Posts

Showing posts from May, 2015

শুরু হলো ‘অজ্ঞাতনামা’র শুটিং

Image
MEn || ২৬ মে থেকে রাজবাড়ি জেলার পাংশায় শুটিং শুরু হয়েছে তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’ ছবির শ্যুটিং। এ দিন শুটিংয়ে অংশ নেন মোশাররফ করিম ও নিপুণ। ৪ জুন পর্যন্ত পাংশাতেই চলবে এর শুটিং। এরপর শুরু হবে রাজবাড়ির গোয়ালন্দে। অপরাধ জগতের গল্প নিয়ে নির্মিত এ চলচ্চিত্রে ফরহাদ নামের একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম আর বিউটি চরিত্রে অভিনয় করেছেন নিপুণ। উল্লেখ্যেএটি তৌকির আহমেদ পরিচালিত চতুর্থতম চলচ্চিত্র। এর আগে তিনি নির্মাণ করেন ‘দারুচিনি দ্বীপ’, ‘জয়যাত্রা’, ‘রূপকথার গল্প’।

শুভ-মৌটুসীর ‘যৌথ সুর’

Image
MEn || আজ সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটক ‘যৌথ সুর’। সায়মন জাকারিয়ার রচনায় এটি পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ ও মৌটুসী। এতে দেখা যাবে, দাম্পত্য জীবনে স্ত্রী শিউলির সাথে স্বামী কবিরের স্বাভাবিক সর্ম্পক হলেও কবিরের ব্যাক্তিগত কিছু ভালোলাগার জায়গা দিনে দিনে ঈর্ষনীয় হয়ে ওঠে শিউলির কাছে। যেমন- ভিখারীর সাথে সম্পর্ক, চায়ের দোকানীর সাথে সম্পর্ক, ফুল বিক্রেতার সাথে সম্পর্ক। এইসব সম্পর্কের সাথে কবিরের একটা প্রিয় বিড়াল ও বুকশেলফ ভর্তি বইও আছে। এসবের প্রতি ভালোবাসার কারনেই স্ত্রী মনে করে কবির বোধ হয় তাকে ভালোবাসে না। একদিন কবিরের আড়ালে তার প্রিয় সব জিনিস ছুঁড়ে ফেলে দেয় শিউলী। ঠিক একইভাবে কবিরও একদিন স্ত্রীর প্রিয় একটি গহনা লুকিয়ে ফেলে- এমন গল্প নিয়ে এগিয়ে যায় নাটকটি।

সালমানকে হটিয়ে ‘চুলবুল পান্ডে’ হলেন আরবাজ?

Image
MEn || চুলবুল পান্ডে আছে, অথচ সালমান খান নেই? ভারতে এ কথা হয়তো কেউ ভাবতেও পারেন না৷ কিন্তু ভেবেছেন একজন৷ তিনি আরবাজ খান। ‘দাবাং’-এর প্রযোজক। সালমানকে হটিয়ে তিনি নিজেই হয়েছেন চুলবুল পান্ডে। ‘দাবাং-৩’-এ কি তা হলে সালমান খান থাকছেন না? এমনিতেই সালমানের ‘হিট অ্যান্ড রান কেস’ নিয়ে দাবাং-৩ নিয়ে জটিলতা খানিকটা তৈরিই হয়েছিল। তবে তাতে আশঙ্কার কিছু নয়। আরবাজ চুলবুল হয়েছেন বটে, তবে ডাবস্ম্যাশ ভিডিওতে। ‘দাবাং-৩’-এর সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।  নতুন এই ভিডিওর মোহে ওখল বলি তারকারা। সোনাক্ষি থেকে সলমন সকলেই এই ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায়া পোস্ট করেছেন। সেখানেই আরবাজ সাজলেন চুলবুল পান্ডে৷ ভাই সালমানের ডায়লগেই অ্যাক্টিং করতে দেখা গেল তাঁকে। মজা করেই ‘চুলবুল’ হলেন পর্দার ‘মক্ষী’।

বলিউডে বিরল দৃশ্য, সালমানের প্রচারণায় শাহরুখ-আমির!

Image
MEn || বলিউডের প্রভাবশালী তিন তারকা অভিনেতা সালমান, শাহরুখ ও আমির খান। তাঁদের মধ্যে নীরব প্রতিযোগিতা সব সময়ই চলে। ছবির সাফল্যের মানদন্ডে কে কাকে ছাপিয়ে যাবেন সে চেষ্টাই থাকে তাঁদের। তবে সম্প্রতি ভিন্ন এক দৃষ্টান্তই স্থাপন করলেন সালমানের সমসাময়িক দুই তারকা অভিনেতা শাহরুখ খান ও আমির খান। সালমান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’ ছবির প্রচারণা চালিয়ে খবরের শিরোনাম হয়েছেন তাঁরা। ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে সালমানকে কেমন দেখা যাবে তার একটি ছবি প্রথম টুইটারে পোস্ট করেন শাহরুখ খান। গতকাল মঙ্গলবার পোস্ট করা ওই ছবির ক্যাপশনে শাহরুখ লেখেন, ‘আমি বিশ্বাস করি, নায়ক হওয়ার চেয়ে একজন ভাই হওয়া অনেক বড় একটি ব্যাপার। ‘‘ভাইজান’’ আসছে ২০১৫ সালের ঈদে।’ ভক্তদের উদ্দেশে শাহরুখ আরও লেখেন, ‘প্রথম ছবিটি আপনারা কতটা পছন্দ করলেন?’ ছবির প্রচারণা চালিয়েছেন টুইটারে। ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে সালমানকে কেমন দেখা যাবে তার প্রথম ছবি আমিরও পোস্ট করেছেন তাঁর টুইটার অ্যাকাউন্টে। পাশাপাশি ‘বজরঙ্গি ভাইজান’ ছবির প্রচারণা চালাতে আমির টুইট করেন, ‘শিগগির আসছে।’ এক খবরে এমনটিই জানিয়েছে ইন্ডিয়া টুডে। গতকাল মঙ্গলবার সালমানের অর্ধেক চেহারার ছবি পোস্...

স্বপ্নে বিভোর কিম-ওয়েস্ট জুটি!

Image
MEn || আগেই ঘোষণা দিয়েছিলেন, মহা ধুমধামে নিজেদের প্রথম বিবাহ বার্ষিক পালন করবেন বিতর্কতি মডেল ও টিভি ব্যক্তিত্ব কিম কার্দাশিয়ান ও র্যা পার শিল্পী কাইনি ওয়েস্ট জুটি। করলেনও তা। কিন্তু তাদের মনোবাঞ্ছা অন্য, প্রথম বিবাহ বার্ষিক উপলক্ষে পরস্পর টুইটারে নিজেদের স্বপ্নের কথা বললেন। একসাথে সারা জীবন ঘর করার স্বপ্ন! তারকাদের মধ্যে এমনিতে যেখানে বিবাহ বিচ্ছেদের এত রমরমা, সেখানে কিম-কাইনির মতো মেগা সেলেব্রিটিদের বিবাহবার্ষিকী একটা গরম খবর বটে! চলতি মাসের ২৪ তারিখে বিয়ের এক বছরপূর্তিও করে ফেললেন তারা। বস্ত্তত , কিমও এই 'সাফল্য 'য় বেশ খুশি। পরস্পর স্বপ্নে বিভোর তারা। এ সম্পর্কে কিমের স্বামী কাইনি ওয়েস্ট টুইট করে বলেন, আমি আমার স্বপ্নের নারীকে পেয়ে অভিভূত! আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার সাথে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। স্বামী ওয়েস্টের এমন টুইটের পর তিমও একটি ফিরতি টুইট করে একই মনোবাঞ্ছা ব্যক্ত করেন। উল্লেখ্য, গত বছর এই মে মাসে ইতালিতে মহা -ধূমধাম করে হয়েছিল দুই তারকার বিয়ের অনুষ্ঠান৷ তাতে হাজিরও ছিলেন সেলেব্রিটিদের একটা বড় অংশ৷

শিলংয়ে হারিয়ে গেলেন শ্রদ্ধা কাপুর!

Image
MEn || হারিয়ে যাওয়ার জন্য শিলং নিঃসন্দেহে দারুণ সুন্দর জায়গা। হিমালয়ের পাদদেশে সবুজে মোড়া সারি সারি পাহাড় আর সবুজের চাদর বিছানো উপত্যকা। দূরে মেঘের দেশ ফুঁড়ে বরফের টুপি মাথায় দাঁড়িয়ে আছে গুরুগম্ভীর পর্বত চূড়া। এমন দৃশ্যপটে কার না হারিয়ে যেতে ইচ্ছে করবে। মুম্বাইয়ের জনপ্রিয় নায়িকা শ্রদ্ধা কাপুরও তাই হারিয়ে গেলেন শিলংয়ে গিয়ে। কিছুদিন আগেই বলিউডের ‘রক অন’ ছবির সিকুয়েলে অন্যতম প্রধান চরিত্রে অভিনয়ের ডাক পান শ্রদ্ধা কাপুর। অর্জুন রামপাল আর ফারহান আখতার অভিনীত ‘রক অন’ ছবিটি তরুণ প্রজন্মের মধ্যে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। ফলে ছবিটির সিকুয়েল নিয়েও এরইমধ্যে শোরগোল শুরু হয়েছে বিটাউনে। বলিউডের অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।‘রক অন টু’ নামে এই সিকুয়েলের শুটিং হবে শিলংয়ে। সে জন্যই সিনেমা ইউনিটের লোকজনের সঙ্গে শিলংয়ে যান শ্রদ্ধা। লোকেশন বাছাই এবং অন্যান্য টুকিটাকি চূড়ান্ত করার জন্য পরিচালকসহ দলের অনেকেই এখন সেখানে। কিন্তু মহারাষ্ট্রে জন্ম নেওয়া শ্রদ্ধা শিলংয়ের রূপে মুগ্ধ হয়ে আর নিজেকে ধরে রাখতে পারেননি। ‘রক অন টু’ সিনেমার নায়িকা তাই টুইটারে এক বার্তায় লিখেছেন,‘লস্ট ইন শিলং।’

‘হেরা ফেরি’র ৩য় পর্বে আসছে জন আব্রাহাম ও নেহা শর্মা

Image
MEn || বলিউডে সুনীল শেঠী, অক্ষয় কুমার ও পরেশ রাওয়াল অভিনীত জনপ্রিয় কমেডি সিনেমা হেরা ফেরি। জনপ্রিয় এই সিনেমাটির পরের সিক্যুয়াল ফের হেরা ফেরি-তেও একসঙ্গে অভিনয় করে বলিউড মাতিয়েছিলেন এই তিন অভিনেতা। এবার নির্মিত হতে যাচ্ছে সিনেমাটির তৃতীয় পর্ব হেরা ফেরি ৩। নতুন সিক্যুয়ালটিতে সুনীল শেঠী ও পরেশ রাওয়াল যে যার জায়গায় ঠিক আছেন। কিন্তু অক্ষয়ের জায়গায় হেরা ফেরি ৩-তে আসছেন জন আব্রাহাম। এ খবর ইতোমধ্যে অনেকেরই জানা। তবে জনের নায়িকা কে হবেন তা নিয়ে গুঞ্জন চলছিল বলিউডে। শোনা যাচ্ছিল নার্গিস ফাখরি থাকতে পারেন জনের বিপরীতে। সম্প্রতি জানা গেছে, নার্গিস নন, জনের বিপরীতে থাকছেন নেহা শর্মা। নেহা এর আগে ক্রুক সিনেমায় ইমরান হাসমির বিপরীতে অভিনয় করেছেন। ইয়ংগিস্তান সিনেমাতেও ছিলেন তিনি। কেয়া সুপার কুল হ্যায় হাম ও ইয়ামলা পাগলা দিওয়ানা ২-তেও দেখা গেছে তাকে। জন আব্রাহাম, নেহা শর্মা, পরেশ রাওয়াল ও সুনীল শেঠী ছাড়াও হেরা ফেরি ৩-তে থাকছেন কে কে মেনন, অভিষেক বচ্চন। ছবিটি পরিচালনা করছেন নীরজ ভোরা।

এবারের কান উৎসবে সেরা ‘ধীপান’

Image
MEn || প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয় কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১৯৪৬ সাল থেকে প্রতিবছর এই উৎসব পালিত হয়ে আসছে। পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসব কান। গত ১৩ মে এ উৎসবের ৬৮তম আসরের পর্দা উন্মোচন করা হয়। এবং ২৪ মে উৎসবে বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এবারের কান চলচ্চিত্র উৎসবের বিজয়ীদের নাম নিচে দেওয়া হলো : ফিচার ফিল্ম : পাম ডি’অর : ধীপান, জাক অদিয়ার গ্রাঁ প্রি : লাজলো নেমেস, সন অব সাউল শ্রেষ্ঠ পরিচালক পুরস্কার : হউ সি সায়েন, দ্য অ্যাসেসিন শ্রেষ্ঠ চিত্রনাট্য পুরস্কার : মাইকেল ফ্রাঙ্কো, ক্রনিক শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার : ভিনসেন্ট লন্ডন, লা লই দো মারশে শ্রেষ্ঠ অভিনেতা : রুনি মারা (ক্যারল), ইমানুয়েল বারকো (মন রোই) ক্যামেরা ডি’অর : লা টিয়েরা ওয়াই লা সমব্রা, সিজার অগাস্টো আসেভেদো পাম ডি’অর সম্মাননা পুরস্কার : আগনেস ভার্দা জুরি পুরস্কার : ইয়োরগোস লানথিমোস, দ্য লবস্টার পালমে ডি’অর (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র) : ওয়েভস ’৯৮

আলোচিত-সমালোচিত পোশাক কানে আগত তারকাদের

Image
MEn ||  আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কান। দক্ষিণ ফ্র্যান্সের কান নগরীতে ১৯৪৬ সাল থেকে আয়োজিত হচ্ছে উৎসবটি। এবার ছিল এ উৎসবটির ৬৮ তম আসর। পৃথিবীর বিভিন্ন দেশের তারকারা তাদের হাজির হন এ উৎসবে। চলচ্চিত্র উৎসব হলেও মূলত সকলের নজর থাকে অনুষ্ঠানের লালগালিচা এবং তারকাদের নানা রঙের পোশাকের দিকে। তারকারা বর্ণিল পোশাকে হাজির হন কানের লালগালিচায়। নতুন নতুন পোশাকে কোনো কোনো তারকা হন আলোচিত এবং নন্দিত। কিন্তু নিন্দিতও হতে হয় অনেককে। এবারের কান চলচ্চিত্র উৎসবের তারকাদের আলোচিত এবং সমালোচিত কিছু পোশাক নিয়েই আমাদের আজকের রচনা। ঐশ্বরিয়া রাই বচ্চন : এবারের আসর দিয়ে মোট ১৪ বার কান উৎসবের হাজির হন ঐশ্বরিয়া রাই বচ্চন। আর অ্যাশ মানেই যেন বিশেষ কিছু। ভারতীয় অভিনেত্রী হিসেবে তিনিই প্রথম কানের লালগালিচায় হেঁটেছিলেন। কয়েক বার পোশাকের কারণে সমালোচিত হলেও এবার তার রাল্ফ অ্যান্ড রুশো গাউন সবাইকে

নায়ক ও রেসলার ‘দ্য রক’র বিশ^ রেকর্ড

Image
MEn || ‘দ্য রক’ নামে পরিচিত হলিউড তারকা ডুয়াইন জনসন তার নামের সঙ্গে আরো একটি সম্মাননা যুক্ত করলেন। এ তারকা এখন ‘গিনেজ বুক অব ওয়ার্ল্ড’ বইয়ে নাম লেখানো ব্যক্তিদের মধ্যে একজন। সেলফি তুলে রেকর্ড গড়ে ‘গিনেজ বুক অব ওয়ার্ল্ড’ বইয়ে নাম লিখিয়েছেন এ তারকা। মূলত জনপ্রিয় খেলা রেসলিংয়ের মাধ্যমে তারকা খ্যাতি পান এ তারকা। সেখানে বেশ কয়েক বার পেয়েছেন সেরাদের সেরার খেতাব। এ খেলায় দ্য রক নামে পরিচিত তিনি। এরপর সেই খেলা ছেড়ে অভিনয়ে নিয়মিত হন ডুয়াইন জনসন। অভিনয়েও প্রশংসিত হয়েছেন তিনি। সম্প্রতি লন্ডনের ওডেয়ন লেইসেস্টার স্কয়ারে এ অভিনেতা তার সান আন্দ্রেস সিনেমার একটি বিশেষ প্রদর্শনীতে হাজির হন। সেখানে মাত্র তিন মিনিটে ১০০ টির বেশি ছবি তুলে বিশ্বরেকর্ড গড়েন এ অভিনেতা। এত দ্রুত সত্ত্বেও অস্পষ্ট কোনো ছবি তোলেননি ডুয়াইন। মোট ১০৫টি ছবি তোলেন তিনি। অবশ্য কিছু ছবি বাদও পড়েছে। কিন্তু আগের রেকর্ড ঠিকই ভেঙেছেন। নিজের ইন্সটাগ্রামে গিনেজ বুক অব ওয়ার্ল্ডের সার্টিফিকেট পোস্টও করেছেন ‘দ্য রক’। পাশাপাশি তিনি লিখেছেন, ‘আমাকে যাঁরা সাহায্য করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব ছিল না। আমি লন্ডনে এসেছি...

নতুন মিউজিক ভিডিও প্রকাশিত হচ্ছে বেলাল খানের

Image
MEn || শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে কণ্ঠশিল্পী বেলাল খানের দ্বিতীয় একক অ্যালবামের প্রথম মিউজিক ভিডিও। মেলোডি ও হিপহপ ধাচের গানটির শিরোনাম ‘নিশি করি ভোর’। জাহিদ আকবরের লেখা, বেলাল খানের সুর এবং মুশফিক লিটুর সংগীতে মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। মডেল হিসেবে রয়েছেন শাহরিয়ার শোভা ও শান। নতুন মিউজিক ভিডিওতে বেলাল খানকে নতুন রূপে পাওয়া যাবে। এর আগে প্রথম অ্যালবাম ‘আলপনা’র ‘এক মুঠো স্বপ্ন’ গানটি শ্রোতাপ্রিয়তা পেয়েছিল। মিউজিক ভিডিও সম্পর্কে বেলাল খান বলেন, ‘একেবারে নতুন রূপে এই ভিডিওতে দর্শক-শ্রোতারা খুঁজে পাবেন আমাকে। মেলোডি প্রধান গানটিতে কথা ও সুরের পাশাপাশি ভিডিওতেও রয়েছে ভিন্নতা। ঢাকা এবং ঢাকার আশেপাশের বিভিন্ন লোকেশনে এর চিত্রধারণ করা হয়েছে। ভিডিওটিতে ভিএফএক্স এর কাজও করা হয়েছে।’ উল্লেখ্য, বেলাল খানের ‘পাগল তোর জন্যরে’, ‘ভালোবাসি হয়নি বলা’, ‘সোনাপাখি’, ‘ইস্টিশন’, ‘এক মুঠো স্বপ্ন’ গানগুলো শ্রোতাপ্রিয়তার শীর্ষে রয়েছে।

চিত্রনায়িকা শায়নার দ্বিতীয় সম্পন্ন!

Image
MEn || বিয়ে নিয়ে লুকোচুরি, তারকাদের জন্যে নতুন কিছু নয়। সেই ধারাবাহিকতায় এই তালিকায় যুক্ত হলো আলোচিত মডেল ও অভিনেত্রী শায়না আমিনের নাম। তিনি দ্বিতীয় বিয়ে করেছেন বলে খবর রটেছে। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, সম্প্রতি লন্ডনে গিয়ে মাসুদ রানা নামে এক বাংলাদেশিকে বিয়ে করেছেন তিনি। এর আগে ২০১১ সালে আসাদুজ্জামান সেতু নামের একজনের সঙ্গে বিয়ে হয় শায়নার। কিন্তু বিয়ের ৩ বছরের মাথায় সেই সংসারের ইতি টানেন তিনি। গেল বছরের শেষ দিকে হঠাৎ করেই মিডিয়াতে শায়নার দুঃসময় শুরু হয়। ফলে চলচ্চিত্র, নাটক কিংবা মিউজিক ভিডিওতেও তার উপস্থিতি ছিলো না বললেই চলে। এ সময় তিনি পরিবার নিয়ে ব্যস্ত আছেন বলেও বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর বের হয়। তারপর হঠাৎ করেই চলতি বছরের এপ্রিলে যুক্তরাজ্যে পাড়ি জমান শায়না। এদিকে যুক্তরাজ্য থেকে প্রবাসী বাংলাদেশিদের অনেকে জানান, মাসুদ রানা নামে এক বাংলাদেশিকে বিয়ে করে সেখানেই সংসার করছেন শায়না আমিন। উল্লেখ্য, ২০০৬ সালে বদরুল আনাম সৌদের ‘ক্রস কানেকশন’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় ক্যারিয়ার শুরু করেন শায়না। এরপর বেশকিছু বিজ্ঞাপন ও নাটকে কাজ করেন। তবে ২০১১ সালে ‘এক জীবন’ শিরোনামের একটি মিউজিক ভিডিও...

কন্ঠশিল্পী এলিটটের একক অ্যালবাম প্রকাশিত

Image
MEn || বারো বছরের ক্যারিয়ারে কণ্ঠশিল্পী এলিটার ছিলো না কোনো একক অ্যালবাম। অবশেষে গত ২৪ মে প্রকাশিত হল এলিটার প্রথম একক অ্যালবাম ‘এলিটা’। এ উপলক্ষে রাজধানীর ডেইলি স্টার ভবনে আয়োজন করা হয়েছিল প্রকাশনা অনুষ্ঠানের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং সংগীতপরিচালক বাপ্পা মজুমদার সহ মিডিয়াঙ্গনের আরও অনেকে। ১০ টি গান দিয়ে সাজানো হয়েছে এলিটার প্রথম একক অ্যালবামটি। অ্যালবামের গানগুলোর সংগীতপরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির, অদিত, সন্ধি এবং শাকের। অ্যালবামে গান লিখেছেন রবিউল ইসলাম জীবন, ফুয়াদ, সন্ধি প্রমুখ। অ্যালবামে কোনো দ্বৈত গান রাখা হয়নি। জেরেনা এন্টারটেইনমেন্টের ব্যানারে অডিও সিডির পাশাপাশি অ্যালবামটি অনলাইনেও প্রকাশ করা হয়েছে। আগামি ২৫ মে থেকে অ্যালবামটি সারাদেশে পাওয়া যাবে।

ওদের’ ধ্যান-ধারণায় ও অনুভূতিতে নজরুল

Image
MEn || গতকাল  সোমবার জাতীয় কবি কাজি নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে । এ নিয়ে নিজেদের অনুভূতির কথা জানালেন সঙ্গীতশিল্পী ফাতেমা-তুজ-জোহরা ও ফেরদৌস আরা। নজরুল সম্পর্কে যা বললেন এই দুই গুণি শিল্পী। ফেরদৌস আরা : নজরুলসঙ্গীতের চর্চা নিয়ে আমার কোনো শুরু নেই। ছোটবেলা থেকেই আমি গান গাইতাম। একপর্যায়ে অবচেতন মনেই কিছু সুর আমাকে বেশি টানত। বড় হয়ে জানতে পারলাম, আমি যে গান গাই, সেগুলো আসলে নজরুলের। এভাবে একটা অমোঘ আকর্ষণ ও অবচেতনভাবে নজরুলের গানের সঙ্গে নিজেকে বেঁধে ফেলেছি। আর এখনো সেই নজরুলকে নিয়েই কাজ করে চলেছি। জীবনের এতটা সময় নজরুলসঙ্গীতের মধ্য দিয়ে কাটিয়ে দেয়ার একটা কারণও আছে। তার গানের সুর, লয়, তাল ও ছন্দের যে বৈচিত্র্য, সেটা আসলেই প্রচ- শক্তিশালী। এ বৈচিত্র্যই আমাকে

চলচ্চিত্র নায়ক মিঠুন আর নেই

Image
MEn || বাংলাদেশের প্রখ্যাত চিত্রনায়ক আবুল কাসেম মিঠুন আর নেই। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ২টায় মারা গেছেন। ইন্না লিল্লাহিৃরাজিউন। শেখ মিঠুনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বন্ধু তরুণ কবি আফসার নিজাম। তিনি জানান, কলকাতার কুটরি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিঠুন মারা গেছেন। মৃত্যুকালে শেখ মিঠুন স্ত্রী, মেয়ে, মা ও ভাইসহ অসংখ্য ভক্ত-গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরার দরগাপুর গ্রামে। রাজধানী ঢাকার আদাবরে পরিবারসহ ভাড়া থাকতেন মিঠুন। কবি আফসার জানান, শেখ আবুল কাশেম মিঠুন কিছুদিন যাবৎ কিডনি ও হৃদরোগে ভুগছিলেন। গত ১১ মে অসুস্থ মা হাফেজা খাতুনকে দেখতে তিনি খুলনায় যান। পর দিন থেকে অসুস্থ হয়ে

সত্তরের দশকটি ছিলো আমার জন্য দুর্বিষহ: আল-পাচিনো

Image
MEn || ৭০’এর দশকটি নিজের জন্য দুর্বিষহ ছিলো বলে মন্তব্য করেছেন হলিউডের ‘গড ফাদার’ খ্যাত অভিনেতা আল-পাচিনো। ‘গড ফাদার’ চলচ্চিত্রে অসাধারণ অভিনয় করে কিংবদন্তি বনে যাওয়া এই হলিউডি অভিনেতা নিজের অতীত সম্পর্কে ডেইলি মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সত্তুরের দশকটি আমি ভুলেও মনে করতে চাই না। ওই সময়টায় আমি ঘোরতর

হট হয়েও ফ্লপ যে নায়িকারা

Image
MEn || সাফল্য পেতে নিজের শরীর মেলে ধরতে পিছপা হননি তাঁরা। কিন্তু আসে নি সাফল্য। বৃথা গিয়েছে তাঁদের চেষ্টা। আজ আমারা চোখ রাখব সেই সব অসফল সেলেব কাহিনির দিকে। যাদের শরীরি আবেদন পর্দায় ঝড় তুললেও দাগ কাটানি দর্শক মনে। সোনালি রাউত: ‘এক্সপোজ’ ছবিতে একটি দৃশ্য শোরগোল ফেলেছিল সোনালী রাউত। যেখানে রাউত উত্তেজক ভঙ্গিমায় শাড়ি পড়েছিলেন। এই ছবিতে ছিলেন হিমেশ রেশমিয়া। বীণা মালিক: টেলিভিশনের পর্দায় বেশ জনপ্রিয় নাম বীনা মালিক। কিন্তু বলিউডে তিনি তেমন কোনও ছাপ রাখতে পারেননি। ‘মুম্বই ১২৫ কিমি’ সিনেমায় বেশ কয়েকটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছিলেন। ইন্দ্রা বর্মা: ‘কামসূত্র’-এ অভিনয় করে ছিলেন ফাটিয়ে। তবে চরিত্রের প্রয়োজনে

ডায়েট করে মৃত্যুর মুখে মডেল

Image
MEn || আপনি কি ডায়েট করছেন? তা হলে বলি রাখি সাবধান! অচিরে আপনার শরীরে বাসা বাঁধতে পারে মারণ-ব্যাধি অ্যানোরেক্সিয়া। যার শিকার আজ বছর ৩৭-এর মডেল রাচায়েল ফারক। জিরো ফিগার হতে গিয়ে আজ তিনি মাত্র ১৮ কেজি। যেন এক জীবন্ত কঙ্কাল। ধীরে ধীরে ঢোলে পড়ছেন মৃত্যুর কোলে। তবে জীবনের শেষ আশা ছাড়তে চান না রাচায়েল সোশ্যাল মিডিয়ায় তাঁর শেষ আর্তি, “ আমি বেঁচে থাকতে চাই। আমাকে সাহায্য কর”। স্টেজ মাতানোর নেশায় শরীরে সব মেদ ঝেড়ে

এক ঢিলে দুই পাখি মারলেন পরীমনি

Image
MEn || এক ঢিলে দুই পাখি মারতে ওস্তাদ চিত্রতারকারা, তার প্রমাণ দিলেন পরীমণি। শনিবার সন্ধ্যায় আইপিএল এর খেলা দেখার উদ্দেশ্যে ভারতে পাড়ি জমিয়েছেন পরীমণি। কিন্তু খোঁজ নিয়ে জানা যায়, খেলার পাশাপাশি একটি বিজ্ঞাপন চিত্রের শুটিংয়েও অংশ নিবেন এই নায়িকা। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর বের হয়, স্যান্ডালিনা সাবানের বিজ্ঞাপনে মডেল হিসেবে হাজির হচ্ছেন পরীমণি। জয় আহসানের জায়গায়, এই নায়িকাকে দেখা যাওয়ার কথা। সংবাদে এও দাবি করা হয় যে, চলতি মাসের শেষ সপ্তাহে বিজ্ঞাপনটির শুটিং এ

গোপনে বিয়ে সারলেন সিদ্ধার্থ-আলিয়া

Image
MEn || সম্প্রতি সবার গোপনে নিজেরদের বিয়ে সেরে ফেরলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও অভিনেত্রী আলিয়া ভাট। ‘রিয়েল’ লাইফে না হলেও ‘রিল’ লাইফে বর-কনের বেশে একটি বিজ্ঞাপনের ফটোশুট করেছেন এ ২ বলিউড তারকা। আর সেই ছবি ঘিরেই তৈরি হয়েছে গুজব। তাদের সম্পর্ক নিয়ে বলিউডে কান পাতলেই শোনা যায় গুঞ্জন। মাঝে মধ্যেই ডেটিং করেন তারা। এহেন প্রেমের সম্পর্ক আরো উস্কে দিল কোকাকোলার এ বিজ্ঞাপনটি। এ বিজ্ঞাপনে নবদম্পতির ভূমিকায় দেখা গেছে আলিয়া-সিদ্ধার্থকে। বিজ্ঞাপনটিতে মিষ্টি প্রেমের গল্প আনন্দ দেবে আপনাকেও।

জাজের ‘তালাশ-দি ক্রাইসিস’-এ বিপাশা

Image
MEn || মাহিয়া মাহির পরিবর্তে এবার জাজ টেনে নিচ্ছেন আইটেম গার্ল বিপাশা কবীরকে। সম্প্রতি জাজ তাদের নতুন চলচ্চিত্র ‘তালাশ-দি ক্রাইসিস’-এ নায়িকা চরিত্রে নিচ্ছেন এই আইটেম গার্লকে। জাজ’র কর্ণধার আবদুল আজিজ বিপাশার জন্মদিনে ‘উপহার’ হিসেবে ‘তালাশ-দি ক্রাইসিস’ নামের সিনেমায় অভিনয় করার প্রস্তাব দেন।  এটি পরিচালনা করবেন ‘দেশা’ খ্যাত নির্মাতা সৈকত নাসির। আব্দুল আজিজ জানান, বিপাশা কবীর সময়ের প্রতিশ্রুতিশীল অভিনেত্রী। চলচ্চিত্রে তার বেশ দর্শক চাহিদা আছে। তা ছাড়া বিপাশা তার বোনের মতো। তারা একে অপরের সুখ-দঃখের সাথী। জাজের নতুন সিনেমায় বিপাশাকে পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে দেখতে পাবেন দর্শক। সৈকত নাসির জানান, ‘তালাশ-দি ক্রাইসিস’ সিনেমার শুটিং শুরু হবে এ মাসেই। চলচ্চিত্রটিতে নায়িকা হিসেবে বিপাশাকে চূড়ান্ত করা হয়েছে। নায়ক ও অন্যান্য ভূমিকায় কারা অভিনয় করবেন তা অচিরেই জানানো হবে। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে আসেন বিপাশা। কয়েকটি আইটেম গানে নেচেছেন তিনি। বিপাশা প্রথমবার নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন সায়মন তারিকের পরিচালনায় ‘গুন্ডামি’ সিনেমায়। এতে তার সহশিল্পী শাহরিয়াজ। ...

আত্মহত্যার চেষ্টা বরুনের!

Image
MEn || প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন, একটি ওয়েব সাইটের এমন সংবাদ প্রকাশে বেজায় চটেছেন বলিউডের অন্যতম হার্টথ্রব অভিনেতা বরুণ ধাওয়ান। সব সময় প্রানবন্ত এবং হাসিখুশি দেখা গেলেও একটি সংবাদে সম্প্রতি বেজায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাদলাপুর’-এর অন্যতম জনিপ্রয় অভিনেতা বরুণ ধাওয়ান। জানা গেছে, কয়েকদিন আগে একটা ওয়েবসাইটে তাকে নিয়ে মিথ্যা সংবাদ ছেপেছিলো একটি ওয়েব সাইট। সংবাদের ওই প্রতিবেদনে বরুণ সম্পর্কে লিখে যে, সে নাকি একবার আত্মহত্যা করতে গিয়েছিলেন। বরুণের এখনকার গার্ল ফ্রেন্ডূ নাতাশা দালালূ নাকি তাকে প্রথমে প্রত্যাখ্যান করেন, তার প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেন। আর তা সহ্য করতে না পেরে বরুণ নিজের হাত কেটে আত্মহত্যা করার চেষ্টা করেন। প্রকাশিত সংবাদটি চোখে পড়া মাত্রই বরুণ ট্ইুটারে জানান, তার সম্বন্ধে সব ভুল ও মিথ্যে তথ্য ছেপেছে ওই ওয়েব সাইট। তাই সাথে সাথেই টুইট করেন বরুণ। তিনি বলেন, ‘আমার সম্বন্ধে একটা ভিত্তিহীন প্রতিবেদন একটা ওয়েবসাইটে বেরিয়েছে। ওটা পড়ে জানতে পারলাম আমি নাকি একটা মেয়ের জন্য একবার আত্মহত্যা করতে গিয়েছিলাম। এর পুরোটাই ভুল তথ্য, মিথ্যে। আমি কোনো দিন আত্মহত্যার...

অমিতাভের উপর গ্যাংস্টারদের হামলা!

Image
MEn || এবার বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চননের উপর গ্যাংস্টরদের হামলা হলো। গোরেগাঁওয়ের ফিল্মসিটিতে ২২ মে অমিতাভ তার একটি ছবির শুটিং করছিলেন। আর সে সময় শুটিং স্পটে গুলি চালায় মোটরসাইকেল আরোহী দুই দুষ্কৃতিকারী। জানা গেছে, খুব কাছাকাছি গুলি করা হয়েছিল অমিতাভের। তবে বিগ-বি নিরাপদেই রয়েছেন। দুষ্কৃতিকারীদের গুলিতে ফিল্মসিটির নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনা সম্পর্কে বিগ বি তার টুইটারে লিখেছেন, তার শুটিং স্পটের মাত্র ২০ ফুট দূরে গুলি চলেছে দুষ্কৃতিকারীরা। ‘গ্যাং ওয়ারে’ একজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছেন, মুম্বাইয়ের এই জনপ্রিয় শুটিং স্পটে বেলা ২টার দিকে গুলি চলে। শিবসেনা ফিল্ম শাখার পদাধিকারী তথা নিরাপত্তা এজেন্সির মালিক রাজু সিন্ধে এক গাছের নিচে চেয়ারে বসে ছিলেন। দুই দুষ্কৃতিকারী মোটরসাইকেলে করে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির শব্দ শুনে অন্য নিরাপত্তারক্ষীরা তাদের তাড়া করেন। তারা মোটরসাইকেল রেখে পাশের জঙ্গল দিয়ে পালিয়ে যায়। মুম্বাইয়ের অতিরিক্ত পুলিশ কমিশনার ফতে সিং পাটিল জানিয়েছেন, আহত সিন্ধিকে নানাবতী হাসপাতালে পাঠানো হয়েছে। তার পেটে দুটি এবং ডান হাতে একটি ...

একসঙ্গে কাজ করবেন সালমান-স্ট্যালন

Image
MEn || হলিউড সুপারস্টার সিলভেস্টার স্ট্যালন, সালমান খানকে ধন্যবাদ জানিয়েছেন টুইটারে তাঁর উচ্ছ্বসিত প্রশংসা করার জন্যে। শুধু ধন্যবাদই জানাননি, একসঙ্গে সালমানের সঙ্গে কাজ করার ব্যাপারেও ইচ্ছে প্রকাশ করেছেন এ অভিনেতা। তিনি জানিয়েছেন, আমরা একসঙ্গে যেকোনও একটা অ্যাকশন ছবিতে কাজ করতেই পারি। তাঁর প্রস্তাব রয়েছে ‘দ্য এক্সপ্যান্ডেবলে’র নয়া সিক্যুয়েলে একসঙ্গে কাজ করার ব্যাপারে। সম্প্রতি সালমান টুইটারে লিখেছিলেন, হলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন হলেন ‘হিরো অফ ইওর হিরো’।

আমির খানের স্বাস্থ্য নিয়ে ভয়ে তার স্ত্রী ও মা!

Image
MEn || আমির খান বলিউডের এমন একজন অভিনেতা, যিনি সিনেমায় চরিত্রের প্রয়োজনে কখনো নিজের ওজন বাড়িয়ে ফেলেন, আবার কখেনো বা ওজন একেবারে কমিয়ে দেন। আমির খানের স্বাস্থ্যের এমন ওঠানামায় দারুণ শঙ্কিত তার মা ও স্ত্রী। জানা গেছে, আসন্ন সিনেমা ‘দঙ্গল’-এ চরিত্রের প্রয়োজনে ফের স্বাস্থ্য বাড়াচ্ছেন মিস্টার পারফেকশনিস্ট। যেখানে তাকে একজন রেস্লার (কুস্তিগির) হিসেবে দেখা যাবে। আর এরজন্য তিনি নিজের ওজন বাড়িয়ে ৯৫ কেজিতে উঠিয়েছেন। এ সম্পর্কে আমির খান বলেন, বর্তমানে আমার ওজন ৯৫ কেজি। এটা দঙ্গলের চরিত্রের জন্য যথেষ্ঠ। কিন্তু ওজন বাড়ানোয় আমার মা ও স্ত্রী দারুণ শঙ্কিত। তারা ভাবছে, আমি আমার শরীর নিয়ে তাচ্ছিল্য করছি। এমনকি আমিও তাই ভাবছি! তবে আমির খান বলেন, দঙ্গল সিনেমার শ্যুটিং চলবে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত, তারপর ঠিকই আমি ওজন কমিয়ে আগের অবস্থায় ফিরে যাবো। একেবারে ‘পিকে’ সিনেমায় দর্শক আমাকে যেভাবে দেখেছে।

একসঙ্গে জাহিদ-টুসি

Image
MEn ||  এ পর্যন্ত অনেক অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী দিলরুবা টুসি। তারই ধারাবাহিকতায় এবার তিনি জাহিদ হাসানের সঙ্গে কাজ করলেন। এটি একটি খ- নাটক। ‘আমরা আপনাকে ভালোবাসি’ শিরোনামের নাটকটি আসন্ন ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে। এটি পরিচালনা করেছেন মুজিবুল হক খোকন। জানা গেছে, রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় নাটকটির দৃশ্যধারনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এ প্রসঙ্গে টুসি বলেন, জাহিদ ভাইয়ের সাথে বেশকিছু নাটকে কাজ করা হলো এবার। তার সঙ্গে কাজ করতে বেশ ভালোলাগে। আশা করছি, এবারের ঈদে এই টেলিছবিটি দর্শকরা পছন্দ করবেন। এছাড়া, টুসি জাহিদ হাসানের সঙ্গে বর্তমানে উত্তরায় তারেক মিয়াজীর ‘চান্দু মিয়ার ঢাকা সফর’ নামেও একটি নাটকে কাজ করছেন। এ ছাড়া আরএফএলের নতুন একটি টিভিসিসহ ‘ওয়ানওয়ে’ নামে একটি ধারাবাহিকেও অভিনয় করেছেন টুসি।

মৌসুমীর চমক

Image
MEn ||  নতুন চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমি হামিদ। কারণ আগামি আগস্ট মাসেই তার নতুন দুটি ছবি মুক্তির আলো দেখবে। এ সিনেমাদুটিতে মৌসুমীকে দর্শকরা নতুন রুপো আবিষ্কার করবে। ছবি দুটি হচ্ছে সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাকমানি’ এবং অনন্য মামুনের ‘ব্ল্যাকমেইল’। আগস্টের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে এ তারকার দুই ছবি। সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাকমানি’ এরইমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে। ২৯ মে ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছে ছিল প্রযোজনা প্রতিষ্ঠানের। কিন্তু সিদ্ধান্ত বদলানো হয়েছে। ৭ আগস্ট মুক্তি পাচ্ছে এ ছবিটি। এ ছবিতে মৌসুমি হামিদের পাশাপাশি অভিনয় করেছেন সায়মন সাদিক, কেয়া, মিশা সওদাগর, সাদেক বাচ্চু, রেহানা জলি, রেবেকা, আফজাল শরীফ এবং চিত্রনায়ক রুবেল। অন্যদিকে, ‘ব্ল্যাকমেইল’ ছবিরও কাজ শেষ করেছেন মৌসুমী। আগামি ১৪ আগস্ট ছবিটির মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা। ১০ মার্চ সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ছবিটি।ছবিতে মৌসুমি হামিদ ছাড়াও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ববি, মিশা সওদাগরসহ অনেকে। এই দুটি ছবি নিয়ে মৌসুমি হামিদ বলেন, দুই ছবিতে দুই ধরনের চম...

সানার গ্র্যান্ড মাস্তি

Image
MEn || বলিউডের প্রাপ্ত বয়স্ক ছবি ‘গ্র্যান্ড মাস্তি’র সিক্যুয়াল ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’তে অভিনয় করবেন বিগ বস ও ফিয়ার ফ্যাক্টর খ্যাত হট অভিনেত্রী সানা খান। তবে এ অভিজ্ঞাতাটা সানার জন্য নতুন নয়। এর আগেও তিনি ২০০৫ সালে কম বাজেটের একটি প্রাপ্তবয়স্ক ছবিতে অভিনয় করেছেন। এরপর অবশ্য স্রোতে গা ভাসাননি। কাজ করেছেন বেশ কিছু টিভি সিরিয়াল ও বিজ্ঞাপন চিত্রে। এ পর্যন্ত ৫০টিরও বেশি বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। বিগ বসে সুযোগ পান ২০১২ সালে। অভিনয় করেছেন একাধিক তামিল ছবিতে। আর বলিউডের ছবি সর্বশেষ দেখা গিয়েছিল সালমানের ‘জয় হো’তে। বিতর্ক ও আছে এই তারকাকে ঘিরে। এ পর্যন্ত দুবার গ্রেপ্তার হতে হয়েছিল সানাকে। দুবারই অবশ্য জামিনে ছাড়া পান।

কফি শপ উদ্বোধন করলেন অনন্ত-বর্ষা

Image
MEn || ঢালিউডের আলোচিত জুটি অনন্ত জলিল ও তার স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা উদ্বোধন করলেন আমেরিকার ওহাইওর বিখ্যাত কফি ব্র্যান্ড ক্রিমসন কাপ কফির বাংলাদেশি ফ্রানচাইজি কলম্বাস কফি শপ। কফি শপটি বনানীর ১১ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির দোতলায় উদ্বোধন করেন তারা। ২২ মে বিকেলে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা গাজী মাজহারুল আনোয়ার, সংগীতশিল্পী দিঠি আনোয়ার, ক্রিকেটার আশরাফুল সহ অনেকেই। কলম্বাস কফির স্বাদ নিতে নিতে চিত্রনায়ক অনন্ত জলিল বলেন, কফির প্রতি আমার ও বর্ষার আলাদা একটা দুর্বলতা আছে। বিশ্বের যে দেশেই যাই কফির স্বাদ নিয়ে আসি। ক্রিমসন কাপ কফির সঙ্গে আমার আগে থেকেই পরিচয় ও স্বাধ নেবার অভিজ্ঞতা আছে। আশা করছি বাংলাদেশের কলম্বাস কফি শপে ক্রিমসনের কফির স্বাদটা বজায় থাকবে। পরে অনন্ত-বর্ষা মিলে পুরো কফি শপটি ঘুরে দেখেন, সেলফি তোলেন এবং কফি গ্রহনকারীদের সঙ্গে কথা বলেন।

নাটকে পদার্পন মডেল তিশার

Image
MEn || সকাল আহমেদ পরিচালিত ‘কাপল’ নাটকে স¤প্রতি অভিনয় করলেন তানজিন তিশা ও নাঈম। এটি রচনা করেছেন ওয়াহিদ ইবনে রেজা। কক্সবাজারে হানিমুনে এসেছে সদ্যবিবাহিত দুই দম্পতি জাবির-কুমকুম এবং তৌহিদ-উর্মি। জাবির ও কুমকুম যেমন রোমান্টিক, তৌহিদ ও উর্মি ঠিক তার বিপরীত। উর্মি সারাÿণ তৌহিদের সঙ্গে মেজাজ দেখায়। অন্যদিকে কুমকুম জাবিরের প্রতি খুবই যতœশীল। তাদের সাথে যুক্ত হয় এক গাইড দম্পতি। এইসব দম্পতিদের নানা কর্মকাÐ আর ঘটন-অঘটন নিয়ে এগিয়ে যায় নাটকের গল্প। নাটকে আরও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও শখ। ২২ মে, শুক্রবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।

৭৭ বছর বয়সের তরুণীর আগমন ৬৮তম কান চলচ্চিত্র উৎসব

Image
MEn || বয়স গুনে গুনে ৭৭। সত্যি কথা বলতে গেলে, আমাদের দাদি-নানিদের বয়স। কিন্তু এই বয়সেও মানুষ এমন মোহনীয় থাকেন কী করে? মুখে বলিরেখা দৃশ্যমান। কিন্তু সোনালী চুল আর ধূসর সবুজ চোখ এখনো যথেষ্ট উজ্জ্বল। গলার বড়সড় সোনালী নেকলেসটা হয়তো গলার ভাঁজ লুকানোর জন্যই। তাঁর ব্যক্তিত্ব আর সদর্প উপস্থিতির কাছে সেসব তুচ্ছ। ঝকমকে নীল গাউনে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। এরইমধ্যে তিনি ঢুকে পড়েছেন লালগালিচার সেরা পোশাক পরিহিতাদের বিবিধ তালিকায়ও। অবাক কাÐ তো বটেই। এই বয়সে এমন উজ্জ্বলই বা থাকা যায় কীভাবে? যৌবন বা তারুণ্য মানে তাঁর কাছে আসলে কী? জেন ফন্ডাকে জিজ্ঞেস করা হয়েছিল। জবাবে দুবারের অস্কার বিজয়ী হলিউড কিংবদন্তি বলেন, মানুষ তখনই বুড়ো হয়, যখন সে তার জীবনের মানে হারিয়ে ফেলে। তার জীবনে “প্যাশন” বা তাড়না বলতে কিছু থাকে না। আমার মনে হয়, এখনো আমি যথেষ্ট প্যাশনেট। আর আমি কাজ করে যেতে চাই। একসময় হলিউড সিনেমা দুনিয়ায় দাপিয়ে বেড়িয়েছেন অভিনয়প্রতিভা আর ব্যক্তিত্বের শক্তিতে। জেন ফন্ডা এখনো এমন এক হলিউড মহাতারকার নাম, যিনি মাতিয়ে দিতে পারেন যেকোনো উৎসব। কান উৎসবেও হয়েছে তাই। তাঁর বিখ্যাত ছবির মধ্যে আছে বারবারেলা, পিরিয়ড ...

‘ফাঁদ’ নাটকে জুটিবদ্ধ মোশারফ করিম-ফারিয়া

Image
MEn || প্রথমবারের মতো ফারিয়ার ফাঁদে ধরা পড়েছেন মোশাররফ করিম। তবে তা বা¯Íবে নয়, ‘ফাঁদ’ শিরোনামে ছয় পর্বের একটি ধারাবাহিক নাটকে। ঈদের জন্য নির্মিত নাটকটিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন এই দুই তারকা। নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা তুহিন হোসেন বলেন, নাটকের চরিত্রে মোশাররফ করিম বরিশালের মানুষ। ঘটনাচক্রে ঢাকায় আসে সে। কিন্তু ঢাকায় পা রাখার পর থেকেই বিভিন্ন রকম ফাঁদে পড়তে থাকে। একপর্যায়ে ফারিয়ার ফাঁদেও ধরা পড়ে। তিনি আরো বলেন, নাটকটি মোশাররফ-ফারিয়া জুটির প্রথম কাজ। তা ছাড়া এই নাটকে একসঙ্গে এমন অনেক অভিনেতা রয়েছেন যাঁরা মজার মানুষ

আবার আদালতে সালমান খান

Image
 MEn || শিরোনাম পড়েই সালমানভক্তরা হয়তো ভাবছেন, হায় হায় আবার কি হলো আমাদের প্রিয় তারকার? না না, ভয় পাওয়ার কিছুই নেই। এবার কোনো অপরাধ করে আদালতে যেতে হয়নি বলিউড অভিনেতা সালমান খানকে। গাড়িচাপা দিয়ে মানুষ হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় ৬ মে পাঁচ বছরের কারাদÐ পেয়েছেন বলিউডের অভিনেতা সালমান। তবে এখন পর্যন্ত জেলের চার দেয়ালের ভেতর যেতে হয়নি তাকে। জামিনে মুক্তি পেয়ে এখন ব্য¯Í সময় পার করছেন কাশ্মিরে তার নতুন ছবি ‘বজরঙ্গি ভাইজান’ এর শুটিং নিয়ে।কাশ্মীরে কয়েকদিন শ্যুটিং করার পর এবার দুবাই যেতে চান। কিন্তু দেশ ছাড়ার

শাকিব খান চিকিৎসার জন্য সিঙ্গাপুরে

Image
 MEn || দেশের কিং খান ঈদের আগে এসে অসুস্থ হয়ে গেলেন। এ খবরে বেশকিছু প্রযোজক ও পরিচালক চিন্তায় মাথায় হাত। কারণ ঈদের কাজ শেষ করার আগেই সপ্তাহ দুয়েক ধরে শারীরিকভাবে অনেক অসুস্থ হন শাকিব খান। তবুও অসুস্থতা নিয়ে টানা শুটিং করে যাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নিজের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে হচ্ছে তাকে। জানা যায়, ১৯ মে ‘লাভ ম্যারেজ’ ছবির ডাবিং করার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন শাকিব। সাথে সাথে তাকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডা. সলিমুর রহমানের তত্ত¡াবধানে চিকিৎসা শেষে তাকে বাসা নিয়ে যাওয়া হয়। শাকিব খান যাবার আগে বলেন, ডাক্তারের পরামর্শে শাকিব সিঙ্গাপুর

আজ মুক্তি পাচ্ছে সুমন-প্রসূনের ‘অচেনা হৃদয়’

Image
MEn ||  দুপুর গড়িয়ে বিকাল,অফিসে চলছে অতিথিদের আড্ডা। নির্মাতা এস আই খান, নবাগত নায়ক এবিএম সুমন এবং নায়িকা প্রসূন আজাদ- ‘অচেনা হৃদয়’ ছবির ত্রয়ীর আড্ডায় প্রসঙ্গ পাল্টে যায় ÿণে ÿণে। কারণ শুধু কাজ নয়, কাজের বাইরের আদান প্রদানে সম্পর্কটা আর পেশাগত নেই- বদলে গেছে সহজ বন্ধুত্বে। আজ মুক্তি পাচ্ছে ‘অচেনা হৃদয়’। নির্মাতা এস আই খান পরিচালনায় অভিষেক করলেন ছবিটির মাধ্যমে। নায়ক এবিএম সুমন প্রথমবারের মতো আসছেন দর্শকের সামনে। আর প্রসূন আজাদের মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি ‘সর্বনাশা ইয়াবা’ হলেও প্রথম চুক্তিবদ্ধ ছবি ‘অচেনা হৃদয়’। দর্শক ‘অচেনা হৃদয়’ ছবিটি দেখতে কেন সিনেমা হলে যাবে? প্রশ্নের সঙ্গে সঙ্গেই উত্তর দিতে উন্মুখ তিনজনই। কিন্তু লেডিস ফার্স্ট- তাই

শুভকে নিয়ে সোহানের ‘জেদী’

Image
MEn || নির্ভরশীল পরিচালক সোহানুর রহমান সোহান এবার আরেফিন শুভকে নিয়ে নির্মাণ করছেন ‘জেদী’। গত সোমবার গুলশান লেডিস পার্কে মহরতের মাধ্যমে শুটিং শুরু করেছেন

আজ থেকে সিনেপ্লেক্সে ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’

Image
Add caption MEn || স্টার সিনেপ্লেক্স এবার নিয়ে আসছে প্রখ্যাত নির্মাতা জর্জ মিলারের রোড ওয়ারিয়র ম্যাড ম্যাক্স ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’। আজ থেকে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি প্রদর্শন করা হবে। ম্যাড ম্যাক্সের চরিত্রে এবার অভিনয় করেছেন টম হার্ডি। নতুন এই সিনেমাটিতে দেখা যাবে রহস্যময় এক বিশ্বে পেট্রোল ও পানি সম্পদ নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে খারাপ মানুষদের মধ্যে। অ্যাকশন ও কল্পবিজ্ঞানধর্মী সিনেমায় অনেকদিন পর ফিরলেন পরিচালক জর্জ মিলার। এর আগে ১৯৭৯ সালে অমানবিক সমাজ সাজিয়ে তিনি নির্মাণ করেছিলেন ‘ম্যাড ম্যাক্স’। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ আয়ের এই সিনেমাটি এক দশকের সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্র হিসেবে গিনেস রেকর্ড ধরে রেখেছিল। এই সাফল্যের জের ধরেই নির্মিত হয় ‘ম্যাড ম্যাক্স টু’ (১৯৮১) এবং ‘ম্যাড ম্যাক্স বিয়ন্ড থান্ডারডোম’ (১৯৮৫)। ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ সিনেমাটিতে উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন নিকোলাস হল্ট ও শার্লিজ থেরন।

সাইফকে ফারহানের আইনি নোটিশ

Image
MEn || ভারতীয় নির্মাতা ও অভিনেতা ফারহান আখতার এবং প্রযোজক রিতেশ সিধওয়ানির প্রযোজনা প্রতিষ্ঠানের তরফ থেকে সম্প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে অভিনেতা সাইফ আলি খানকে। তাদের দাবি, রিমা কাগতির একটি সিনেমায় অভিনয়ে

ক্যাটরিনার কথা মনে পড়লো সালমানের

Image
MEn || ভারতীয় অভিনেতা সালমান খান এখন ব্যস্ত তার নতুন সিনেমা 'বাজরাঙ্গি ভাইজান'-এর শুটিং-এ। কাশ্মীরের চলছে সিনেমাটির শুটিং। আর সেখান থেকেই জানালেন, সাবেক প্রেমিকা ক্যাটরিনার কথা মনে পড়ছে তার। মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি ছবি পোস্ট করে সালমান লেখেন, "কাশ্মীর যার দেখা হয়নি, তার জীবনটাই বৃথা। সবাই বলে, পৃথিবীর বুকে যদি স্বর্গ থাকে তা হলে তা এখানেই আছে।" এরপর নিজের একটি ছবির সঙ্গে সালমানের আরেকটি টুইট ছিল, "প্রাকৃতিক সৌন্দর্যে ধনী কাশ্মির মাশাল্লাহৃমাশাল্লাহৃ" কিছুক্ষণ পর তিনি টুইট করেন, "মাশাল্লাহ থেকে মনে পড়ল, ক্যাটরিনা কাইফও কাশ্মীরের মেয়ে।" ২০১২ সালে মুক্তি পাওয়া ‘এক থা টাইগার’ সিনেমায় ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘মাশাল্লাহ মাশাল্লাহ’ গানের তালে নেচেছিলেন সালমান।

ঢাকাইয়া ভাষায় মোশাররফ করিম

Image
MEn || বিভিন্ন চরিত্র এবং বিভিন্ন আঞ্চলিক ভাষায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে অনেক আগেই জায়গা করে নিয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এরই ধারাবাহিকতায় এবার ঢাকাইয়া ভাষায় অভিনয় করলেন তিনি। মুহাম্মদ আবু রাজীনের রচনা ও শেখ সেলিমের পরিচালনায় ঈদের বিশেষ নাটক ‘চাঁদে চন্দ্রবিন্দু নেই’ নাটকে মোশাররফ করিমকে দেখা যাবে ঢাকাইয়া ভাষায়। আর তার সঙ্গে জুটিবদ্ধ হয়ে প্রথমবারের মতো অভিনয় করেছেন আজমেরী আশা। এছাড়াও নাটকে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন উজ্জ্বল মাহমুদ। আসছে ঈদকে সামনে রেখে নাটকটির শুটিং সম্প্রতি কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়িত হয়। নাটকটি প্রযোজনা করেছে পেকাপ প্রোডাকশন।

কক্সবাজারে গিয়ে ট্র্যাপে শ্যামল-অহনা

Image
MEn || আরিয়ান(শ্যামল) ও নিতা (অহনা) বিয়ের পর কক্সবাজারে হানিমুনে যায়। তারা একজন আরেকজনকে খুব ভালবাসে। কিন্তু বিপত্তি ঘটে তখনি, যখন তানভীর নিতাকে অপহরণ করে। হঠাৎ ঘুম থেকে সকালে ওঠে দেখে নিতা আর বিছানায় নেই। এদিকে আরিয়ানের আগের প্রেমিকা সুজানা (আমব্রিন) হোটেলে আসে। শুরু হয় নতুন ঘটনা। এমনই একটি কাহিনি নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ট্র্যাপ’। এটি রচনা ও পরিচালনা করেছেন ইভান রেহান। বর্তমানে কক্সবাজারসহ রাজধানীর বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ চলছে। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয়

প্রথম সন্তানের বাবা হচ্ছেন রিয়াজ

Image
 MEn || প্রথম সন্তানের বাবা হতে চলেছেন জনপ্রিয় নায়ক রিয়াজ। যেকোনো সময় আসবে সুখবর। রিয়াজের স্ত্রী মডেল তিনা এখন স্কয়ার হাসপাতালে ভর্তি। রিয়াজের ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সিঙ্গাপুরে সন্তান জন্ম দেয়ার পরিকল্পনা ছিল রিয়াজ ও তিনার। মধ্য জুনে ছিল সন্তান হওয়ার সম্ভাব্য তারিখ। কিন্তু কিছুটা জটিলতা দেখা দেয়ায় তিনাকে মঙ্গলবার রাতে হাসপাতালে আনা হয়। সম্ভবত এখানেই আসবে সুসংবাদটি। জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ ও মডেল তিনা ভালবেসে বিয়ে করেন ৭ বছর আগে। দীর্ঘ সাত বছর পর

বলিপাড়ার নায়িকাদের পছন্দের গাড়ি

Image
MEn || বলিউডের স্টারদের নিয়ে আমাদের কৌতুহলের শেষ নেই৷ তারা কী খাওয়া দাওয়া করে, কী পোশাক পরে, কী গাড়ি চড়ে সব কিছু আমাদের জানা চাই৷ তাদের লাইফস্টাইল, কোথায় কার সঙ্গে ডেটিং করছে সব কিছু নিয়েই আমাদের জানার কৌতূহল থাকে৷ কিন্তু এটা কী জানেন, বলিউড স্টারদের গাড়ি প্রেমও কম নয়!  তারা সুযোগ পেলেই বেরিয়ে পড়েন তাদের প্রিয় গাড়ির সঙ্গে৷ আজ আমরা আপনাদের জানাব বলিউড নায়িকাদের বাড়ির গ্যারেজে কী গাড়ি রয়েছে এবং সেই গাড়ির দামও বা কত- সোনাক্ষী সিনহা : দাবাং স্টার সোনাক্ষী সিনহা গাড়ি প্রেম কম নয়৷তিনি নিজে ড্রাইভ করতেই ভালোবাসেন বলে জানিয়েছে বেশ কয়েকবার। তার বাড়ির