ছবিটি মুক্তি পায়। এ ছবিটিও দর্শকমহলে প্রশংসা অর্জন করে। পরে ফুল অ্যান্ড ফাইনাল ও ইঞ্চি ইঞ্চি প্রেম ততটা আলোড়ন সৃষ্টি করতে না পারলেও রাজত্ব দিয়ে আবারও লাইমলাইটে চলে আসেন ববি।  বর্তমানে ববির হাতে রয়েছে পাঁচটি ছবি। এগুলো হলো ইফতেখার চৌধুরীর পরিচালনায় অ্যাকশন জেসমিন, ওয়ান-ওয়ে, শফিক হাসানের স্বপ্নছোঁয়া, বদিউল আলম খোকনের হিরো: দ্য সুপারস্টার ও মোহাম্মদ হোসেনের আই ডোন্ট কেয়ার।
ছবিগুলোয় ববির সঙ্গে শাকিব খান, আনিসুর রহমান মিলন, বাপ্পী ও সাইমন অভিনয় করছেন। ববি বলেন, চলচ্চিত্রের নায়িকা হবো, সে কথা কখনও ভাবিনি। তবে মিডিয়ায় নিয়মিত কাজ করার ইচ্ছা ছিল। এ লক্ষ্যকে সামনে রেখেই ছোট পর্দায় আমার পথচলা শুরু হয়। এ পথচলার মধ্যে হঠাৎ একদিন পরিচালক ইফতেখার চৌধুরীর সঙ্গে আমার পরিচয় হয়। এরপরই আমার জীবনের নতুন দিগন্তের সূচনা ঘটে। তবে এখন চলচ্চিত্রই আমার ধ্যান-জ্ঞান। আশা করি, আগামী ছবিগুলোও প্রত্যাশিত সফলতা অর্জন করবে। এর মধ্যে হিরো: দ্য সুপারস্টার ও আই ডোন্ট কেয়ার আসছে ঈদে মুক্তি পাবে। ঈদে মুক্তি পাওয়া এই ছবিগুলোর জন্যই এখন তার প্রস্তুতি। এখন ব্যস্ততা এই দুই ছবি নিয়েই বেশি।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি