প্রীতি-নেস’র সমঝোতার চেষ্টা

প্রীতি-নেস’র সমঝোতার চেষ্টা 

 ইনফে ডেস্ক : প্রীতি জিন্টা-নেস ওয়াদিয়া বিতর্কে সামনে উঠে এল নয়া তথ্য। শোনা যাচ্ছে, দুজনের মধ্যে গোপন সমঝোতার চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি যাতে বেশিদূর না গড়ায় তাই এই চেষ্টা হয়। তবে সূত্রের খবর, সব চেষ্টা বিফলে গেছে। মুখোমুখি বসে কথা বলতে রাজি হননি কেউই।
শোনা যাচ্ছে, তিন জন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি মধ্যস্থতাকারীর কাজ করছিলেন। এদের মধ্যে একজন বিশিষ্ট শিল্পপতি, অপর জন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তৃতীয় ব্যক্তি একজন স্বনামধন্য আইনজীবী। তবে এদের কারোর চেষ্টাই শেষ পর্যন্ত কাজে আসেনি। প্রাক্তন প্রেমিক তথা কিংস ইলেভেন পাঞ্জাবের যুগ্ম মালিক নেস ওয়াদিয়ার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন প্রীতি। শীঘ্রই নেস ওয়াদিয়াকে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিস। ইতিমধ্যে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর বয়ান রেকর্ড করা হয়েছে। সূত্রের খবর, তাদের বয়ান প্রীতির অভিযোগকে সত্যি প্রমাণ করছে। - ওয়েবসাইট।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি