Posts

Showing posts from July, 2014

মোশাররফ-জুঁই দম্পতির ‘অনন্ত প্রেম’

Image
মোশাররফ-জুঁই দম্পতির ‘অনন্ত প্রেম’ টেকনো ডেস্ক : জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও তার স্ত্রী জুঁই করিমকে নিয়ে মাছরাঙা টেলিভিশন নির্মাণ করেছে ঈদের বিশেষ অনুষ্ঠান ‘অনন্ত প্রেম’। অনুষ্ঠানে নিজেদের প্রেম-ভালোবাসার গল্প বলবেন টিভি নাটকের জনপ্রিয় এই দম্পতি। সেই সাথে নিজেদের ভালো-মন্দ, মান-অভিমান, অভিযোগ-অনুযোগের কথাও বলবেন তারা। দু’জনের কন্ঠে গানও শোনা যাবে এতে।  মোশাররফের লেখা গান গেয়ে শোনাবেন জুঁই। এছাড়া সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত কবিতা ‘কেউ কথা রাখেনি’ আঞ্চলিক ভাষায় আবৃত্তি করবেন মোশাররফ করিম। উত্তর দেবেন মজার মজার প্রশ্নের। সামিয়া আফরিনের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন স্বীকৃতি প্রসাদ বড়–য়া। ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে প্রচারিত হবে এ অনুষ্ঠান।

উপস্থাপনা ছেড়ে তিনি গান গেয়ে উঠলেন

Image
উপস্থাপনা ছেড়ে তিনি গান গেয়ে উঠলেন   টেকনো ডেস্ক : লাইট ক্যামেরা সবই রেডি। সিজি চলছে। প্রডিউসার কিউ দিলেন। কিন্তুু একি কান্ড। উপস্থাপনা রেখে তিনি গান গেয়ে উঠলেন। দর্শক হতবাক। লাইভ অনুষ্ঠান তাইতো প্রডিউসারের চোখ ছানাবড়া। কি করবেন তিনি। এমনই সব মজার ঘটনার অবতারনা দেখা যাবে এবার এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায়।  ছোট ছোট স্কিড, একক, ডুয়েট ও দলীয় গান, নাচ, ফ্যাশন শো, যাত্রাপালা, টক ঝাল শো, পালাগান এবং রসালো ও ব্যাাঙ্গাত্বক কটপিচ সহ নানা সেগমেন্ট নিয়ে প্রথমবারের মতো এটিএন বাংলা আয়োজন করেছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘এটিএন ঈদ মেলা’। সারাটা বছর এটিএন বাংলায় যারা ক্যামেরার সামনে কিংবা পেছনে অনুষ্ঠান, সংবাদ নির্মাণ, উপস্থাপনা, ভিডিও চিত্র ধারণ, সম্পাদনা সহ কার্যালয়ের বিভিন্ন বিভাগে নানা দায়িত্বে নিয়োজিত থাকেন, তাদের অনেকেই রয়েছেন নানা প্রতিভার অধিকারী। প্রতিভাধর এসব কর্মীদের নিয়ে প্রথমবারের মতো এটিএন বাংলায় নির্মিত হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘এটিএন ঈদ মেলা’।   অনুষ্ঠানের পরিকল্পনা ও প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এটিএন বাংলা’র পরিচালক রুকসানা কবীর কাকল...

ডুবে ডুবে জল খাচ্ছে অক্ষয়-সোনাক্ষি

Image
ডুবে ডুবে জল খাচ্ছে অক্ষয়-সোনাক্ষি  টেকনো ডেস্ক : পর্দায় তাদের কেমিস্ট্রি চোখ ধাঁধানো। কেবল পর্দা কেন, বাস্তব জীবনেও তারা যে ডুবে ডুবে জল খাচ্ছিলেন তাতে সন্দেহ নেই। কথা হচ্ছে অক্ষয় কুমার এবং সোনাক্ষি সিনহাকে নিয়ে। বলিউডের একসময়ের খিলাড়ি বলেই পরিচিত অক্ষয়। সিনেমার সংখ্যা বাড়ার সাথে সাথে যেন নায়িকাদের সাথে প্রেমের সংখ্যাও বাড়িয়েছেন এই তারকা। আর সোনাক্ষির কথা বলতে গেলে বলিউডে সালমানের হাত ধরে আসা অতঃপর শহীদ কাপুরের সাথে নাম জড়ালেও তা যে কেবল একটি ধাঁধাই ছিল তা পরিস্কার হয়ে যাবে খুব সহজেই। অক্ষয় কুমার ও সোনাক্ষী সিনহা একসঙ্গে জুটি বেঁধে পরপর বেশ কয়েকটি হিট সিনেমা করেছেন। সম্প্রতি এই জুটির ছবির ‘হলিডে’ ১০০ কোটির ক্লাবেও নাম লিখিয়ে ফেলেছে। এই জুটি সকলেরই বেশ পছন্দ তবে কেউ এক জন এতে বেশ অসন্তুষ্ট। তিনি আর কেউ নন, অক্ষয় পতœী টুইংকেল খান্না। শোনা যাচ্ছে তিনি নাকি স্বামী অক্ষয়কে রীতিমতো হুমকি দিয়েছেন যাতে অক্ষয় সোনাক্ষীর সঙ্গে খুব বেশি ছবিতে কাজ না করেন। আর স্ত্রীর বাধ্য স্বামীর মতো মাথা পেতে নিলেও সাম্প্রতিক কিছু বিষয় কিন্তু তা বলছে না। বরং টুইংকেলের চোখের সামনেই এসব হয়ে আসছে। অক্ষয় এব...

আতঙ্কিত প্রীতি!

Image
আতঙ্কিত প্রীতি!   টেকনো ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতার সাবেক প্রেমিক নেস ওয়াদিয়ার বিরুদ্ধে দায়ের করা শ্লীলতাহানির মামলায় ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। এর মধ্যেই নেসের বিষয়ে নতুন তথ্য দিয়ে আবার ঝিমিয়ে পড়া মামলায় হাওয়া দিলেন প্রীতি। পুলিশকে লিখিতভাবে প্রীতি জানিয়েছেন, তাকে খুন করতে পারেন নেস ওয়াদিয়া। তাই ভয়ে দিন কাটাচ্ছেন তিনি। ৩০ মে ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রীতির সঙ্গে যে ঘটনা নেস ঘটিয়েছেন এবং যার বর্ণনা প্রীতি পুলিশের কাছে দিয়েছে তা এই প্রথমবার নয় বলেই জানিয়েছেন অভিনেত্রী। তার কথায়, এর আগেও জ্বলন্ত সিগারেট তার মুখের দিকে ইচ্ছাকৃতভাবে ছুঁড়ে ফেলা বা তাকে ঘরে বন্ধ করে রাখার মতো একাধিক হিংসাত্মক ব্যবহার তার সঙ্গে করেছেন নেস। –ওয়েবসাইট।

আমিরের নতুন চমক

Image
আমিরের নতুন চমক  টেকনো ডেস্ক : মিস্টার পারফেকশনিস্ট আমির খান বারবারই তার ছবিতে বিভিন্ন এক্সপেরিমেন্ট করে দর্শকে সারপ্রাইজ প্যাকেজ দিয়েছেন৷ ‘ধুম ৩’য়ের পর এবার আমির খান তার আপকামিং ছবি ‘পিকে’তেও আনতে চলেছেন নতুন চমক৷ জানা গেছে এই ছবির পোস্টারে একটি স্টিরিও হাতে নগ্ন আমির খানকে দেখা যাবে৷ ‘পিকে’ ছবিটি পরিচালনা করছেন রাজকুমার হিরানি৷ যদিও এ বিষয়ে এখনও কোনো অফিশিয়াল ঘোষণা করা হয়নি৷ এমনও শোনা যাচ্ছে এই ছবিতে নাকি কো-স্টার অনুষ্কা শর্মার সঙ্গে একটি লম্বা কিসিং সিনও করবেন আমির৷ এই ছবিতে আমির খান একজন ভিন গ্রহের মানুষের চরিত্রে অভিনয় করছেন যে হঠাৎ করেই পৃথিবীতে এসে পড়েছে৷ এছাড়াও ছবিতে আমিরকে বিভিন্ন অবতারে দেখা যাবে৷ যদিও রাজনৈতির পটভূমির উপরই তৈরি হচ্ছে এই ছবি৷ আমির খান ছাড়াও ছবিতে অনুশকা শর্মা, সুসান্ত সিং রাজপুত ও বোমান ইরানি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন৷– ওয়েবসাইট।

রয়’ কে নিয়ে মুশকিলে ভিকি সিং

Image
রয়’ কে নিয়ে মুশকিলে ভিকি সিং টেকনো ডেস্ক : রণবীর কাপুর আর জ্যাকলিন ফার্নান্দেজের কাছে তাদের আপকামিং ছবি ‘রয়’য়ের জন্য সময় নেই। রণবীর কাপুর তার ফিল্ম ‘জাগ্গা জাসুস’ ও ‘তামাশা’র শ্যুটিং নিয়ে ব্যস্ত আর জ্যাকলিন সল্লু মিঞাঁর সঙ্গে ‘কিক’ ছবির প্রমোশনে মশগুল। দুই স্টারের এ ব্যস্ত শিডিউলের জন্য পরিচালক ভিকি সিং পড়েছেন মুশকিলে। ‘রয়’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর ও জ্যাকলিন ফার্নান্দেজ। প্রথমদিকে মুম্বাইয়ে ছবির শ্যুটিং করা হলেও এরপর থেকেই দুই স্টারের সময় নিয়ে সমস্যা হওয়ায় আটকে যায় ছবির বাকি শ্যুটিং। ছবির ফার্স্ট লুক রিলিজ হয়েছে অনেক দিন আগেই, এমনকি কথা ছিল এ বছরের ২০ জুন মুক্তি পাবে ছবি। কিন্তু শ্যুটিংই শেষ করে উঠতে পারলেন না পরিচালক। দুই স্টারের সময় সমস্যার কারণেই এ ছবি হয়ত আগামী বছর মুক্তি পেতে পারে। জানা গেছে, ফিল্মের পরবর্তী শিডিউল সাউথ আফ্রিকায় রয়েছে। কিন্তু এ সময় রণবীরের ডেট পাওয়া খুব মুশকিল। রণবীর প্রথমে ‘জগ্গা জাসুস’য়ের শ্যুটিং শেষ করেন আর তিনি এখন ব্যস্ত ‘বম্বে ভেলভেট’ ছবির কাজে। এরপর তিনি ইমতিয়াজ আলির ‘তামাশা’ ছবির শ্যুটিং শেষ করবেন। তাই এখনও বলা শক্ত যে, ঠিক কবে শুর...

স্বর্ণলতা উপাখ্যান

Image
স্বর্ণলতা উপাখ্যান টেকনো ডেস্ক : তৈাকির আহমেদর রচনা ও পরিচালনায় বৈশাখি টিভির জন্য ঈদের বিশেষ নাটক স্বর্ণলতা উপাখ্যান। তৈাকির আহমেদ নিজেই এ নাটকে অভিনয় করেছেন। তার সাখে আর আছেন ওবিদ রেহান, প্রসুন। জেল থেকে ছাড়া পায় একটি লোক। সে দাগি চোর ।কদিন পর পরই তাকে জেলে আসতে হয়। এবার সে ঠিক করে বাকি জীবনটা সে সৎ ভাবে কাটাবে, মিথ্যা আর বলবে না, চুরিও করবে না। রাস্তায় নেমে সে দেখে পাখি বিক্রি করছে শিকারী, সে তার শেষ সম্বল দিয়ে পাখি গুলি কিনে ছেড়ে দিয়ে তার মুক্তি উৎযাপন করে। এবার শুরু হয় তার বেচে থাকার চেষ্টা। কাজের খোজ করে সে কাজ পায়না। কারণ সে জেল ফেরত আসামি। কেউ তাকে কাজ দেয় না এবং থাকার জন্য বাড়ি ভাড়াও দেয়না । এ ভাবেই এগিয়ে চলে গল্পটি। বৈশাখি টিভিতে প্রচারিত হবে ঈদের পঞ্চমদিন দুপুর   ০২.৩০   একক নাটক ¯¦র্নলতা উপাখ্যান।                      

ঈদের বিশেষ নাটক সুরঙ্গ

ঈদের বিশেষ নাটক সুরঙ্গ টেকনো ডেস্ক : স্বামীকে নিয়ে যখন হসপিটাল থেকে বাড়ি আসে তানিয়া, মানসিকভাবে বিপর্যস্থ তাকে শান্তনা দিয়ে আশস্থ করার চেষ্টা করেন আতœীয় স্বজনরা। কিছু বলেনি তানিয়া, শুধু শুনে গেছে। ভালোবাধ্য স্ত্রী হিসেবে যথেষ্টই খ্যাতি আছে তার। স্বামী জহিরকে দেখে সবাই চলে গেলে আবার স্বামী সেবায় লেগে পড়ে তানিয়া। স্ট্রোক হয়ে পুরো শরীর প্যারালাইজ্ড হলে কি হবে, রাগ কমেনি জহিরের। বিভিন্নভাবে বিরক্তি ও রাগ প্রকাশ করেই চলে সে। এক সময় ঘর থেকে বের হয়ে যায় তানিয়া। পুরো শরীর প্যারালাইজ্ড, তাই এই মূহুর্তে সম্পূর্ন ভাবে পরনির্ভরশীল জহির একটু পরেই আবার ডাকে তানিয়াকে। আসেনা তানিয়া। জহির আবারো তানিয়াকে ডাকে, তাকেনা পেয়ে বাড়ির কাজের লোকদেরকে ডাকে- কেউই আসেনা। ডাকতে ডাকতে ক্লান্ত জহির চোখ বোজে এক সময়, আর ঠিক তখনই হাজির হয় তানিয়া। রংচংয়েমুখ। দু আঙ্গুলে কায়দা করে ধরা পাইপ, অন্য হাতে ওয়াইনের গ্লাস, আর কথায় আটাশ বছরের সংসারের তিক্ততা। ধমক ধামক দিয়ে প্রথমে তাকে থামিয়ে দিতে চায় জহির, পারেনা। অতীতের পাতা হতে একের পর এক অধ্যায় মেলে ধওে তানিয়া তার সামনে। স্বামী রুপে যতটা সেচ্ছাচারী ছিলো জহির, শুরুহয় সেখান থেক...

প্রভার মনের মানুষ ফটোগ্রাফার

Image
প্রভার মনের মানুষ ফটোগ্রাফার  ইনফো ডেস্ক : কিছুদিন ধরেই অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার চারপাশে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে মিলন নামে একজন ফটোগ্রাফাকে। পেশাগত কারণে একটি কোম্পানির কর্মচারীদের বার্ষিক পিকনিকে ছবি তোলার দায়িত্ব পায় সেই ফটোগ্রাফার। সেই সূত্রে ওই কোম্পানিতে কমর্রত প্রভার সঙ্গে তার পরিচয় হয়। সেখানেই তাদের ভালো লাগা শুরু হয়। কিন্তু কেউই প্রকাশ করেন না। কিন্তু ফোনালাপ, সাক্ষাতে নিয়মিত যোগাযোগ চলছিল তাদের। জানা গেছে এরই মধ্যে প্রভার সঙ্গে সেই ফটোগ্রাফারের প্রেম বিনিময় হয়ে গেছে। তাহলে কি এই ছেলেটিই তার মনের মানুষ? তবে ছেলেটি প্রভার মনের মানুষ হোক আর যাই হোক। এটি কিন্তু তার বাস্তব জীবনের গল্প নয়। নিজাম উদ্দিন লস্করের রচনা ও হারুন-অর-রশীদের পরিচালনায় ‘মনের মানুষ’ নামের একটি নাটকে এমনই চরিত্রে অভিনয় করেছেন তিনি। এতে অভিনয় প্রসঙ্গে প্রভা বলেন, নাটকটির গল্প বেশ সুন্দর। আমি সাধারণত এমন রোমান্টিক ঘরানার গল্পের নাটকে অভিনয় করতে পছন্দ করি। দর্শকদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস। এতে ফটোগ্রাফার মিলনের চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা। নাটকটি একুশে টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালায় প্রচা...

সোনার ডিম

Image
সোনার ডিম   ইনফো ডেস্ক : গ্রামের সহজ সরল এবং অলস একটি ছেলে ঢেঁকী মোঃ হাশেম। তার কথা পৃথিবীর আট দশ জন ধনী থাকলে সেও একদিন ধনী হতে পারবে। তাই বাড়ির উঠানে বসে বসে তার প্রিয় একটি হাঁসকে আদরযতœ করাই তার কাজ। তার কথা এই হাঁস দিয়ে সে একদিন অনেক ধনী হবে। হাশেম লাবনী নামে একটি মেয়েকে ভালবাসে। লাবনী বাবা মার বড় মেয়ে, আর বাবার অঢেল টাকা থাকার কারনে গ্রামের অনেকে তাকে বিয়ে করতে চায়। লাবনী জানে হাশেমের কথা বলে সে দুই তিন বছরের জন্য তার বাবার বাড়িতে থাকতে পারবে না, তাই বুদ্ধি করে চার বছর মেট্রিক পরীক্ষায় খারাপ করে, এতে করে বাবা তাকে বিয়ের জন্য তারা দিতে পারে না। আর লজ্জা হয় তারই ছোট ভাই তাকে টপকে কলেজে পরে। প্রত্যেকদিনের মত হাশেম তার উঠানে বসে হাঁসের যতœ করছিলো, এমন সময় একজন ফকির তার উঠানে এসে আল্লাহের নামে ভিক্ষা চায়। হাশেম রাতে খাবার চালাবার দুটি ডিম ফকিরকে দিয়ে দেয়। ফকির খুশি হয় আর বলে আমারতো দেবার মত কিছু নাই খালি দোয়া করতে পারি। তখন হাশেম বলে আমার জন্য দোয়া না করে আমার হাঁসের জন্য দোয়া করেন যাতে করে আমার হাঁস সোনার ডিম পারে। ফকির তখন হাশেমের কথা শুনে হাঁসি দিয়ে চলে যায়। পরদিন ভোরবে...

সিকুয়েল অ্যালবামে লিজা

Image
সিকুয়েল অ্যালবামে লিজা ইনফো ডেস্ক : সিকুয়েল অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন ক্লোজআপ তারকা সানিয়া সুলতানা লিজা। আগামী ঈদুল আজহায় প্রকাশ পাবে তার ‘লিজা পার্ট-২’ শিরোনামের অ্যালবামটি। এটি তার ক্যারিয়ারের প্রথম অ্যালবাম ‘লিজা পার্ট-১'-এর সিকুয়েল হিসেবে প্রকাশিত হবে বলে জানিয়েছেন তিনি। ইতোমধ্যে এই অ্যালবামের ৫টি গানের কাজ সম্পন্ন করেছেন লিজা। গানগুলোর মধ্যে রয়েছে ‘ছুরাইয়া’, ‘মনেরি ঘর', ‘তুমি আসবে বলে’ ইত্যাদি। এই অ্যালবামের সুর ও সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন আরফিন রুমি, বেলাল খান, জুয়েল মোর্শেদ এবং নকিব খান। এ সম্পর্কে লিজা বলেন, ‘ঈদুল ফিতরেই অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দেয়ার ইচ্ছা ছিল। কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে অ্যালবামটির কাজ শেষ করতে পারিনি। তবে কিছুদিনের মধ্যেই এর কাজ শেষ করে ফেলব। আগামী ঈদুল আজহায় অ্যালবামটি প্রকাশের পরিকল্পনা রয়েছে। ' তিনি আরো জানান, অ্যালবামটির কয়েকটি গান নিয়ে তার মিউজিক ভিডিও নির্মাণেরও ইচ্ছা রয়েছে। এ নিয়ে কয়েকজন নির্মাতার সঙ্গে তার কথা চলছে। লিজা মনে করেন, দিন দিন বাংলা গানের শ্রোতার সংখ্যা বাড়ছে। আগামীতে এর সংখ্যা দ্বিগুণ ...

সমালোচনায় নায়ক-নায়িকারাও

Image
সমালোচনায় নায়ক-নায়িকারাও ইনফো ডেস্ক : শুধুমাত্র সমালোচকরাই নন, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে শুরু করে দর্শকদের মুখে মুখে, সর্বত্রই কেবল ব্যাঙ্গাত্মক আলোচনার বিষয় হয়ে উঠেছে সিনেমাটি। বক্স অফিসে মুখ থুবড়ে না পড়লেও সিনেমাটি আহামরি খুব কিছু সাফল্য লাভ করতে পারেনি। তবে এত সমালোচনার ভিড়েও পরিচালকের দাবী, এটাই তার জীবনের সেরা কাজ! এটা পরিচালকের অহংকার হোক বা যাই হোক, এবার মিডিয়ার সম্মুখে ‘হামসকলস’ সিনেমাটি নিয়ে সমালোচনা করছে খোদ নায়ক নায়িকারাও!  এ ছবিতে কাজ করা তাদের ভুল সিদ্ধান্ত তা বলতে শুরু করেছেন। ‘হামসকলস’ ছবিটির প্রধান নায়ক সাইফ আলি খান একটি বিশেষ সাক্ষাৎকারে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে জানান, এই সিনেমাটিতে কাজ করা তাঁর একটি ভুল সিদ্ধান্ত। তিনি বলেন, ‘এই ছবিটির সেইভাবে কোনো চিত্রনাট্যই ছিল না, সাজিদ আমাকে যা করতে বলেছিল আমি তাই করেছি। কিন্তু এই সিনেমার হিউমারের ধরন আমি নিজেই পছন্দ করিনি এবং এই সিনেমায় আমি যা নই তা হওয়ার চেষ্টা করেছি। তাই দর্শকরা পছন্দ করেন নি, ।’ এর সঙ্গে সাইফ আরও জানান যে তিনি এই সিনেমাটি নিয়ে আর একটুও ভাবতে চান না বরং আসন্ন সিনেমা ‘হ্যাপি এন্ডিং’-এর কাজে মন দিতে...

১০ কেজি ওজন কমিয়েছেন প্যারিস

Image
১০ কেজি ওজন কমিয়েছেন প্যারিস  ইনফো ডেস্ক : গত কয়েক মাসে প্রায় ১০ কেজি ওজন কমিয়েছেন মার্কিন মডেল-অভিনেত্রী প্যারিস হিলটন। ধীরে ধীরে জিরো সাইজের দিকে এগিয়ে চলছেন প্যারিস। সম্প্রতি একটি মার্কিন রিয়েলিটি শোতে এ কথা জানান দেন তিনি। প্যারিস বলেন, শারীরিক কাঠামো জিরো ফিগারে নিয়ে আসতে তাকে নিয়মিত ব্যায়াম করার পাশাপাশি ডায়েট কন্ট্রোলও করতে হচ্ছে। জানা গেছে, প্যারিস তার বাড়িতে ছোট পরিসরের একটি ব্যায়ামাগার বানিয়েছেন। সেখানে প্রতিদিন ৩-৪ ঘণ্টা করে শরীরচর্চা করছেন তিনি। এ প্রসঙ্গে ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী আরো বলেন, ‘আমি আমার আগের ফিগারে খুব একটা সন্তুষ্ট ছিলাম না। তাই ওজন আরো কমিয়েছি। এভাবে নিয়মিত শরীরচর্চা চালিয়ে গেলে অচিরেই আমি জিরো সাইজের অধিকারী হব। 'সূত্রটি আরো জানিয়েছে, প্যারিস তার ডায়েট চার্ট থেকে সব ধরনের ফাস্টফুড জাতীয় খাবার একেবারেই বাদ দিয়েছেন। এখন শুধু ফল-মূল এবং নিরামিষযুক্ত খাবার খাচ্ছেন তিনি।

অভিনয়ে সপরিবারে জোলি!

Image
অভিনয়ে সপরিবারে জোলি!  ইনফো ডেস্ক : গত মে মাসে মুক্তি পাওয়া ‘মেলফিসেন্ট’ ছবিতে অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে অভিনয় করেছে তাঁর ছোট্ট মেয়ে ভিভিয়েন। সবকিছু ঠিক থাকলে এবার জোলির ছয় সন্তানকেই দেখা যাবে ‘ক্লিওপেট্রা’ ছবিতে। শুধু তা-ই নয়, ছবিটিতে জোলির বিপরীতে অভিনয় করবেন তাঁর দীর্ঘদিনের সঙ্গী ও ‘হবু বর’ ব্র্যাড পিট। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে কন্ট্যাক্টমিউজিক জানিয়েছে, হলিউডের বহুল আলোচিত তারকা যুগল ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি চান না তাঁদের ছয় সন্তান ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলহ, ভিভিয়েন ও নক্স অভিনয় জগতের সঙ্গে যুক্ত হোক। পিট ও জোলি নিজ মুখেই তা বলেছিলেন। কিন্তু বাবা-মায়ের পথ অনুসরণ করে এবার সম্ভবত চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে জোলির ছয় সন্তান। সবকিছু ঠিক থাকলে ‘ক্লিওপেট্রা’ ছবিতে অভিনয় করবে জোলির পুরো পরিবার। ‘মেলফিসেন্ট’ ছবিতে ভিভিয়েনের অভিনয়ের আগে পিটের সঙ্গে দীর্ঘ সময় নিয়ে আলাপ-আলোচনার কথা জানিয়েছিলেন ৩৯ বছর বয়সী জোলি। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য ছিল, ‘ছবিটিতে আমার ভয়ংকর রূপ দেখে ভিভিয়েনের বয়সী যেকোনো বাচ্চাই ঘাবড়ে যেত। মূলত এ কারণেই ভিভিয়েনকে ছবিটিতে অন্তর্ভুক্ত...

আবারো মা হতে যাচ্ছেন শাকিরা

Image
আবারো মা হতে যাচ্ছেন শাকিরা ইনফো ডেস্ক : শাকিরা আবারো নাকি মা হতে যাচ্ছেন, এমনটা গুজবই কলম্বিয়ার বাতাসে ছড়িয়ে পড়েছে। কলম্বিয়ার মিডিয়াগুলো জানাচ্ছে, এটা গুজব নয় ঘটনা সত্যি। বিশ্বখ্যাত গায়িকা শাকিরা এবং তার প্রেমিক বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড পিকে দ্বিতীয় সন্তানের পিতা-মাতা হতে যাচ্ছেন। ফক্স নিউজ ল্যাটিনো বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে। শাকিরার অন্তঃসত্ত্বার বিষয়টি প্রথম প্রকাশ পায় বিশ্বকাপের চূড়ান্ত খেলার অনুষ্ঠানে যখন তিনি “হিপ ডোন্ট লাই” গানের সাথে পারফর্ম করছিলেন। এ সময় তিনি খুবই সাবধানী ও কৌশলী পোশাক পরিধান করেন যা তার অন্তঃসত্ত্বার বিষয়টিকে আড়াল করে রাখে। ক্যারাকো প্রথম প্রতিবেদন করে যে শাকিরা তিন মাসের অন্তঃসত্ত্বা। আর এই জন্য এই জনপ্রিয় গায়িকা নিজের স্বাস্থ্য ও শরীরের প্রতি যতœ নিচ্ছেন, পুষ্টিগুণ মেনে চলছেন। উল্লেখ্য, শাকিরা ও পিকে দম্পতির মিলান নামে এক বছরের একটি সন্তান রয়েছে। পরজীবী সংক্রমণের কারণে ৩৫ বছর বয়সী এই জনপ্রিয় পপ তারকার সন্তান ধারণ জটিল হতে পারে বলে মিলানের জন্মের আগে চিকিৎসকরা মত দিয়েছিলেন।

আবার হাওয়া বদল

Image
আবার হাওয়া বদল  ইনফো ডেস্ক : বাড়ি থেকে পালিয়ে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে নিশা আর মিশু একটি রিসোর্টে উঠে। এই রিসোর্টে নিশা আর মিশু ছাড়া আরও দুই দম্পতী আছে। শিহাব ও তানিয়া নতুন বিয়ে করেছে। ঢাকা থেকে তারা এসেছে হানিমুন করতে। কিন্তু তাদের একটা বড় প্রবলেম হল তার দুজনই খুব সন্দেহ বাতিক। যে কোন ব্যাপারেই একজন আরেকজন কে সন্দেহ করে বসে। এই নিয়ে নিজেদের মধ্যে ঝগড়াও হয় প্রচুর, তবে সেটা বাইরের লোকদের আড়ালে। বাইরের লোকদের কাছে অবশ্য তারা দুজনই খুব সুখী দম্পতী হিসেবে পরিচিত। আনিস আর শিমু বেশীদিন হয়নি বিয়ে হয়েছে। তবে শিমুর চাইতে আনিসের বয়সের পার্থক্যটা একটু বেশী হওয়ায় দুজনের চাওয়া-পাওয়া গুলোর মধ্যে ব্যাপক পার্থক্য। ঘরমুখো স্বভাবের আনিস আর ঠিক তার উল্টো শিমু। দিপা আনিসের একমাত্র বোন। ভাই ভাবীর সাথে সেও ঘুরতে এসেছে। ঘরের মধ্যে একজন আরেকজনকে এড়িয়ে চললেও বাইরের লোকদের কাছে এরাও খুব সুখী পরিবার হিসেবেই পরিচিত। এই তিন দম্পতির নানা রকম হাসির আর মজার ঘটনাকে কেন্দ্র করেই এগিয়ে যায় আমাদের গল্প আবার হাওয়া বদল। দেশ টিভিতে প্রচারিত হবে ঈদের ৭ দিন রাত ৯টায়। চিত্রনাট্য ও পরিচালনায় ইমরাউল রাফাত। অভি...

আবারও ফেরদৌস-তানিয়ার উপস্থাপনায় ‘আনন্দ জলসা’

Image
আবারও ফেরদৌস-তানিয়ার উপস্থাপনায় ‘আনন্দ জলসা’ টেকনো ডেস্ক : আবারও একসঙ্গে উপস্থাপনা করলেন চিত্রনায়ক ফেরদৌস ও অভিনেত্রী  তানিয়া আহমেদ। এবারের ঈদে মাছরাঙা টেলিভিশনের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ জলসা’-তে উপস্থাপক জুটি হিসেবে দেখা যাবে তাদের। এর আগেও তারা একসঙ্গে দু’বার ‘আনন্দ জলসা’ উপস্থাপনা করেছিলেন। এবার উপস্থাপক জুটি হিসেবে হ্যাটট্রিক করলেন তারা। সম্প্রতি অনুষ্ঠানটির ধারণকাজ সম্পন্ন হয়েছে। কবির বকুলের গ্রন্থনা, পরিকল্পনা ও পরিচালনায় তারকাবহুল এ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন কনকচাঁপা, এসআই টুটুল ও কনা। থাকছে শিবলী মোহাম্মদ, শামীম আরা নীপা ও নৃত্যাঞ্চলের নাচ। দ্বৈত নৃত্য পরিবেশন করেছেন নুসরাত ফারিয়া ও সোহাগ। এছাড়া হাস্যরসাত্মক বিভিন্ন পরিবেশনায় অংশ নিয়েছেন শর্মিলী আহমেদ, শহীদুল আলম সাচ্চু, তুষার খান, দেবাশীষ বিশ্বাস, মাজনুন মিজান, শামীম জামান, রুনা খানম, মৌটুসী বিশ্বাস, সুমন পাটোয়ারী, শশী, রনি, সজল, জামিল, লেমিস প্রমুখ। জমকালো এ অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন রাত ৮টায়।

কমনওয়েলথ গেমসে গান গাইবেন কাইলি

Image
কমনওয়েলথ গেমসে গান গাইবেন কাইলি টেকনো ডেস্ক : যুক্তরাজ্যে স্কটল্যান্ডের গ্লাসগোতে আগামী মাসে কমনওয়েলথ গেমসের সমাপ্তি অনুষ্ঠানে গাইবেন কাইলি মিনোগ। ৩ আগস্ট হ্যাম্পডেন পার্কে পাঁচটি গান গেয়ে শোনাবেন তিনি। তার প্রতিনিধিরা আন্তর্জাতিক মানের এই অনুষ্ঠানের কাজ এনে দিতে পারায় বেজায় খুশি কাইলি। অস্ট্রেলিয়ান সংগীতশিল্পীরা যুক্তরাজ্যে ভালো অবস্থান গড়তে পারলেও কাইলি এদিক দিয়ে বরাবরই পিছিয়ে আছেন। বিয়ন্সে নোলস কিংবা রিয়ান্নার মতো খ্যাতি অর্জন করতে পারেননি ৪৬ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান গায়িকা। তবে কমনওয়েলথ গেমসের সমাপ্তি অনুষ্ঠান তাকে কয়েক ধাপ এগিয়ে দেবে বলে মনে করছেন তিনি। এ বছরের ১৪ মার্চ বাজারে এসেছে কাইলির দ্বাদশ স্টুডিও অ্যালবাম ‘কিস মি ওয়ান্স’। যুক্তরাজ্যে এটি ভালোই চলেছে।

নিজের দেশের একটি সিনেমায় জ্যাকুলিন

Image
নিজের দেশের একটি সিনেমায় জ্যাকুলিন টেকনো ডেস্ক : সাবেক মিস শ্রীলঙ্কান এবং বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজ এবার অভিনয় করবেন নিজের দেশের একটি সিনেমায়। কয়েকদিন আগে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে নিজের একটি রেস্তোরাঁ খুলেছেন ‘হাউসফুল’ খ্যাত এই অভিনেত্রী। সিনেমাটি পরিচালনা করবেন শ্রীলঙ্কার বিখ্যাত পরিচালক চন্দ্রন রুতনম। জ্যাকুলিন নিজের দেশের একটি সিনেমায় এতদিন পরে অভিনয় করার সুযোগ পেয়ে অসম্ভব উত্তেজিত। ছবিটির নাম এখনো ঠিক হয়নি তবে ৭০ দশকের একজন খ্রীস্টান ধর্মগুরু এবং তার গোপন ভালোবাসাকে কেন্দ্র করে এই সিনেমাটি তৈরি হবে। আপাতত এই অভিনেত্রী সালমান খানের সঙ্গে তার আসন্ন ছবি ‘কিক’ এর প্রচার নিয়ে খুব ব্যস্ত । ছবিটি ইদে মুক্তি পাবে।

গাজায় ইসরাইলের আক্রমণ নিয়ে আমি ব্যথিত নায়লা নাঈম

Image
গাজায় ইসরাইলের আক্রমণ নিয়ে আমি ব্যথিত নায়লা নাঈম   টেকনো ডেস্ক : এ সময় সবচাইতে আলোচিত এবং হৃদয় বিদারক বিষয়য়ে পরিণত হয়েছে গাজায় ইসরাইলের অতর্কিত আক্রমণ। হাজার হাজার নিরীহ মানুষ মারা যাচ্ছেন প্রতিদিন। আর এই হৃদয়স্পর্শী পরিস্থিতিতে থেমে নেই দেশ বিদেশের সাধারণ জনগন। প্রতিদিন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ক্রোধে ফেটে পড়ছেন তারা। গাজায় ইসরাইলের এমন আগ্রাসন প্রভাব ফেলে বাংলাদেশের অন্যতম আলচিত-সমালোচিত তারকা নায়লা নাঈমকেও। এ বিষয়ে সম্প্রতি তিনি তার ফেসবুক একাউন্টে লেখেন- “গাজায় ইসরায়েলি এমন অতর্কিত আগ্রাসনে আমি ব্যথিত, আর এই আগ্রাসন থেকে নিরীহ শিশু, মহিলা ও বৃদ্ধ কেউই বাদ যাচ্ছেন না। রাজনৈতিক, নিরাপত্তা এবং মানবিক মানদ-ের দিক থেকে বিবেচনা করলে এই ধরনের আগ্রাসন একেবারেই অযৌক্তিক। গাজায় নিরীহ মানুষগুলোর জীবন বাঁচাতে তাৎক্ষনিকভাবে মানব কল্যাণে নিয়োজিত আন্তর্জাতিক সংস্থাগুলোকে এগিয়ে আসা

ওয়াকারহীন ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের শুটিং শেষ

Image
ওয়াকারহীন ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের শুটিং শেষ টেকনো ডেস্ক : ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’ ছবির শুটিং চলাকালে গত বছরের ৩০ নভেম্বর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন অভিনেতা পল ওয়াকার। তাঁর আকস্মিক মৃত্যুতে ছবিটির কাজ অনিশ্চিত হয়ে পড়ে। পরে অবশ্য যেকোনো উপায়ে ছবির কাজ শেষ করার ঘোষণা দেন এর নির্মাতা জেমস ওয়ান। অবশেষে সম্প্রতি ছবিটির শুটিং শেষ হয়েছে। এ বছরের জুলাই মাসে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’ মুক্তি পাওয়ার কথা থাকলেও, নতুন তারিখ অনুযায়ী ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ৩ এপ্রিল। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’ ছবির শুটিং শেষ হওয়ার কথা জানিয়ে এর অফিশিয়াল ফেসবুক পাতায় লেখা হয়েছে, ‘আমরা পেরেছি।’‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’’ ছবির শুটিং শেষ হয়েছে। এ মুহূর্তটির জন্য অনেক দিন থেকে অপেক্ষায় ছিলাম আমরা।’ দর্শকদের উদ্দেশ করে আরও লেখা হয়েছে, ‘অবশেষে আপনাদের এই খুশির খবর দিতে পেরে আমরা আনন্দিত। সহযোগিতার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’ ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’ ছবির বেশির ভাগ অংশের শুটিং শেষ করলেও পুরোপুরি শুটিং শেষ না করেই না-ফেরার দেশে চলে যান ব্রায়ান ও’কনার চরিত্রে রূপদানকারী পল ওয়াকার। তাঁর মৃত্য...

সেলিব্রেশন অফ লাভ

Image
সেলিব্রেশন অফ লাভ  টেকনো ডেস্ক : বাংলাদেশে এ সময়কার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহীর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রকাশ হয়েছে বেশ কয়েকটি রহস্যজনক ছবি। ফেসবুকে ছবি প্রকাশের পর বাপ্পি চৌধুরীর সঙ্গে মাহিয়া মাহীর সম্পর্ক নিয়ে আরও গুজব নতুন মাত্রা পেল। যা নিয়ে ব্যাপক সমালোচনায় ভক্তরা। প্রকাশিত ঐ ছবিতে দেখা যায়, বাপ্পিকে নিয়ে বিশেষ মুহুর্ত পার করছেন মাহী। দামি রোস্তোরায় পালন করছেন তাদের কোন বিশেষ মুহুর্ত। তারা দুজন দুজনের বেশ ঘনিষ্ট হয়ে থাকেন, এমনকি চুমুও খান। এসময় দুজনকেই বেশ উৎফুল্ল দেখাচ্ছিল। মাহীর প্রকাশিত ঐ ছবির শিরোনাম ছিল ‘সেলিব্রেশন অফ লাভ’। ছবি প্রকাশের মুহুতের্র মধ্যে শতাধিক লাইক পরে। অনেকে নানা মন্তব্যও করেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই এ জুটির প্রেমের খবর রটেছিল। তবে সম্প্রতি এ দুজনের সম্পর্ক কিছুটা খারাপ হয়েছে বলেও শোনা যাচ্ছিল। ঠিক সেই মুহুর্তে এ ছবি দুজনের সম্পর্কে নতুন মাত্রা দিল।

গোবিন্দর মেয়ে আলিয়া ভাট

Image
গোবিন্দর মেয়ে আলিয়া ভাট  টেকনো ডেস্ক : এই নিয়ে দ্বিতীয়বার অন স্ক্রিনে বাবা’র চরিত্রে অভিনয় করবেন বলিউডের একসময়ের বিখ্যাত কমেডি হিরো গোবিন্দ। অনুরাগ বসু পরিচালিত ‘জজ্ঞা জাসুস’ ছবিটিতে রনবীর কাপুরের বাবার চরিত্রে দেখা যাবে এই রূপোলী পর্দার নায়ককে এটা জানা খবর। কিন্তু অজানা খবরটা হল এবার তিনি বাবা হবেন আলিয়া ভাটের। ভিকাশ বহেলের ‘শানদার’ সিনেমাতে গোবিন্দ দ্বিতীয়বার পিতার ভূমিকায় অভিনয় করবেন এবং তাঁর কন্যা হবেন ‘হাইওয়ে’ খ্যাত আলিয়া ভাট। ছবিটির প্রযোজনার গোপন সূত্র থেকে জানা গিয়েছে যে এই ছবিটিতে গোবিন্দ’র চরিত্রটি বেশ মজার ধরনের হলেও চরিত্রটি ছোট। কিন্তু গোবিন্দ স্ক্রিপটি পছন্দ করেছেন এবং কাজটির জন্য রাজি হয়েছেন। ‘কুইন’ খ্যাত পরিচালক ভিকাশ বহেলের এটি দ্বিতীয় ছবি এবং তিনি আপাতত ছবিটির প্রি প্রোডাকশনের কাজ নিয়ে খুব ব্যস্ত। ৯০ দশকের স্ট্রিট ডান্সার কাম কমিক হিরো গোবিন্দকে এই প্রসঙ্গে প্রশ্ন করার তিনি জানান, ‘ আমি সিনেমার চিত্রনাট্য পড়েছি, আমার পছন্দ হয়েছে কিন্তু এর বেশি কিছু জানাতে এখনি আমি রাজি নই।’ অন্যদিকে, একসময়ের বিখ্যাত হিরো আবার নায়কের ভূমিকায় ফিরে আসছেন নিজের হোম প্রোডাকশনের ব্...

বিদ্যা বালানের ‘হামারি আধুরি কাহানী'

Image
বিদ্যা বালানের ‘হামারি আধুরি কাহানী' টেকনো ডেস্ক : বিদ্যা বালান তার ‘ববি জাসুস’ সিনেমার পর নতুন সিনেমার কাজ নিয়ে খুব উৎসাহিত। এই গোয়েন্দা কাহিনীর সিনেমাটি খুব একটা জনপ্রিয়তা না পেলেও তার অভিনয় অসম্ভব প্রশংসিত হয়েছে। এখন তিনি নিজের আসন্ন সিনেমা ‘হামারি আধুরি কাহানী’ র প্রোজেক্ট নিয়ে খুব ব্যস্ত। এই সিনেমাটি পরিচালনা করবেন ‘আশিকি-২’ খ্যাত মোহিত সুরি। এই প্রোজেক্ট নিয়ে কথা বলতে গিয়ে বিদ্যা বালান জানান, "আমি মোহিতের সঙ্গে কাজ করতে বহুদিন ধরে চাইছিলাম। তার ‘আশিকি ২’ সিনেমাটা আমার খুব ভাল লেগেছে। ’হামারি আধুরি কাহানী’র গল্পটি খুব সুন্দর একটি প্রেমের গল্প এবং আমি নিশ্চিত মোহিতের এই সিনেমাটিও খুব ভাল হতে যাচ্ছে। "‘হামারি আধুরি কাহানী’ নিয়ে বিদ্যা বালানের এত উৎসাহের অন্য কারণটি হল মহেশ ভাট।’কাহানী’র নায়িকা মহেশ ভাটের খুব বড় ভক্ত এবং আসন্ন সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মহেশ ভাট। বিদ্যার সব সময়ের পছন্দের সিনেমা ‘আর্থ’ এর পরিচালকের লেখা চিত্রনাট্যে কাজ করার সুযোগ পেয়ে অসম্ভব খুশি এই অন্যধারার নায়িকা। মোহিত সুরি আশা করছেন এই সিনেমাটি দর্শকদের খুবই পছন্দ হবে। 

চলে গেলেন জোহরা সেহগাল

Image
চলে গেলেন জোহরা সেহগাল  টেকনো ডেস্ক : বলিউডের সবার দঠাকুমাদ জোহরা সেহগাল আর নেই। ১০ জুলাই সন্ধ্যায় নয়াদিল্লির ম্যাক্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় প্রখ্যাত বর্ষীয়ান এই অভিনেত্রীর বয়স হয়েছিল ১০২ বছর। বার্ধক্য এসেছিল শুধু শরীরে, তার মনে তা আঁচড় কাটতে পারেনি কিঞ্চিৎও। তার অফুরান তারুণ্য আর অপর্যাপ্ত প্রাণশক্তি বিস্মিত করেছিল চলচ্চিত্রপ্রেমীদের। সবাইকে কাঁদিয়ে চিরবিদায় নিলেন ভারতীয় চলচ্চিত্রের ‘দ্য গ্র্যান্ড ওল্ড লেডি’। তার মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। কিংবদন্তি অমিতাভ বচ্চন থেকে শুরু করে নতুন প্রজন্মের তারকারাও শোক প্রকাশ করেছেন। জোহরা সেহগালের কন্যা কিরণ সাংবাদিকদের জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই তার মা অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। ১১ জুলাই লোডি গার্ডেনে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। ১৯১২ সালের ২৭ এপ্রিল উত্তরপ্রদেশের সাহরানপুরের এক ঐতিহ্যশালী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন জোহরা। সাহিবজাদী জোহরা বেগম মুমতাজ-উল্লা খান, এই নামে ডাকা হতো তাকে। উচ্চশিক্ষার জন্য বাবা-মা মেয়েকে লাহোরে পাঠান। জোহরার প্রথম পছন্দ ছিল ন...

আসছে ‘রাউডি রাথোড় টু’

Image
আসছে ‘রাউডি রাথোড় টু’ টেকনো ডেস্ক : ২০১২ সালে মুক্তি পাওয়া ‘রাউডি রাথোড়’ এর সাফল্যের পর এবার সিনেমাটির সিকুয়েল নির্মাণের পরিকল্পনা চলছে। মুম্বাইভিত্তিক দৈনিক মুম্বাই মিরর বলছে, সম্প্রতি ‘রাউডি রাথোড়’ এর সিক্যুয়াল তৈরির সিদ্ধান্ত নিয়েছেন সিনেমাটির প্রযোজক সাঞ্জায় লিলা বানসালি এবং শাবিনা খান। নায়কের ভূমিকায় আকশায় কুমার থাকলেও এবার নায়িকা হিসেবে দেখা যাবে না সোনাকশি সিনহাকে। তাই চলছে নায়িকার খোঁজ প্রথমবারের মত এবারও সিনেমাটি পরিচালনা করবেন প্রাভু দেভা। সিনেমা সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, চলতি বছরের অক্টোবরে ‘বাজিরাও মাস্তানি’র শুটিং শুরু করবেন বানসালি। আর ‘রাউডী রাথোড় টু’এর কাজ শুরু হবে আগামী বছরের মাঝামাঝি সময়ে। ২০১২ সালে বক্স অফিসে ‘রাউডি রাথোড়’ এর আয় ১০০ কোটি ছাড়িয়ে যাওয়ার পরপরই নাকি এর সিকুয়েল নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়। খবরটি নিশ্চিত করে শাবিনা খান মিররকে জানান, আপাতত চিত্রনাট্য লেখার কাজ চলছে। অ্যাকশন-কমেডি ধাঁচের সিনেমা ‘রাউডি রাথোড়’ ছিল তেলেগু সিনেমা ‘ভিকরামারকুদু'র রিমেইক।

চলচ্চিত্রের প্রচারে কলকাতায় হাবিব

Image
চলচ্চিত্রের প্রচারে কলকাতায় হাবিব টেকনো ডেস্ক : ঈদ উৎসবকে সামনে রেখে কলকাতায় মুক্তি পাচ্ছে বহুল আলোচিত সিনেমা ‘বিন্দাস’। পূর্ববঙ্গের জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদের ‘তোমাকে ছেড়ে আমি’ শিরোনামে গানটি এ সিনেমাতে ব্যবহার করা হয়েছে। আর তাই পরিচালক রাজিব কুমারের আমন্ত্রণে সিনেমার প্রচারণার কাজে কলকাতায় গেছেন হাবিব। তিনি জানান, সোমবার থেকে কলকাতায় সিনেমাটির প্রচার শুরু করেছেন। সিনেমাটি নিয়ে বিভিন্ন মিডিয়ার সঙ্গেও কথা বলছেন। তাছাড়া সেলফিসহ বেশকিছু ফটোসেশন করে অনলাইনের মাধ্যমেও এর প্রচার চালাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে কলকাতা থেকে মোবাইলফোনে সংবাদমাধ্যমকে হাবিব আরো বলেন, "এখানে এসে আমি অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমার গাওয়া গানটি শহরের বিভিন্ন দোকানে ও রাস্তার মোড়ে মোড়ে শোনা যাচ্ছে। আর প্রযোজনা প্রতিষ্ঠান ভেঙ্কটেশ ফিল্মসের ওয়েবসাইটে ও অনলাইনেও দর্শকদের প্রচুর ইতিবাচক মন্তব্য পড়েছে। তাছাড়া বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল এবং এফএম রেডিওতেও সাক্ষাৎকার দেয়ার কথার রয়েছে। " হাবিব আরো জানান, কলকাতার বেশ কয়েকজন পরিচালকের সঙ্গেও নতুন সিনেমাতে গান গাওয়ার বিষয়ে কথাবার্তা চলছে। রাজিব কুমারের পরিচালনায়...

দুই নায়কের লড়াই- পর্দায় ও বাস্তবে সমান সমান

Image
দুই নায়কের লড়াই- পর্দায় ও বাস্তবে সমান সমান   টেকনো ডেস্ক : গেলবারের মতো এবারের ঈদেও মূলত দুই নায়ক অনন্ত জলিল ও শাকিব খানের মধ্যেই যুদ্ধ হবে। তবে এবার ছবি মুক্তির আগেই সেই যুদ্ধ শুরু হয়েছে। পর্দা থেকে সেই যুদ্ধ বাইরে এসে ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে চলে গেছে। সম্প্রতি শাকিব খান এক সাক্ষাৎকারে অনন্তকে নিয়ে কটূক্তি করেছেন। বিষয়টি নিয়ে অনন্তও বেশ ক্ষেপেছেন। তার মতে, শাকিবকে নিয়ে তিনি কখনোই কোনো ধরনের কটূক্তি তো দূরে থাক, বাজে মন্তব্য করেননি। একই মাধ্যমে কাজ করার কারণে দু’জন দু’জনার প্রতি কাজের চ্যালেঞ্জ ছুড়ে দিতেই পারেন। মাঝে মধ্যে অনন্ত শাকিবকে এই চ্যালেঞ্জটিই করেছেন। সেটা ছবি নিয়ে। অনন্ত বলেছেন, শাকিব এবং আমার ছবি একই সঙ্গে মুক্তি পাক। দেখা যাক দর্শক কাকে বেশি গ্রহণ করেন। প্রতিযোগিতার বাজারে এ ধরনের চ্যালেঞ্জ আসতেই পারে। এমন চ্যালেঞ্জ আসাটা বরং ইতিবাচক। এতে কাজের স্পিড বাড়ে। দর্শকের মধ্যে আলাদা একটা আলোড়ন তৈরি হয়। এ আলোড়নটুকু তৈরি করার জন্যই চ্যালেঞ্জ ছুড়ে দেয়া। কিন্তু শাকিব সেই চ্যালেঞ্জকে একেবারে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে অনন্তকে ‘পাগল’ বলেই সম্বোধন করলেন। আর অনন্তও এর প্রতিবাদ...

হাওয়া থেকে পাওয়া: পাঁচ নায়িকার অজানা প্রেম কাহিনী

Image
হাওয়া থেকে পাওয়া: পাঁচ নায়িকার অজানা প্রেম কাহিনী  টেকনো ডেস্ক : প্রিয় নায়িকার ব্যক্তি জীবন নিয়ে মানুষের কৌতুহলের কমতি নেই। প্রিয়.কম এর পাঠকদের জন্য হাওয়া থেকে পাওয়া খবরে এবার থাকছে আলোচিত পাঁচ নায়িকা পপি, আঁচল, রেসি, সাহারা ও শায়না আমিন’কে নিয়ে তাদের ক্যারিয়ার, প্রেম ও ব্যাক্তি জীবনের কিছু অজানা তথ্য। ১৯৯৬ সালে মমতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ ছবির মাধ্যমে বড় পর্দায় আগমন ঘটে গ্ল্যামারাস নায়িকা পপির। ক্যারিয়ারের শুরু থেকেই আলোচিত এই নায়িকাকে নিয়ে মিডিয়াতে নানা গুঞ্জন রটে আসছিল। আরেক আলোচিত নায়ক শাকিল খান একসময় পপিকে নিজের বিয়ে করা বউ বলে দাবি করেন। কিন্তু বিয়ের ঘটনাকে নিছক গুজব ছাড়া কিছু নয় বলে জানান পপি। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রীকে নিয়ে নানা সময়ে একাধিক ব্যক্তি সাথে সম্পকের্র কথা শোনা গেছে। বর্তমানে এই পড়তি নায়িকার চারটি সিনেমা মুক্তির মিছিলে রয়েছে। তবে সেই ছবি গুলো আদৌ মুক্তি পাবে কিনা এ নিয়েও সংশয় রয়েছে। সাম্প্রতিক সময়ে ঢাকাই ছবির সবচেয়ে আলোচিত নায়িকার নাম আঁচল। ২০১১ সালে ‘বেইলি রোড’ ছবির মাধ্যমে ঢালিউডের পা রাখেন তিনি । বর্তমানে নির্মিত একাধিক ...

বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে গাইবেন শাকিরা

Image
বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে গাইবেন শাকিরা ইনফো ডেস্ক : আগামী ১৩ জুলাই রিও ডি জেনিরোর মারকানা স্টেডিয়ামে ফাইনাল খেলা হবে। তার আগে ফুটবল বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে গাইবেন কলম্বিয়ার পপ স্টার শাকিরা। সেখানে শাকিরা ‘লা লা লা’ (ব্রাজিল ২০১৪) গানটি গাইবেন। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল তাঁরই দেশ কলম্বিয়া। তার আগে সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করার কথা ভেবে রীতিমতো রোমাঞ্চিত শাকিরা। উল্লেখ্য, এর আগে ২০০৬-এ জার্মানি ও ২০১০-এ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন তিনি। এ বার নিয়ে তৃতীয়বার তিনি আসর মাতাতে প্রস্তুত হচ্ছেন। 

ভীষণ অন্যরকম কঙ্কণা

Image
ভীষণ অন্যরকম কঙ্কণা  ইনফো ডেস্ক : অপর্ণা সেনের ফিল্মী ক্যারিয়ারের উত্তরসূরি হিসেবে মাত্র চার বছর বয়স থেকে সিনেমার পথে হাঁটা কঙ্কনার বর্তমানের বৈচিত্র্যটা বেশ চোখে পড়ার মতো। সবসময় বাঙালি ঘরানার সাদামাটা কঙ্কনা প্রথমবার বেশ চমকে দিয়েছিলেন গেল বছর। এমনিতে স্বামী রনভীর সুরী আর ছেলে হারুনকে নিয়ে নিরুপদ্রব নির্ঝঞ্ঝাট জীবনযাপনে অভ্যস্ত কঙ্কনা হঠাৎই ভীষণ আবেদনময়ী পোজ দিয়েছিলেন ম্যাক্সিম ম্যাগাজিনের জন্য। কঙ্কনা ভক্তদের কাছে বিষয়টা চমকে ওঠার মতো হলেও করে সাফাই গেয়ে তিনি বলেছেন, ‘নিজের শারীরিক সৌষ্ঠব লুকিয়ে রেখে ভদ্রলোক সাজার মানে হয় না। একজন নারী হিসেবে নিজের দৈহিক সৌন্দর্যটুকু পরিশিলীতভাবে উপস্থাপনের মধ্যে খারাপ কিছু নেই।’ মা অপর্ণার তরফ থেকে ঘোষণা এলো, আবারও পর্দায় তিনি তুলে আনবেন মিস্টার ও মিসেস আইয়ারকে এবং যথারীতি কঙ্কনা ও রাহুলের মাধ্যমেই চিত্রায়িত করবেন আইয়ার যুগলের প্রেমোপাখ্যান। সেই রেসিপি এখনও অঙ্কুর পর্যায়ে থাকলেও এর আগেই অবশ্য আরেক অনবদ্য গল্পে বিনয় পাঠকের বিপরীতে অভিনয় করছেন মিসেস দাসের চরিত্রে চরিত্রাঙ্কিত। সিনেমাটিক যাত্রার এখানেই শেষ নয়। পাইপলাইনে আছে ব্যোমকেশ বকশীর পরবর...

চোপড়া এবার সাইজ জিরো!

Image
চোপড়া এবার সাইজ জিরো!  ইনফো ডেস্ক : ইতিমধ্যেই রুপালি পর্দায় ভিন্ন ধারায় অভিনয় করে নজর কেড়েছেন হাসি-খুশি, মিষ্টি চেহারার পরিণীতি পিয়াংকা  চোপড়া । তবে বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী এবার ‘হাসি তো ফাঁসি’ র অভিনেত্রী নাকি সাইজ জিরো হওয়ার জন্য উঠে-পড়ে লেগেছেন। এবং বেশ সফলও হয়েছেন। সম্প্রতি একটি পত্রিকার ফোটো শুটে তাঁকে দেখা গেছে ভীষণ আকর্ষণীয়। আসুন দেখি পরিনীতির নিউ লুকের এক ঝাঁক ছবি। বি টাউনে গুঞ্জন চলছে আবার বলিউডি অভিনেত্রীদের জিরো ফিগার হওয়ার কম্পিটিশন শুরু হয়ে গেছে। এই কয়েক দিন আগে জানা গেছে অভিনেত্রী সোনম কাপুর সালমান খানের আগামী ছবিতে অভিনয়ের জন্য আট কেজি ওজন কমিয়ে ফেলেছেন। এবার পালা পরিণীতি চোপড়ার, শোনা যাচ্ছে জি টিভির একটি নতুন রিয়েলিটি অনুষ্ঠানে তাঁর নতুন লুক ও ফিগারে সবাইকে চমকে দিয়েছেন ‘ইসকজাদে’র নায়িকা। তবে পরিণীতি নাকি তাঁর ফিগারে খুব একটা খুশি নন তিনি আরো ওজন ঝরিয়ে ফেলতে চান। অর্থাৎ এই বাবলি গার্ল করিনা কাপুরের ‘জিরো’ ফিগারের দিকে লক্ষ্য রেখে এগোচ্ছেন। সম্প্রতি একটি পার্টিতে নিজের নিউ লুক দিয়ে সবাইকে চমকে দিয়েছেন তিনি।

সুপারস্টার সালমান এখন গায়ক

Image
সুপারস্টার সালমান এখন গায়ক   ইনফো ডেস্ক : গায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেন বলিউড সুপারস্টার সালমান খান। নিজের আগামী ছবি ‘কিক’-এর একটি গানে কণ্ঠ দিয়েছেন ৪৮ বছর বয়সী সুপারস্টার। হ্যাংওভার’ শিরোনামের গানটির ভিডিও ইউটিউবে প্রকাশ হয়েছে। প্রেমের গানটিতে সালমানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল। সুর ও সঙ্গীতায়োজন করেছেন সুরকার ত্রয়ী মিট ব্রাদার্স অঞ্জন। কিক’ ছবিতে সালমানের নায়িকা জ্যাকলিন ফার্নান্দেজ।’হ্যাংওভার’ গানটিতে সালমানের সঙ্গে পর্দায় ঠোঁট মিলিয়েছেন শ্রীলঙ্কান এই সুন্দরী। মেহবুব স্টুডিওতে গানটির চিত্রায়ন হয়েছে দুই দিন ধরে। সাজিদ নাদিওয়াড়ওয়ালা পরিচালিত প্রথম ছবি ‘কিক’ মুক্তি পাবে আগামী রোজার ঈদে। ছবিটিতে আরও আছেন রণদীপ হুদা ও নওয়াজুদ্দিন সিদ্দিকী।

আবারো সানিকে নিয়ে ইউটিউবে ঝড়

Image
আবারো সানিকে নিয়ে ইউটিউবে ঝড় ইনফো ডেস্ক : আবার ‘হেট স্টোরি টু’ ছবির আইটেম গানে নেচেছেন তিনি। এর শিরোনাম ‘পিঙ্ক লিপস’ । ইউটিউবে গানটির ভিডিও প্রকাশ হতেই ঝড় উঠেছে। ‘পিঙ্ক লিপস’ গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন মিট-ব্রস-অঞ্জন। কুমারের লেখা গানটিতে কণ্ঠ দিয়ে খুশবু গ্রেওয়াল। এই গানের মাধ্যমে সিকুয়েলের আইটেম গানে নৃত্য পরিবেশনের হ্যাট্রিক করলেন সানি লিওন। ছবিগুলো হলো ‘জিসম টু’, ‘রাগিনী এমএমএস টু’, ‘হেট স্টোরি টু’। এর আগে ‘শুটআউট অ্যাট ওয়াদালা’র আইটেম গানে নৃত্য পরিবেশন করেন সানি লিওন । কিছুদিন আগে নিজের অভিনীত ‘রাগিনী এমএমএস ২’- ছবির ‘বেবি ডল’ গানে নেচে ঝড় তোলেন ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী।

ফাইনালে কাকে সাপোর্ট দিব : শাকিব

Image
ফাইনালে কাকে সাপোর্ট দিব : শাকিব  ইনফো ডেস্ক : আমি ভেবেই পাচ্ছি না ফাইনালে কাকে সাপোর্ট দিব। আমি ব্রাজিলের সাপোর্টার ছিলাম। তবে এবার আর্জেন্টিনারও ভক্ত হয়ে গেছি। মেসির খেলা দেখে মনে হচ্ছে তিনি গোল্ডেন বুট নিয়ে তবেই মাঠ ছাড়বেন। তাঁর পায়ে জাদু আছে। একবার বল পায়ে পেলেই হলো। প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে ছাড়েন। জামানির্র লম্বা পাসের খেলা আমাকে মুগ্ধ করে। পুরো দলটারই বেশ এনার্জি আছে। ব্রাজিল সম্পর্কে তো নতুন করে বলার নেই! নেইমার একাই একশ। গত শুক্রবারে খেলায় ব্রাজিল বেশ ভালোভাবেই জিতেছে। আমি চাই ব্রাজিল আর আর্জেন্টিনা ফাইনাল খেলুক। তবে সেমিফাইনালের ছক কিন্তু আমি করে ফেলেছি। আমার মনে হয়, সেমিফাইনালে ব্রাজিল বনাম জার্মানি এবং আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস খেলবে। আমার ধারণা যদি ঠিক হয়, তবে ফুটবলকে নতুন করে চিনবে বিশ্ব। এত সুন্দর, গোছানো, ছন্দময়, গতিশীল বিশ্বকাপ ফুটবল আমি আগে দেখিনি। একটু চিন্তায় আছি ব্রাজিল আর আর্জেন্টিনাকে নিয়ে। দুই দলকেই পছন্দ করি। ভেবে পাচ্ছি না ফাইনালে কাকে সাপোর্ট করব। সিদ্ধান্তটা না হয় সেদিনই নেব। তবে মনেপ্রাণে চাই এই দুই দল ফাইনালে উঠুক। 

পরিণীতি এবার জিরো ফিগারে

Image
পরিণীতি এবার জিরো ফিগারে ইনফো ডেস্ক : হাসি-খুশি, মিষ্টি চেহারার পরিণীতি চোপড়া ইতিমধ্যেই রুপালি পর্দায় ভিন্ন ধারায় অভিনয় করে নজর কে পড়েছেন।  তবে বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী এবার ‘হাসি তো ফাঁসি’ র অভিনেত্রী নাকি সাইজ জিরো হওয়ার জন্য উঠে-পড়ে লেগেছেন। বি টাউনে গুঞ্জন চলছে আবার বলিউডি অভিনেত্রীদের জিরো ফিগার হওয়ার কম্পিটিশন শুরু হয়ে গেছে। এই কয়েক দিন আগে জানা গেছে অভিনেত্রী সোনম কাপুর সালমান খানের আগামী ছবিতে অভিনয়ের জন্য আট কেজি ওজন কমিয়ে ফেলেছেন। এবার পালা পরিণীতি চোপড়ার, শোনা যাচ্ছে জি টিভির একটি নতুন রিয়েলিটি অনুষ্ঠানে তাঁর নতুন লুক ও ফিগারে সবাইকে চমকে দিয়েছেন ‘ইসকজাদে’র নায়িকা। তবে পরিণীতি নাকি তাঁর ফিগারে খুব একটা খুশি নন তিনি আরো ওজন ঝরিয়ে ফেলতে চান। অর্থাৎ স্বপ্ননগরীর নায়িকারা এবার আবার করিনা কাপুরের ‘জিরো’ ফিগারের দিকে লক্ষ্য রেখে এগোচ্ছেন।

যৌন নির্যাতনে শিকার পুজা মিশ্রা

Image
যৌন নির্যাতনে শিকার পুজা মিশ্রা ইনফো ডেস্ক : প্রীতি জিনতা ও নেস ওয়াদিয়ার মাঝে শ্লীলতাহানি ও দুর্ব্যবহারের মামলা যখন চলছে তখন ফের একবার বলিউডের অপর এক নায়িকার স্বামীর বিরুদ্ধে উঠল শ্লীলতাহানির অভিযোগ। অভিনেত্রী ও বিগবস ৫ এর প্রতিযোগী পুজা মিশ্রা বলিউডের ‘খাল্লাস গার্ল’ ইশা কোপিকারের স্বামী রোহিত নারঙ্গ ও তার ভাই রোহন নারঙ্গের যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন। পুজা পুলিশের কাছে অভিযোগ করেছেন রেহিত ও রোহন নারঙ্গ তাকে একটি ছবিতে রোল পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে পুনার একটি জনশূন্য এলাকার নিয়ে যায় ও গাড়িতে তার সঙ্গে যৌন হয়রানি করেন।  দুই ভাইয়ের বিরুদ্ধে ৩৫৪, ৫০৬ (বি) ও ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুজা গত ১৯ জুন পুনার মুন্ডবা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছিলেন। সেখানে তিনি জানিয়েছিলেন এই দুই ভাই অনেক বছর ধরেই তার সঙ্গে খারাপ ব্যবহার করছেন এবং অভিযোগ করলে তার খারাপ ফলের হুমকিও দিয়েছেন। পুজার বক্তব্য অনুযায়ী এই দুই ভাই এর আগেও দু’বার তার যৌন নির্যাতন করেছেন। পুজা দুই অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগও করেছেন। এছাড়াও পুজার অভিযোগ তারা তার ফোন ও সোশ্যাল মিডিয়া অ্যাকা...

আবার সাইফের সাথে প্রীতি

Image
আবার সাইফের সাথে প্রীতি ইনফো ডেস্ক : প্রীতি জিনতা ফের একবার আসতে যাচ্ছেন পর্দায়। সাইফ আলি খানের পরবর্তী ছবি ‘হ্যাপি এন্ডিং’য়ে এক ক্যামিও চরিত্রে অভিনয় করছেন প্রীতি। এর আগেও ‘ক্যায়া কেহেনা’ ও ‘সালাম নমস্তে’ ছবিতে সইফের সঙ্গে জুটি বেঁধেছিলেন প্রীতি। দীর্ঘ ১৬ বছর পর আবার সাইফের সঙ্গে স্ক্রীন শেয়ার করবেন তিনি। সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন প্রীতি। তবে ফের একবার ছবির জগতে পা রেখে অনেকটাই স্বস্তিতে রয়েছেন তিনি। নিজের উছ্বাস ট্যুইটারে পোস্টও করেছেন তিনি। তিনি জানিয়েছেন, ‘যেখান থেকে ক্যারিয়ার শুরু করেছিলেম সেই একই জায়গায় আবার গিয়ে খুব মজা হচ্ছে।’ ‘হ্যাপি এন্ডিং’ ছবিতে সাইফ আলি খানকে দেখা যাবে তিন ভিন্ন লুকে। যদিও ওই ছবির বিষয়ে আর কিছুই এখনও পর্যন্ত জানানো হয়নি। ছবিতে সাইফের বিপরীতে রয়েছেন ইলিয়ানা ডি ক্রুজ।

দীপিকার নতুন লুক

Image
দীপিকার নতুন লুক ইনফো ডেস্ক : 'ফাইন্ডিং ফ্যানি’ সিনেমায় অভিনেতা অর্জুন কাপুরের নতুন লুক ইতিমধ্যেই তিনি নিজের টুইটারে প্রকাশ করে দিয়েছেন। হোমি আদাজানিয়া পরিচালিত এই ছবিতে দীপিকা পাডুকোনকে কেমন লাগবে? মজাদার এই সিনেমায় বলিউডের গ্ল্যামার গালের্র প্রথম লুক এবার প্রকাশ করা হল। পরিচালক হোমি আদাজানিয়া এবং অভিনেত্রী দীপিকা পাডুকোন দুজনেই নিজেদের টুইটারের অ্যাকাউন্টের মাধ্যমে এই ছবি প্রকাশ করেছেন। ছবিটিতে ‘চেন্নাই এক্সপ্রেস’ খ্যাত দীপিকা পাডুকোন ও ‘গুন্ডে’ খ্যাত অর্জুন কাপুর ছাড়াও অভিনয় করবেন বলিউডের তিনজন নামি এবং দক্ষ অভিনেতা। তাঁরা হলেন নাসিরুদ্দিন শাহ, ডিম্পল কাপাডিয়া ও পঙ্কজ কাপুর । ছবিটির অফিসিয়াল ট্রেলার মুক্তি পাবে আগামী ৯ জুলাই মুক্তি পাবে। সিনেমাটি আগামী ১২ সেপ্টেম্বর মুক্তি পাবে।

বলিউড তারকাদের যত কুসংস্কার

Image
বলিউড তারকাদের যত কুসংস্কার ইনফো ডেস্ক : বলিউডের তারকাদেরকে আমরা যতটা আধুনিক সাজসজ্জায় দেখি আসলে কি তাঁরা মানসিক ভাবেও ততটাই আধুনিক? নাকি তারাও প্রচলিত কুসংস্কারে বিশ্বাস করে? সবাই না করলেও বলিউডের কিছু জনপ্রিয় তারকা বিশ্বাস করেন কিছু কুসংস্কারে। জেনে নিন বলিউডের কুসংস্কারে বিশ্বাসী কিছু তারকা সম্পর্কে। তালিকায় আছেন আমির খান হতে শুরু করে সালমান খান, রণবীর কাপুর, দীপিকা, ক্যাটরিনা সহ অনেকেই। সালমান খান: বলিউডের জনপ্রিয় তারকা সালমান খান হাতে সবসময় নীলা পাথরের একটি ব্রেসলেট পরে থাকেন। বাবার দেয়া এই ব্রেসলেটটিকে তিনি নিজের ক্যারিয়ারের সৌভাগ্যের প্রতীক মনে করে। তাই কখনই এটাকে নিজের হাত ছাড়া করেন না তিনি। আমির খান: কোনো বস্তুকে নিজের জন্য শুভ মনে করেন না আমির খান। তবে তিনি একটি বিশেষ দিনকে নিজের জন্য শুভ ভাবেন। আর তা হলো ডিসেম্বরের ক্রিসমাসের দিনটি। তাই তিনি নিজের সিনেমাগুলো এই দিনে ছাড়তে পছন্দ করেন। দীপিকা পাড়–কন: প্রভাদেবীর সিদ্দিভিনায়ক মন্দিরে নিয়মিতই যান দীপিকা পাড়–কন । বিশেষ করে যে কোনো সিনেমার কাজ শুরু করার আগে তিনি অবশ্যই ঘুরে আসেন সেই মন্দির থেকে। কারণ তিনি মনে করেন এই বিশেষ মন...

ঈদের চার নাটকে মম

Image
ঈদের চার নাটকে মম ইনফো ডেস্ক : ঈদের জন্য এখন পর্যন্ত চারটি নাটকে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। এসএ হক অলিকের পরিচালনায় আহসান হাবিবের রচনায় মম অভিনয় করেছেন ‘দ্য ফেইÑ ইভেন ম্যানেজমেন্ট’ ও অলিকেরই রচনায় ‘টুকরো মেঘের গল্প’ নাটকে। প্রথমটিতে তিনি অভিনয় করেছেন সজলের সঙ্গে জুটিবদ্ধ হয়ে এবং দ্বিতীয়টিতে তিনি অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজের বিপরীতে। এই দুটি নাটক প্রচার হবে এটিএন বাংলায় ও বাংলাভিশনে। সকাল আহমেদের নির্দেশনায় বীণা আলমের রচনায় মম অভিনয় করেছেন ‘কাব্য কথা’ নাটকে। এ নাটকেও তার বিপরীতে আছেন সজল। অন্যদিকে শফিকুর রহমান শান্তনুর রচনায় ও বিইউ শুভর পরিচালনায় অপূবের্র বিপরীতে অভিনয় করেছেন ‘শেকড়’ নাটকে। মম জানান, ঈদ উপলক্ষে আরো বেশক’টি নাটকে তার অভিনয়ের কথা রয়েছে। এদিকে মম এরই মধ্যে একজন চিত্রনায়িকা হিসেবে দুটি ছবির কাজ শেষ করেছেন। একটি রকিবুল আলম রকিবের ‘প্রেম করবো তোমার সাথে’। অন্যটি শিহাব শাহিন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’।’প্রেম করবো তোমার সাথে’ মম অভিনয় করেছেন জায়েদ খান ও আনিসুর রহমান মিলনের বিপরীতে এবং ‘ছুঁয়ে দিলে মন’ ছবিতে তিনি অভিনয় করেছেন আরিফিন শুভ’র বিপরীতে। লাক্সতারকা হওয়ার পর মম প...

এবার জ্যাকুলিনে মজেছেন সালমান

Image
এবার জ্যাকুলিনে মজেছেন সালমান  ইনফো ডেস্ক : ক্যাটরিনার সঙ্গে সম্পকের্র ইতি ঘটার পর কিছুদিন একাই ছিলেন সালমান খান। গুঞ্জন চলছে, এবার জ্যাকুলিনে মজেছেন সালমান। অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে তিন কামরার একটি ফ্ল্যাট উপহার দিয়ে দিলেন সালমান খান। শ্রীলঙ্কান এই সুন্দরীও নিজের পুরোনো ঠিকানা ছেড়ে বান্দ্রার ওই ফ্ল্যাটে উঠেছেন। ফ্ল্যাট উপহার দিয়ে সেই গুঞ্জনকে আরও উসকে দিলেন ৪৮ বছর বয়সী এই অভিনেতা। এমনকি ‘কিক’ ছবির একটি গানের দৃশ্যে নিজে থেকেই জ্যাকুলিনের সঙ্গে চুমুর দৃশ্যে অভিনয়ের আগ্রহ দেখান সালমান। তবে এই সম্পকের্র নাম ‘প্রেমিকা’ নাকি তা অবশ্য স্পষ্ট বলেননি। তবে জ্যাকুলিন ফ্ল্যাট পাওয়ার পর মজা করে বলেছেন, ‘সালমান এখন থেকে আমার রুমমেট।’

সানির কি হল?

Image
সানির কি হল? ইনফো ডেস্ক : অভিনয় সত্ত্বাকে শিকেয় তুলে শরীরী হিল্লোলেই বক্স অফিস মাত করেছেন এই ইন্দো-কানাডিয়ান পর্ণস্টার সানি লিওনের একি হল! বিকিনি ছেড়ে বই-খাতা হাতে তুলে নিলেন তিনি! ব্ল্যাকবোর্ড, কোয়েশ্চেন পেপার, পরীক্ষার হল এসবই নাকি এখন রয়েছে তাঁর জীবন জুড়ে? তাঁর মায়াবী ঠোঁটের সিক্ততা যে পুরুষ ভক্তদের হৃদয়ে ঝড় তোলে তারা যে অনশনে বসবেন! আসলে সানি এবার স্কুল টিচারের ভূমিকায়। বলিউডে প্রেজেন্ট প্লিজের পর এবার তামিল সিনেমাতেও হাজির এই পর্ণস্টার জি নাগেশ্বরা রেড্ডির পরিচালনায় ‘কারেন্ট তেগা’-তে মনোজ মাঞ্চুর নায়িকা হবেন বলি টাউনের‘বেবি ডল জানা গিয়েছে ‘ভারুথাবাদাথা ভালিবার সঙ্গম’ সিনেমার রিমেক হিসাবে তৈরি হচ্ছে আসন্ন ছবিটি মোমগলা ত্বকের মুগ্ধতায়, তীব্র সুখের আবেশে পর্দায় সানির শরীর খেলায় বশ হয়েছেন দর্শক এবার সানির ক্লাসরুমে স্টুডেন্ট অ্যাটেনডেন্স কেমন থাকে সেদিকেই তাকিয়ে বিনোদন দুনিয়া।

সবাইকে পেছনে ফেলে শীর্ষে দেব

Image
সবাইকে পেছনে ফেলে শীর্ষে দেব    ইনফো ডেস্ক : অনলাইন ভোটের মাধ্যমে কলকাতার ২০১৩ সালের ২৫ জন মোস্ট ডিজায়ারেবল পুরুষ ও নারীর তালিকা প্রকাশ করেছে। এতে পুরুষের তালিকায় টালিউডের রূপালি পর্দা আর রাজনীতির ময়দানের মতো এখানেও সবাইকে পেছনে ফেলে শীর্ষে রইলেন কলকাতার চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা দেবে। এদিকে, নারীদের মধ্যে শীর্ষস্থান দখল করলেন আয়ত চোখ ও আভিজাত্যের প্রতীক রাইমা সেন। টালিউড নায়িকাদের মধ্যে অষ্টম স্থানে জায়গা পেয়েছেন কঙ্কনা সেন শর্মা। রয়েছেন রাইমা’র বোন রিয়া সেনও। চলচ্চিত্র নায়িকাদের বাইরে আছেন জাতীয় টেলিভিশনের পূজা বোস, বরখা বিস্ত সেনগুপ্ত। তবে প্রায় অচেনা মুখ হিসেবে চমক দিয়েছেন নেহা পান্ডা ও সোনিকা চৌহানের মতো নতুনরাও। এই খ্যাতি অর্জন প্রসঙ্গে টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে রাইমা বলেন, ‘যারা আমাকে ‘টাইমস মোস্ট ডিজায়ারেবল ওয়ামেন ২০১৩ এর জন্য ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। নিজেকে প্রশংসিত এবং সম্মানিত বোধ করছি।’ রাইমা১নিজের কোন দিকটি তাকে সবচেয়ে আকাক্সিক্ষত নারী করে তুলেছে বলে তিনি মনে করেন, এর উত্তরে এই বাঙালি সুন্দরী জানান, ‘আমি বিশ্বাস করি শ...