অমিত-আঁচল ভাই-বোন!
অমিত-আঁচল ভাই-বোন!
ইনফে ডেস্ক : অমিত হাসানের সঙ্গে মাত্র দু’টি ছবিতে অভিনয় করেছেন আঁচল।’প্রেম প্রেম পাগলামী’ এবং ‘ফাঁদ’ নামের এ দু’টি ছবিতে আঁচল ছিলেন নায়িকা আর অমিত খলনায়ক। আবার তারা একই ছবিতে অভিনয় করছেন। তবে নায়িকা-খলনায়ক নয়, এবার দর্শকরা তাদের পাবেন ভাই-বোনের চরিত্রে। মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ‘বোঝেনা সে বোঝেনা’ নামের ছবিটির দৃশ্যধারণ হচ্ছে পূবাইলে। অমিত হাসান এখন খলনায়ক চরিত্রেই কাজ করছেন বেশি।’বোঝেনা সে বোঝেনা’ ছাড়াও শফিক হাসানের ‘ধূমকেতু’, চাষী নজরুল ইসলামের ‘অন্তরঙ্গ’, মনতাজুর রহমান আকবরের ‘তোমার প্রেমে দিওয়ানা’, নজরুল ইসলামের ‘চিনি বিবি’সহ বেশ কিছু ছবিতে কাজ করছেন তিনি। অন্যদিকে আঁচলের হাতে রয়েছে ইস্পাহানী আরিফ জাহানের ‘গুন্ডামী’ এবং শাহেদ চৌধুরীর ‘আড়াল’।
Comments
Post a Comment