আজ থেকে সিনেপ্লেক্সে ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’
![]() |
Add caption |
MEn || স্টার সিনেপ্লেক্স এবার নিয়ে আসছে প্রখ্যাত নির্মাতা জর্জ মিলারের রোড ওয়ারিয়র ম্যাড ম্যাক্স ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’। আজ থেকে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি প্রদর্শন করা হবে।
ম্যাড ম্যাক্সের চরিত্রে এবার অভিনয় করেছেন টম হার্ডি। নতুন এই সিনেমাটিতে দেখা যাবে রহস্যময় এক বিশ্বে পেট্রোল ও পানি সম্পদ নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে খারাপ মানুষদের মধ্যে। অ্যাকশন ও কল্পবিজ্ঞানধর্মী সিনেমায় অনেকদিন পর ফিরলেন পরিচালক জর্জ মিলার। এর আগে ১৯৭৯ সালে অমানবিক সমাজ সাজিয়ে তিনি নির্মাণ করেছিলেন ‘ম্যাড ম্যাক্স’। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ আয়ের এই সিনেমাটি এক দশকের সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্র হিসেবে গিনেস রেকর্ড ধরে রেখেছিল। এই সাফল্যের জের ধরেই নির্মিত হয় ‘ম্যাড ম্যাক্স টু’ (১৯৮১) এবং ‘ম্যাড ম্যাক্স বিয়ন্ড থান্ডারডোম’ (১৯৮৫)।
‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ সিনেমাটিতে উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন নিকোলাস হল্ট ও শার্লিজ থেরন।
Comments
Post a Comment