বলিউডের ৬ জনপ্রিয় তারকার গোপন মেধা!
বলিউডের ৬ জনপ্রিয় তারকার গোপন মেধা!
ইনফো ডেস্ক : বলিউডের অভিনেতা অভিনেত্রীদের অভিনয়ের প্রতিভায় আমরা মুগ্ধ হয়ে যায় প্রতিনিয়তই। প্রতিটি সিনেমার চরিত্রের সাথেই যেন তাঁরা মিশে যেতে পারেন খুব সহজেই। কিন্তু আমরা তাদের লুকানো অনেক প্রতিভার কথা হয়তো একেবারেই জানিনা। জেনে নিন বলিউডের নামীদামী ৬ তারকার লুকিয়ে রাখা মেধা সম্পর্কে।
পরিনীতি চোপড়া
পরিনীতি চোপড়া অত্যন্ত মেধাবী একজন অভিনেত্রী। মানুষ যেখানে একটি ডিগ্রী অর্জন করতে হিমশিম খায় সেখানে তার আছে তিন তিনটি ডিগ্রী। ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে তিনি বিজনেস, ফিন্যান্স ও ইকোনোমিক্সের উপরে ডিগ্রী অর্জন করেছেন। পরবর্তিতে তিনি ইয়াস রাজ ফিল্মসে চাকরি নেন এবং সেখান থেকেই তিনি ইয়াস রাজ ফিল্মসে অভিনয় করার প্রস্তাব পান।
অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন হতে চেয়েছিলেন রেডিও জকি। কিন্তু তার ভারী কন্ঠের কারণে তিনি বাদ পড়ে গিয়েছিলেন অল ইন্ডিয়া রেডিও এর অডিশন থেকে। এই অমিতাভই পরে হয়ে উঠেছেন বলিউডের সেরা একজন নায়ক।
আমিশা প্যাটেল
মিষ্টি হাসির অধিকারিণী এই অভিনেত্রী হৃতিকের বিপরীতে কাহো না প্যায়ার হ্যায় সিনেমায় অভিনয় করেছিলেন। আমিশা কিন্তু শুধু একজন অভিনেত্রীই নন বরং একজন মেধাবী ছাত্রীও বটে। তিনি বোস্টনের টাফটস বিশ্ববিদ্যালয় থেকে ইকোনোমিকসে গোল্ড মেডেল প্রাপ্ত ছাত্রী। আমিশা প্যাটেল অ্যামেরিকার থেকে বায়োজেনেটিক ইঞ্জিনিয়ারিং এর উপরও ডিগ্রি অর্জন করেছেন। এরপর তিনি ইন্ডিয়ায় ফিরে চাকরী করা শুরু করেন। সেই সময়ে তার বাবার বন্ধু রাকের রোশানের নজরে আসেন তিনি এবং কাহো না প্যায়ার হ্যায় সিনেমার জন্য চুক্তিবদ্ধ হওয়ার প্রস্তাব পান।
অক্ষয় কুমার
বলিউডের জনপ্রিয় নায়ক অক্ষয় কুমার একজন ভালো রাঁধুনিও। তিনি একটা সময়ে ব্যাংককে বাবুর্চি এবং হোটেলের ওয়েটার হিসেবে কাজ করেছেন। আর তাই রান্নায় আছে তার দক্ষতা।
দীপিকা পাড়–কন
হাল সময়ের সবচাইতে আবেদনময়ী তারকা দীপিকা পাড়–কন। অভিনেত্রী না হলে তিনি পেশায় একজন ব্যাডমিন্টন খেলোয়াড় হতেন। অভিনয়ে আসার আগে তিনি ছিলেন একজন মেধাবী ব্যাডমিন্টন খেলোয়াড়।
তুষার কাপুর
বলিউডে সফলতা অর্জন করতে না পারলেও শিক্ষা জীবনে তুষার কাপুর সফল একজন মানুষ। তিনি স্টিফেল এম.রোস স্কুল অফ বিজনেস থেকে বিবিএ এবং ইউনিভার্সিটি অফ মিসিগান থেকে এমবিএ করেছেন।
Comments
Post a Comment