বলিউড তারকাদের যত কুসংস্কার
বলিউড তারকাদের যত কুসংস্কার
ইনফো ডেস্ক : বলিউডের তারকাদেরকে আমরা যতটা আধুনিক সাজসজ্জায় দেখি আসলে কি তাঁরা মানসিক ভাবেও ততটাই আধুনিক? নাকি তারাও প্রচলিত কুসংস্কারে বিশ্বাস করে? সবাই না করলেও বলিউডের কিছু জনপ্রিয় তারকা বিশ্বাস করেন কিছু কুসংস্কারে। জেনে নিন বলিউডের কুসংস্কারে বিশ্বাসী কিছু তারকা সম্পর্কে। তালিকায় আছেন আমির খান হতে শুরু করে সালমান খান, রণবীর কাপুর, দীপিকা, ক্যাটরিনা সহ অনেকেই।সালমান খান: বলিউডের জনপ্রিয় তারকা সালমান খান হাতে সবসময় নীলা পাথরের একটি ব্রেসলেট পরে থাকেন। বাবার দেয়া এই ব্রেসলেটটিকে তিনি নিজের ক্যারিয়ারের সৌভাগ্যের প্রতীক মনে করে। তাই কখনই এটাকে নিজের হাত ছাড়া করেন না তিনি।
আমির খান: কোনো বস্তুকে নিজের জন্য শুভ মনে করেন না আমির খান। তবে তিনি একটি বিশেষ দিনকে নিজের জন্য শুভ ভাবেন। আর তা হলো ডিসেম্বরের ক্রিসমাসের দিনটি। তাই তিনি নিজের সিনেমাগুলো এই দিনে ছাড়তে পছন্দ করেন।
দীপিকা পাড়–কন: প্রভাদেবীর সিদ্দিভিনায়ক মন্দিরে নিয়মিতই যান দীপিকা পাড়–কন । বিশেষ করে যে কোনো সিনেমার কাজ শুরু করার আগে তিনি অবশ্যই ঘুরে আসেন সেই মন্দির থেকে। কারণ তিনি মনে করেন এই বিশেষ মন্দিরটি থেকে আশির্বাদ নিয়ে কাজ শুরু করলে তিনি সফলতা পাবেন।
শাহারুখ খান: বলিউড বাদশাহ শাহরুখের বিশেষ একটি সংখ্যার প্রতি দূর্বলতা আছে। আর তা হলো ‘য়ে’। নিজের প্রতিটি গাড়ির সিরিয়াল নম্বরেই এই সংখ্যাটি থাকা চাই-ই চাই।
ক্যাটরিনা কাইফ: আজমির শরীফের প্রতি একটু বেশিই দুর্বল ক্যাটরিনা কাইফ। তার প্রতিটি সিনেমা রিলিজ পাওয়ার আগে তিনি আজমির শরীফের দরগাহ থেকে ঘুরে আসেন।
রণবীর কাপুর: বলিউডের জনপ্রিয় তারকা রণবীর কাপুর ‘৮’ সংখ্যাটিকে নিজের জন্য সৌভাগ্যের প্রতীক মনে করেন। আর তাই তিনি গাড়ীর ক্ষেত্রে ‘৮’ সংখ্যাটিকে বেছে নেন।
Comments
Post a Comment