স্বর্ণলতা উপাখ্যান
স্বর্ণলতা উপাখ্যান
টেকনো ডেস্ক : তৈাকির আহমেদর রচনা ও পরিচালনায় বৈশাখি টিভির জন্য ঈদের বিশেষ নাটক স্বর্ণলতা উপাখ্যান। তৈাকির আহমেদ নিজেই এ নাটকে অভিনয় করেছেন। তার সাখে আর আছেন ওবিদ রেহান, প্রসুন। জেল থেকে ছাড়া পায় একটি লোক। সে দাগি চোর ।কদিন পর পরই তাকে জেলে আসতে হয়। এবার সে ঠিক করে বাকি জীবনটা সে সৎ ভাবে কাটাবে, মিথ্যা আর বলবে না, চুরিও করবে না। রাস্তায় নেমে সে দেখে পাখি বিক্রি করছে শিকারী, সে তার শেষ সম্বল দিয়ে পাখি গুলি কিনে ছেড়ে দিয়ে তার মুক্তি উৎযাপন করে।
এবার শুরু হয় তার বেচে থাকার চেষ্টা। কাজের খোজ করে সে কাজ পায়না। কারণ সে জেল ফেরত আসামি। কেউ তাকে কাজ দেয় না এবং থাকার জন্য বাড়ি ভাড়াও দেয়না । এ ভাবেই এগিয়ে চলে গল্পটি। বৈশাখি টিভিতে প্রচারিত হবে ঈদের পঞ্চমদিন দুপুর ০২.৩০ একক নাটক ¯¦র্নলতা উপাখ্যান।
Comments
Post a Comment