ঈদে আসছেন বর্ষা

ঈদে আসছেন বর্ষা 

http://my1info.blogspot.com/2014/06/blog-post_2974.html

ইনফো ডেস্ক : ঈদ উৎসবের প্রতিযোগিতায় নায়িকাদের মধ্যে সবচেয়ে নির্ভার আলোচিত নায়িকা বর্ষা। ছবি মুক্তি নিয়ে কোন টেনশন কাজ করে না তার মধ্যে। বরং আত্মবিশ্বাস এতো বেশি থাকে যে, কার সঙ্গে কোন ধরনের প্রতিযোগিতা হবে এসব নিয়েও মাথা ঘামান না তিনি। কারণ, নিজের অভিনীত ছবিগুলোর সাফল্য এবং পর্দা উপস্থিতিতে বর্ষা বরাবরই সন্তুষ্ট। ছবির প্রযোজক, পরিচালক ও নায়ক অনন্ত বর্ষাকে যথাযথভাবে পর্দায় আনতে কোন কার্পণ্য করেন না। আসন্ন ঈদ উৎসবে মুক্তির জন্য প্রস্তুত ‘মোস্ট ওয়েলকাম টু’ ছবিতেও অনন্ত বর্ষাকে দর্শকদের পছন্দের মতো করে তুলতে সবদিক দিয়েই চেষ্টা করেছেন। বিশেষ করে আগের ছবিগুলোর তুলনায় অনেক বেশি যতœ নিয়েছেন অনন্ত ছবিটি নিজের পরিচালিত বলে।’মোস্ট ওয়েলকাম টু’ অনন্ত পরিচালিত দ্বিতীয় ছবি। তার পরিচালিত প্রথম ছবি ‘নিঃস্বার্থ ভালবাসা’ ভাল ব্যবসা করার পর আরও বেশি মেধা খাটিয়ে অনন্ত নির্মাণ করেছেন ‘মোস্ট ওয়েলকাম টু’। এর আগে তার প্রযোজিত ও অভিনীত ‘মোস্ট ওয়েলকাম’ দুর্দান্ত ব্যবসা করেছিল। অনন্য মামুন পরিচালিত এ ছবিতে নায়িকা ছিলেন বর্ষা। অনন্ত-বর্ষা জুটির ৫ নম্বর ছবি হচ্ছে ‘মোস্ট ওয়েলকাম টু’। ৫টি ছবিই দর্শক গ্রহণ করেছে। বিদেশে প্রদর্শিত হয়ে প্রশংসা অর্জন করেছে। বর্ষাকে বাদ দিয়ে অনন্ত একটি ছবিতে অভিনয় করেছেন। সোহানুর রহমান সোহান পরিচালিত এ ছবিতে নায়িকা ছিলেন মিস মালয়েশিয়ান পারভিন। ছবির নাম ছিল ‘দ্য স্পিড’। কিন্তু তুলনা-মূলকভাবে সাফল্যের পাল্লা ভারি থাকায় অনন্ত'র নিয়মিত জুটি হিসেবে প্রতিষ্ঠা পেয়ে যান বর্ষা। এজন্য নিজেদের ছবি নিয়ে বর্ষা কোন টেনশন করেন না। কারণ, তিনি ভাল করেই জানেন অনন্ত খুবই যতœ, অর্থ ব্যয় ও পরিশ্রম করে পরিপূর্ণ ডিজিটাল ছবি নির্মাণ করেন। যে ছবি দর্শক প্রাণভরে উপভোগ করেন। অতীতের মধুর অভিজ্ঞতাই বর্ষাকে নির্ভার রাখছে।’মোস্ট ওয়েলকাম টু’ ঈদ উৎসবে দর্শক পছন্দের শীর্ষে থাকবে- এমন আত্মবিশ্বাসই তাকে টেনশনমুক্ত রাখছে বলে বর্ষা জানান।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি