নিজের দেশের একটি সিনেমায় জ্যাকুলিন

নিজের দেশের একটি সিনেমায় জ্যাকুলিন

টেকনো ডেস্ক : সাবেক মিস শ্রীলঙ্কান এবং বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজ এবার অভিনয় করবেন নিজের দেশের একটি সিনেমায়। কয়েকদিন আগে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে নিজের একটি রেস্তোরাঁ খুলেছেন ‘হাউসফুল’ খ্যাত এই অভিনেত্রী। সিনেমাটি পরিচালনা করবেন শ্রীলঙ্কার বিখ্যাত পরিচালক চন্দ্রন রুতনম।
জ্যাকুলিন নিজের দেশের একটি সিনেমায় এতদিন পরে অভিনয় করার সুযোগ পেয়ে অসম্ভব উত্তেজিত। ছবিটির নাম এখনো ঠিক হয়নি তবে ৭০ দশকের একজন খ্রীস্টান ধর্মগুরু এবং তার গোপন ভালোবাসাকে কেন্দ্র করে এই সিনেমাটি তৈরি হবে। আপাতত এই অভিনেত্রী সালমান খানের সঙ্গে তার আসন্ন ছবি ‘কিক’ এর প্রচার নিয়ে খুব ব্যস্ত । ছবিটি ইদে মুক্তি পাবে।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি