সাইফকে ফারহানের আইনি নোটিশ


MEn || ভারতীয় নির্মাতা ও অভিনেতা ফারহান আখতার এবং প্রযোজক রিতেশ সিধওয়ানির প্রযোজনা প্রতিষ্ঠানের তরফ থেকে সম্প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে অভিনেতা সাইফ আলি খানকে। তাদের দাবি, রিমা কাগতির একটি সিনেমায় অভিনয়ে
চুক্তিবদ্ধ হওয়ার পর তা প্রত্যাখ্যান করলেও সাইনিং মানি আর ফেরত দেননি সাইফ।
এক সূত্রের বরাত দিয়ে ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস বলছে, ফারহানের প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট থেকে পাঠানো ওই নোটিশে সাইফ চুক্তি করার সময়ে যে দুই কোটি রুপি নিয়েছিলেন, তা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। তবে পুরো বিষয়টি এই তারকারা নিজেদের মধ্যেই মীমাংসার চেষ্টা করছেন।
সাইফ আলি খানের ক্যারিয়ার যখন পড়তির দিকে তখন ফারহানের সিনেমা ‘দিল চাহতা হ্যায়’তে অভিনয় করেই নতুন জীবন পেয়েছিলেন তিনি। সিনেমাটি প্রযোজনা করেছিল এক্সেল এন্টারটেইনমেন্টই। এরপর থেকেই হিন্দি নেমার প্রথম সারির অভিনেতাদের কাতারে চলে আসেন সাইফ।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি