বাধা মানছেন না শিল্পীরা
বাধা মানছেন না শিল্পীরা
ইনফো ডেস্ক : সামনেই ঈদ শিল্পীরা এখন মহাব্যস্ত। খারাপ আবহাওয়ার মাঝেও চলছে ঈদের নাটকের শুটিং। গত শনিবার থেকে পুরো সপ্তাহ জুরে পটুয়াখালী আর কুয়াকাটায় ছিল তিন নম্বর বিপৎসংকেত। ঝোড়ো হাওয়া আর বৃষ্টি, সাগর উত্তাল। সামনেই ঈদ হাতে সময় খুবই অল্প কিন্তু উপায় নেই। আবার নতুন করে তাঁদের সময় পাওয়া একেবারেই সম্ভব না।
তাই বিপৎসংকেতও মানছেন না শিল্পীরা। তাই বিপৎসংকেত উপেক্ষা করেই শুটিং করতে হবে। তার মধ্যেই বিহাইন্ড দ্য ট্র্যাপ নাটকের শুটিং হলো। ঈদে সাত পবের্র এই ধারাবাহিক নাটকটি প্রচারিত হবে এনটিভিতে।
২০১১ সালে ঈদের জন্য রেদওয়ান রনির পরিচালিত ধারাবাহিক নাটক বিহাইন্ড দ্য সিনে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছিলেন মোশাররফ করিম ও ফারুক আহমেদ।
তিনি জানান, ওই নাটকে উপেক্ষা করে তৈরি হলো বিহাইন্ড দ্য ট্র্যাপ নাটকটি। দুই বন্ধু এবার কুয়াকাটা অভিযানে বের হয়। ঘটনাচক্রে তারা গ্রাম্যরাজনীতির সঙ্গে জড়িয়ে যায়। এরপর ঘটতে থাকে নানা মজার ঘটনা। এ দুই বন্ধুর সঙ্গে আছেন সুমাইয়া শিমু ও ঊর্মিলা।
রনি জানান, গত সপ্তাহে তিনি নাটকটির শুটিং করেছেন সদরঘাট, পটুয়াখালী আর কুয়াকাটায়। আরও অভিনয় করেছেন মম মোর্শেদ, মাজনুন মিজান, মিঠু, কচি খন্দকার, সাব্বির, নাদিয়া নদী প্রমুখ।
২০১১ সালে ঈদের জন্য রেদওয়ান রনির পরিচালিত ধারাবাহিক নাটক বিহাইন্ড দ্য সিনে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছিলেন মোশাররফ করিম ও ফারুক আহমেদ।
তিনি জানান, ওই নাটকে উপেক্ষা করে তৈরি হলো বিহাইন্ড দ্য ট্র্যাপ নাটকটি। দুই বন্ধু এবার কুয়াকাটা অভিযানে বের হয়। ঘটনাচক্রে তারা গ্রাম্যরাজনীতির সঙ্গে জড়িয়ে যায়। এরপর ঘটতে থাকে নানা মজার ঘটনা। এ দুই বন্ধুর সঙ্গে আছেন সুমাইয়া শিমু ও ঊর্মিলা।
রনি জানান, গত সপ্তাহে তিনি নাটকটির শুটিং করেছেন সদরঘাট, পটুয়াখালী আর কুয়াকাটায়। আরও অভিনয় করেছেন মম মোর্শেদ, মাজনুন মিজান, মিঠু, কচি খন্দকার, সাব্বির, নাদিয়া নদী প্রমুখ।
Comments
Post a Comment