আতঙ্কিত প্রীতি!
আতঙ্কিত প্রীতি!
টেকনো ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতার সাবেক প্রেমিক নেস ওয়াদিয়ার বিরুদ্ধে দায়ের করা শ্লীলতাহানির মামলায় ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে।
এর মধ্যেই নেসের বিষয়ে নতুন তথ্য দিয়ে আবার ঝিমিয়ে পড়া মামলায় হাওয়া দিলেন প্রীতি। পুলিশকে লিখিতভাবে প্রীতি জানিয়েছেন, তাকে খুন করতে পারেন নেস ওয়াদিয়া। তাই ভয়ে দিন কাটাচ্ছেন তিনি। ৩০ মে ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রীতির সঙ্গে যে ঘটনা নেস ঘটিয়েছেন এবং যার বর্ণনা প্রীতি পুলিশের কাছে দিয়েছে তা এই প্রথমবার নয় বলেই জানিয়েছেন অভিনেত্রী।
তার কথায়, এর আগেও জ্বলন্ত সিগারেট তার মুখের দিকে ইচ্ছাকৃতভাবে ছুঁড়ে ফেলা বা তাকে ঘরে বন্ধ করে রাখার মতো একাধিক হিংসাত্মক ব্যবহার তার সঙ্গে করেছেন নেস। –ওয়েবসাইট।
Comments
Post a Comment