দেবের ছবিতে হাবিবের গান
দেবের ছবিতে হাবিবের গান
ইনফে ডেস্ক : হাবিবের গানে ঠোঁট মেলাবেন অভিনেতা থেকে সাংসদ হওয়া দেব। ভারতের ‘বিন্দাস’ ছবিতে গান গাইবেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব। রাজীব বিশ্বাসের ‘বিন্দাস’ ছবিতে এই দৃশ্য দেখা যাবে। ’তোমাকে ছেড়ে আমি’ শিরোনামের গানটিতে হাবিবের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী তুলসী কুমার। পর্দায় তুলসীর গাওয়া লাইনগুলোতে ঠোঁট মেলাবেন ভারতের বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। সম্প্রতি গ্রিসে এর চিত্রায়ন হয়েছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ভারতের বাংলা ছবির জন্য কাজ করলেন হাবিব ওয়াহিদ। তিনিই এই গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন। এ প্রসঙ্গে হাবিব বলেছেন, ‘পশ্চিমবঙ্গের নামি প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। আমার গান নিয়ে ‘বিন্দাস’ ছবিটি মুক্তি পাবে আসছে রোজার ঈদে। 'এরই মধ্যে ‘তোমাকে ছেড়ে আমি’ গানটির অংশবিশেষ ইউটিউবে প্রকাশ হয়েছে। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ফেসবুক পেজে জানানো হয়েছে, ২৯ জুন গানটির পূর্ণাঙ্গ ভিডিও ইউটিউবে ছাড়া হবে। জানা গেছে, ছবিটির প্রচারণামূলক অনুষ্ঠানে অংশ নিতে আগামী সপ্তাহে কলকাতায় যাবেন হাবিব। এখানে তুলসী কুমারও থাকবেন। তুলসী কুমার হলেন ভারতের শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের অন্যতম অংশীদার।’দাবাং টু', ‘ইয়ারিয়া’, ‘আশিকি টু'র মতো জনপ্রিয় হিন্দি ছবিতে গেয়েছেন তিনি। চিত্রনায়ক রিয়াজ প্রযোজিত ও এসএ হক অলিক পরিচালিত ‘হৃদয়ের কথা’ ছবির জন্য একটি গান তৈরি করেছিলেন হাবিব ওয়াহিদ। কিন্তু নানা জটিলতায় গানটি আর ব্যবহার করা হয়নি ছবিতে। পরবর্তী সময়ে শিরিনের লোকজ গানের অ্যালবাম ‘পাঞ্জাবীওয়ালা’য় বাড়তি পাওনা হিসেবে গানটি জুড়ে দেওয়া হয়। এর কথা লিখেছেন এসএ হক অলিক।
Comments
Post a Comment