ঈদের বিশেষ নাটক সুরঙ্গ
ঈদের বিশেষ নাটক সুরঙ্গ
টেকনো ডেস্ক : স্বামীকে নিয়ে যখন হসপিটাল থেকে বাড়ি আসে তানিয়া, মানসিকভাবে বিপর্যস্থ তাকে শান্তনা দিয়ে আশস্থ করার চেষ্টা করেন আতœীয় স্বজনরা। কিছু বলেনি তানিয়া, শুধু শুনে গেছে। ভালোবাধ্য স্ত্রী হিসেবে যথেষ্টই খ্যাতি আছে তার। স্বামী জহিরকে দেখে সবাই চলে গেলে আবার স্বামী সেবায় লেগে পড়ে তানিয়া। স্ট্রোক হয়ে পুরো শরীর প্যারালাইজ্ড হলে কি হবে, রাগ কমেনি জহিরের। বিভিন্নভাবে বিরক্তি ও রাগ প্রকাশ করেই চলে সে। এক সময় ঘর থেকে বের হয়ে যায় তানিয়া। পুরো শরীর প্যারালাইজ্ড, তাই এই মূহুর্তে সম্পূর্ন ভাবে পরনির্ভরশীল জহির একটু পরেই আবার ডাকে তানিয়াকে। আসেনা তানিয়া। জহির আবারো তানিয়াকে ডাকে, তাকেনা পেয়ে বাড়ির কাজের লোকদেরকে ডাকে- কেউই আসেনা। ডাকতে ডাকতে ক্লান্ত জহির চোখ বোজে এক সময়, আর ঠিক তখনই হাজির হয় তানিয়া।রংচংয়েমুখ। দু আঙ্গুলে কায়দা করে ধরা পাইপ, অন্য হাতে ওয়াইনের গ্লাস, আর কথায় আটাশ বছরের সংসারের তিক্ততা। ধমক ধামক দিয়ে প্রথমে তাকে থামিয়ে দিতে চায় জহির, পারেনা। অতীতের পাতা হতে একের পর এক অধ্যায় মেলে ধওে তানিয়া তার সামনে। স্বামী রুপে যতটা সেচ্ছাচারী ছিলো জহির, শুরুহয় সেখান থেকে। উঠে আসে তানিয়াকে দেয়া বিভিন্ন অপবাদের কথাও। আর শেষ? এই গল্পেরহয়তো শেষই নেই কোন। অন্ধকার এক সুরঙ্গেরগল্প। এক সময় ভয় হয় জহিরের, আজ হয়তো তার জীবনের শেষ দিন। ভয় হয় তানিয়ারও, তারও একই কথা মনেহয়- হয় জহির নয়তো তার, যেকোন একজনের জীবনের আজ শেষ দিন। নাটকটি রচনা করেছেন বদরুল আনাম সৌদ এবং
পরিচালনায় রাইজুল ইসলাম।
অভিনয়ে আছেন সুবর্না মুস্তফা, আব্দুল্লাহ রানা, বন্যা মির্জা, শাহাদাত, অর্নিলা গুহ, নাজিবা বাসার প্রমুখ। দেশ টিভিতে প্রচারিত হবে ঈদের ২য় দিন রাত ৭টা ৪৫ মিনিটে।
Comments
Post a Comment