স্বামীর পদবী যুক্ত করছেন না রানী
স্বামীর পদবী যুক্ত করছেন না রানী
ইনফে ডেস্ক : বিয়ের পর কারিনা কাপুর খান, ঐশ্বরিয়া রাই বচ্চনের পথ অনুসরণ করতে নারাজ রানী মুখার্জি । নিজের অভিনীত নতুন ছবি ‘মারদানি’র ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে রানী জানিয়েছেন, ‘নিজের নামটা আমার খুব প্রিয়। তাই স্বামীর পদবী নিজের নামের সঙ্গে যুক্ত করতে চান না তিনি। চলচ্চিত্রের সুবাদে সবাই আমাকে রানী মুখার্জি হিসেবেই চেনে। আর এই নামেই আমাকে আগামী দিনেও লোকে চিনবে। ভবিষ্যতে ছেলেমেয়ে হলে ওদের স্কুলে ভর্তি করাতে গেলে পদবী বদলাতে পারি। কিন্তু ভক্তদের জন্য আমি চিরকাল রানী মুখার্জিই থাকব।’
গত এপ্রিলে ইতালিতে যশরাজ ফিল্মসের অন্যতম অংশীদার আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানী। বিয়ে প্রসঙ্গে ৩৬ বছর বয়সী এই বলিউড তারকা বলেন, ‘বিয়ের ব্যাপারে আমার নিজস্ব কোনো মতামত ছিলো না। ইতালিতে বিয়ের পরিকল্পনা ছিল আদিত্যর। একথা জানার পর আমার কিছুই বলার ছিলো না।’ যশরাজ ফিল্মস প্রযোজিত ও প্রদীপ সরকার পরিচালিত ‘মারদানি’তে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে রানীকে। এরই মধ্যে ছবিটির ট্রেলার মুগ্ধ করেছে বলিউড তারকা আমির খান-সহ অনেককে। এটি মুক্তি পাবে আগামী ২২ আগস্ট। বিয়ের পর এটাই হবে রানীর প্রথম ছবি
Comments
Post a Comment