এবার কিস্তিমাতের আইটেম গানে সিন্ডি

এবার কিস্তিমাতের আইটেম গানে সিন্ডি 

http://my1info.blogspot.com/
ইনফো ডেস্ক : নোমান রবিনের ‘কমন জেন্ডার দ্য ফিল্ম’ এবং রেদওয়ান রনির ‘চোরাবালি’ ছবির আইটেম গানে নেচেছিলেন বাংলাদেশি বংশোদ্ভুত মার্কিন অভিনেত্রী সিন্ডি রোলিং। এবার তাকে দেখা যাবে আশিকুর রহমানের ‘কিস্তিমাত’ ছবির আইটেম গানে। এর শিরোনাম ‘মেহবুবা’।  ২৫ জুন এফডিসির একটি ফ্লোরে গানটির চিত্রায়ন হয়েছে।  এ প্রসঙ্গে সিন্ডি রোলিং বাংলানিউজকে বলেন, ‘আমেরিকা আর বাংলাদেশে যাওয়া-আসার মধ্যে থাকি আমি। কাজের জন্যই মূলত দেশে আসি। সম্প্রতি চুক্তিবদ্ধ হলাম ‘কিস্তিমাত’ ছবির সঙ্গে। আমরা আগামী দুই-তিনদিন টানা কাজ করব। আশা করছি, আগের দুটি আইটেম গানের মতো নতুনটিও দর্শকদের মন ভরাবে।’ এরই মধ্যে ‘কিস্তিমাত’ ছবির চিত্রায়ণ শেষ হয়েছে। এ ছবিতে অভিনয় করেছেন আরিফিন শুভ ও আঁচল।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি