মিউজিক ভিডিওতে লিজা

মিউজিক ভিডিওতে লিজা

ক্লোজআপ ওয়ান বিজয়ী সঙ্গীতশিল্পী ও জনপ্রিয় উপস্থাপিকা সানিয়া সুলতানা লিজা আসন্ন ঈদ উপলক্ষে একটি মিউজিক ভিডিও তৈরি করেছেন। সম্প্রতি গানটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।
‘এসো না-২’ শিরোনামের এ যৌথ গানে লিজার পাশাপাশি দেখা যাবে আরেক শিল্পী মোহনকে। ‘এসো না’ শিরোনামের গানটি লিখেছেন আরাফাত সেতু। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন পারভেজ জুয়েল।
এ প্রসঙ্গে লিজা বলেন, ‘গানটির মতোই ভিডিওটির মেকিং ভালো হয়েছে। আমি এর আগেও দুটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলাম। এটা নিয়ে তিনটি হলো। আশা করছি, কাজটি প্রশংসিত হবে।’
ভিডিওটি নির্দেশনা দিয়েছেন সৈকত রেজা। সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন বিকাশ সাহা।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি