রানীর নতুন ছবির ট্রেলার
রানীর নতুন ছবির ট্রেলার
ইনফো ডেস্ক : যশরাজ ফিল্মসের অংশীদার আদিত্য চোপড়াকে বিয়ের পর রানী মুখাজির্র নতুন ছবি মুক্তির অপেক্ষা। আলোচনার তুঙ্গে থাকা ‘মারদানি’ নামের ছবিটির প্রথম ট্রেলার মুক্তি পেয়েছে। এর মধ্য দিয়ে ভক্তদের প্রতীক্ষা একটু হলেও কমেছে। যশরাজ ফিল্মস প্রযোজিত ছবিটি রানীকে মহাসাফল্য এনে দেবে বলে আশা করা হচ্ছে। ‘মারদানি’ ছবিটি মারধরে ভরপুর। এতে ৩৬ বছর বয়সী বলিউডের এই অভিনেত্রীকে দেখা যাবে একজন জেদি ও কর্তব্যপরায়ণ পুলিশ কর্মকর্তার ভূমিকায়। তার চরিত্রের নাম শিবানী শিবাজি রায়। মুম্বাইয়ের অপরাধ বিভাগের এই কর্মকর্তা শিশুপাচারকারীদের নির্মূল করতে বদ্ধপরিকর। সত্যি ঘটনা অবলম্বনে ছবিটি পরিলনা করেছেন প্রদীপ সরকার। এর আগে তার পরিচালনায় ‘লাগা চুনারি মে দাগ’-এ কাজ করেছিলেন রানী। আদিত্যর সঙ্গে রানীর বিয়ের কারণে এ ছবির কাজ আটকে ছিল। অবশেষে জানা গেছে, ‘মারদানি’ সারাভারতে মুক্তি পাবে ২২ আগস্ট।
Comments
Post a Comment