লাইভ পারফর্সেন্স আলিয়ার প্রেম নিবেদন

লাইভ পারফর্সেন্স আলিয়ার প্রেম নিবেদন

ইনফো ডেস্ক : ‘সুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির পর আবারো দেখা মিলছে বরুণ ধাওয়ান ও আলিয়া ভাটের আপকামিং ফিল্ম ‘হাম্পটি শর্মা কি দুল্হানিয়া’তে। তাই আজকাল খুবই ব্যস্ত এই জুটি। ছবির প্রমোশনের জন্য সম্প্রতি একটি অ্যাওয়ার্ড ফাংশনে দেখা মিলছে এই জুটির এবং সেখানে আলিয়া যা করলেন তা দেখে সকলেই অবাক হয়ে গেলেন।
এই শোতে আপকামিং ফিল্ম ‘হাম্পটি শর্মা কি দুল্হানিয়া’ একটি গানে লাইভ পারফর্সেন্স দিচ্ছিলেন বরুণ এবং আলিয়া।
মঞ্চ কাপানো পারফর্সেন্স মাঝে হঠাৎই নাচ থামিয়ে সমস্ত দর্শকের সামনে হাঁটু গেড়ে বসে বরুণকে প্রেম নিবেদন সেরে ফেললেন এই তারকা।
আলিয়ার এই কা-ে প্রথমে একটু ঘাবড়ে গেলেও পড়ে সকলে মজাই পেলেন ‘হাম্পটি শর্মা কি দুল্হানিয়া’ ছবির নির্মাতা কারন জোহর এই ছবিতে অর্জুনও আলিয়া দ্বিতীয়বার এক সঙ্গে কাজ করছেন এক আগেও ‘সুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবিতে আলিয়া ও অর্জুনকে একসঙ্গে দেখা গিয়েছিল- ওয়েবসাইট।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি