আত্মহত্যার চেষ্টা বরুনের!


MEn || প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন, একটি ওয়েব সাইটের এমন সংবাদ প্রকাশে বেজায় চটেছেন বলিউডের অন্যতম হার্টথ্রব অভিনেতা বরুণ ধাওয়ান। সব সময় প্রানবন্ত এবং হাসিখুশি দেখা গেলেও একটি সংবাদে সম্প্রতি বেজায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাদলাপুর’-এর অন্যতম জনিপ্রয় অভিনেতা বরুণ ধাওয়ান।
জানা গেছে, কয়েকদিন আগে একটা ওয়েবসাইটে তাকে নিয়ে মিথ্যা সংবাদ ছেপেছিলো একটি ওয়েব সাইট। সংবাদের ওই প্রতিবেদনে বরুণ সম্পর্কে লিখে যে, সে নাকি একবার আত্মহত্যা করতে গিয়েছিলেন। বরুণের এখনকার গার্ল ফ্রেন্ডূ নাতাশা দালালূ নাকি তাকে প্রথমে প্রত্যাখ্যান করেন, তার প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেন।
আর তা সহ্য করতে না পেরে বরুণ নিজের হাত কেটে আত্মহত্যা করার চেষ্টা করেন। প্রকাশিত সংবাদটি চোখে পড়া মাত্রই বরুণ ট্ইুটারে জানান, তার সম্বন্ধে সব ভুল ও মিথ্যে তথ্য ছেপেছে ওই ওয়েব সাইট। তাই সাথে সাথেই টুইট করেন বরুণ। তিনি বলেন, ‘আমার সম্বন্ধে একটা ভিত্তিহীন প্রতিবেদন একটা ওয়েবসাইটে বেরিয়েছে। ওটা পড়ে জানতে পারলাম আমি নাকি একটা মেয়ের জন্য একবার আত্মহত্যা করতে গিয়েছিলাম। এর পুরোটাই ভুল তথ্য, মিথ্যে। আমি কোনো দিন আত্মহত্যার চেষ্টা করি নি আর ভবিষ্যতেও করব না।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি