Posts

Showing posts from November, 2014

মুক্তি পাচ্ছে ২১ নভেম্বর ‘স্বপ্ন যে তুই’

Image
মুক্তি পাচ্ছে ২১ নভেম্বর ‘স্বপ্ন যে তুই’     বিনোদন: ইমন-আঁচল জুটির প্রথম সিনেমা ‘স্বপ্ন যে তুই’ মুক্তি পাচ্ছে ২১ নভেম্বর। সিনেমাটি মালয়েশিয়া, দুবাই ও বাহরাইনেও মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানালেন এর পরিচালক মনিরুল ইসলাম সোহেল। সিনেমাটি দেশের বাইরে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে ইংরেজি সাবটাইটেলও করা হয়েছে। ইতোমধ্যে মালয়েশিয়ান প্রতিষ্ঠান রেডিয়েন্টের সঙ্গে কথাবার্তা হয়েছে বলে জানান তিনি। তাদের সহযোগিতায় সিনেমাটি মালয়েশিয়ার সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। পরিচালক সোহেল বলেন, ‘পুরো ব্যাপারটি নিভর্র করছে মালয়েশিয়ার সেন্সর বোডের্র ওপর। তারা সেন্সর ছাড়পত্র দেওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে মালয়েশিয়ার কোন অঞ্চলে ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে। রোমান্টিক-কমেডি ধাঁচের সিনেমাতে আরও অভিনয় করছেন মীরাক্কেল খ্যাত তারকা আবু হেনা রনি, জামিল হোসেন ও আনোয়ারুল আলম সজল।

সাইফ-কারিনার বিচ্ছেদ!

Image
সাইফ-কারিনার বিচ্ছেদ!  বিনোদন: সাইফ-কারিনাপাঁচ বছর প্রেম করার পর ২০১২ সালের ১৬ অক্টোবর গাঁটছড়া বাঁধেন পতৌদির নবাব ও বলিউডের অভিনেতা সাইফ আলী খান এবং ‘হিরোইন’ তারকা কারিনা কাপুর খান। এই তো মাত্র গত মাসেই দ্বিতীয় বিবাহবার্ষিকী উদযাপন করেছেন তাঁরা। এখন পর্যন্ত বলিউডের অন্যতম সুখী দম্পতি হিসেবে সাইফ-কারিনার নামই বেশি উচ্চারিত হয়। কিন্তু এরই মধ্যে বিচ্ছেদ? সম্প্রতি ‘সাইফ আলী খানের সঙ্গে কারিনা কাপুরের বিচ্ছেদ’ এই শিরোনামে খবর প্রকাশ করেছে ওয়ান ইন্ডিয়া। অবশ্য এ খবরে সাইফ-কারিনা ভক্তদের আপাতত দুশ্চিন্তার কোনো কারণ নেই। এ বিচ্ছেদ বাস্তবের নয়, হ্যাপি এন্ডিং ছবিতে বিচ্ছেদের দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে এ তারকা দম্পতিকে। সাইফের ইলুমিনাতি ফিল্মসের ব্যানারে নির্মিত হ্যাপি এন্ডিং ছবিটি মুক্তি পাচ্ছে ২১ নভেম্বর। ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে সাইফের সহধর্মিণী কারিনাকে। ছবিতে সাইফের প্রেমিকা চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবির একটি দৃশ্যে দেখা যাবে, কারিনা তাঁর মধ্যমা আঙুল দেখিয়ে সাইফকে ছেড়ে চলে যাচ্ছেন। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া। গত বছর সাইফ প্রযোজিত ও অভিনীত জোম্বি কমেডিধর্ম...

ঐশ্বরিয়ার সাথে কাজ করতে চলেছেন শ্রদ্ধা কাপুরের ভাই!

Image
ঐশ্বরিয়ার সাথে কাজ করতে চলেছেন শ্রদ্ধা কাপুরের ভাই!   বিনোদন: শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধার্থ কাপুর বর্তমানে আনন্দে ভেসে বেড়াচ্ছেন। আর কেনই বা আনন্দিত হবে না বলুন? স্বপ্নের নায়িকার সঙ্গে সিনেমায় চুক্তিবদ্ধ হলেন ২০১৩ সালে ‘শ্যুটআউট অ্যাট ওয়াডলা’ দিয়ে বলিউডে পা রাখা সিদ্ধার্থ কাপুর। তিনি আসলে সঞ্জয় গুপ্তর ‘জসবা’ সিনেমাতে কাজ করছেন। ঐশ্বরিয়া রায়ও এই সিনেমায় অভিনয়ের মাধ্যমে দীর্ঘদিন পর আবার বলিউড সিনেমায় ফিরে আসছেন। তাই স্বপ্নের নায়িকার সঙ্গে কাজ করার প্রস্তাব পাওয়া থেকেই সিদ্ধার্থ এক প্রকার পাগলই হয়ে গেছেন। সিদ্ধাথের্র এই সিনেমাতে কাজ করার কথা পরিচালক ‘মুম্বাই মিরর’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন। সিনেমাতে ঐশ্বরিয়া একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করছেন। অন্যদিকে সিদ্ধার্থ এমন চরিত্রে অভিনয় করছেন যিনি মানসিকভাবে কারও কাছে সাহায্যপ্রার্থী। এছাড়া সিনেমাতে ইরফান খান একজন বহিষ্কৃত পুলিশ কর্মকর্তা এবং তার অধ্যাপিকা মায়ের চরিত্রে অভিনয় করছেন শাবানা আজমী।

টম ক্রুজ-মিরান্ডার খোলামেলা প্রেম

Image
টম ক্রুজ-মিরান্ডার খোলামেলা প্রেম বিনোদন: বিশ্বনন্দিত সুপার মডেল মিরান্ডা কারের প্রেমে মজেছেন হলিউডের গুণী অভিনেতা টম ক্রুজ। তাও আবার খোলামেলা প্রেমে। সাম্প্রতিক সময়ে একাধিকবার ডেটিং করতে দেখা গেছে তাদের। এর আগে হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যানের সঙ্গে প্রেম করে বিয়ের পিঁড়িতে বসেছিলেন টম। কিন্তু সেই বিয়ে বেশি দিন টিকেনি। এরপর অভিনেত্রী কেটি হোমসের সঙ্গে প্রেম করেও বিয়ে করেছিলেন এই হার্টথ্রব অভিনেতা। কিন্তু আনুষ্ঠানিকভাবে ডিভোসের্র মধ্য দিয়ে ২০১২ সালে সেই বিয়ের সমাপ্তি ঘটে। ৫২ বছর বয়সী এই অভিনেতার সঙ্গে মিরান্ডা কারের পরিচয় হয় গত বছরের নভেম্বরে। সেই সময়েই বেশ ভাল বন্ধুত্ব গড়ে ওঠে তাদের মধ্যে। তারপর থেকেই নিয়মিত যোগাযোগ হতে থাকে তাদের। কিন্তু গত এক মাস ধরে অতিমাত্রায় ঘনিষ্ঠ হয়েছেন টম ক্রুজ ও মিরান্ডা। মিরান্ডার ফটোশুটেও এসে মাঝে মধ্যেই হাজির হয়ে যাচ্ছেন এ তারকা। আবার টমের শুটিং স্পটে চলে আসছেন মিরান্ডা। আর তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জনটা শুরু হয় তখন থেকেই। এই গুঞ্জন সম্প্রতি পাখা মেললো এই দুই তারকার বিচ ডেটিংয়ের মধ্য দিয়ে। বিচে ঘনিষ্ঠভাবে পাপারাজ্জিরা তাদের ক্যামেরাবন্দিও করেছেন। এই সময়...

কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র

Image
কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র বিনোদন: কলকাতা চলচ্চিত্র উৎসবে যে ১৮০টি স্বল্পদৈর্ঘ্য ছবি দেখানো হচ্ছে তার মধ্যে মনোনীত হয়েছে বাংলাদেশের একটি। মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে ছবিটি নির্মাণ করেছেন বুলবুল বিশ্বাস। মুহম্মদ জাফর ইকবালের গল্প ‘রতন’ অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে। ২৮ মিনিটের ‘রতন’ নামের এ ছবিটি তৈরি হয়েছে মুক্তিযুদ্ধে বাবা-মা হারানো এক কিশোরকে কেন্দ্র করে। রতনের চরিত্রে অভিনয় করেছে রাসেল। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, রাশেদ মামুন অপু, বীথি, রাজু খান, মুন্নি তালুকদার প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন আশফাক আহমেদ। ছবির গল্পে দেখা যায়, মুক্তিযুদ্ধ চলাকালীন তাঁতিবন্ধ গ্রামে হামলা চালায় পাকিস্তান সেনাবাহিনী। নির্বিচারে গণহত্যা চালায় তারা। দু’জন মুক্তিযোদ্ধা যখন ঐ গ্রামের অবস্থা পর্যবেক্ষণ করতে যায়, তখন তারা রতনকে খুঁজে পান। ১০ বছরের বালক রতনের সামনেই খুন হয়েছে তার বাবা, ধর্ষিত হয়েছে মা। রতনকে যখন মুক্তিবাহিনীর ক্যাম্পে নিয়ে আসা হয় তখন তাকে দেখা হয় বোঝা হিসেবেই। কিন্তু সেই ক্যাম্পের কমান্ডার পাকিস্তানি সেনাদের হাতে ধরা পড়ার পর গেরিলা যুদ্ধে যোগ দেয় সেই...

ম্যাডোনার পোশাক মিলিয়ন ডলারে বিক্রি

Image
ম্যাডোনার পোশাক মিলিয়ন ডলারে বিক্রি  ## ম্যাডোনার কিছু পোশাক এবং সাজসজ্জার সামগ্রী সেলেব্রিটিদের জন্য ডাকা নিলামে ৩ মিলিয়নেরও বেশি ডলারে বিক্রি হয়েছে। এগুলো তিনি তার সমগ্র ক্যারিয়ারে বিভিন্ন গান এবং সিনেমার অনুষ্ঠানে পরেছিলেন। ডেসপারেটলি সিকিং সুজানে পরা একটি জ্যাকেট সর্বোচ্চ ২৫২, ০০০ ডলারে বিক্রি হয়েছে যেখানে ম্যাটেরিয়াল গার্ল গানটিতে পরা একটি গাউন প্রায় ৭৪ হাজার ডলারে বিক্রি হয়েছে। এছাড়াও ক্যালিফোর্নিয়ায় ডাকা নিলামটিতে মাইকেল জ্যাকসন , চের এবং বিটলসের ব্যবহার করা সামগ্রী ছিল। ম্যাডোনা যখন ১৯৮৫ সালে শন পেনকে বিয়ে করেছিলেন সেই বিয়ের পোশাকটি বিক্রি হয় ৮২ হাজার ডলারে যেখানে হুজ দ্যাট গার্ল ট্যুর করার সময় পরা পোশাকটির নিলাম ওঠে ৫০ হাজার ডলার পর্যন্ত। অন্যান্য যেসব সামগ্রী মানুষকে আকর্ষণ করে তার মাঝে জন লেননের ব্যবহার করা চশমাটি ২৫ হাজার ডলারে এবং এলভিস প্রিসলির একটি আংটি প্রায় ৫৮ হাজার ডলারে বিক্রি হয়। দুই দিনের ডাকা এই নিলামে গিটারও বিক্রি হয়েছে। স্টিফেন স্টিলের একটি ১৯৪০ গিবসন জে২০০ ও এই নিলামে বিক্রি হয়।

কাট-রণবীরের লিভ টুগেদার

Image
কাট-রণবীরের লিভ টুগেদার ইনফো ডেস্ক ॥ লিভ টুগেদার করছেন বলিউডের লাভ বার্ডখ্যাত জুটি রণবীর কাপুর ও কাটরিনা কাইফ। তবে লুকোচুরি করে নয়, খোলামেলাভাবেই এখন এক ছাদের নিচে থাকছেন তারা। মুম্বইয়ের কার্টার রোডে আগেই একটি বাড়ি কিনেছিলেন এ যুগল। অবশেষে সেই বাড়িতে উঠেছেন রণবীর ও কাটরিনা। এর আগে অনেক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গেছে তাদের সম্পর্ক। মাঝে সম্পর্ক ভেঙেও গিয়েছিল তাদের। তবে গত কয়েক মাসে আবারও ঘনিষ্ঠ হয়েছেন এ জুটি। বিভিন্ন স্থানেও তাদের একসঙ্গে ডেটিং করতে দেখা গেছে। অবশেষে তাদের প্রেমেরই জয় হলো। নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী একই সঙ্গে থাকা শুরু করেছেন তারা। জানা গেছে, সম্প্রতি রণবীরের একটি সার্জারি হয়েছে। এর জন্য শুটিং বন্ধ রেখেছেন তিনি। আর তার যতœআত্তির দায়িত্ব নিয়েছেন কাটরিনা। এ কারণে এ অভিনেত্রীও অভিনয় থেকে সাময়িক ছুটি নিয়েছেন। কাটরিনার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এ জুটি গত দু’দিন ধরে এক ছাদের নিচে থাকছেন। মূলত এ কারণেই তারা বাড়িটি নিয়েছিলেন মুম্বইয়ে। আপাতত দু’জনই শুটিং বন্ধ রেখেছেন। একান্ত কিছু সুন্দর মুহূর্ত তারা পার করছেন। এদিকে লিভ টুগেদার থেকে তাদের সম্পর্কটা বিয়ে পর্যন্ত গড়াবে কিনা সে...

নতুন করে ন্যান্সি

Image
নতুন করে ন্যান্সি  ইনফো ডেস্ক ॥ নতুন উদ্যম নিয়ে কাজ শুরু করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনির ন্যান্সি। রোজার ঈদের পরের অনাকাঙ্খিত ঘটনার রেশ কাটিয়ে এবং কোরবানি ঈদের পর বিএনপির অঙ্গসংগঠন জাসাস মহানগরের (দক্ষিণ) সহ-সভাপতির পদ ছেড়ে এখন শুধু গানে মনোযোগী হয়েছেন এই শিল্পী। পদে না থেকেও সারাজীবন বিএনপিকে সাপোর্ট করার কথাও অবশ্য তিনি এরই মধ্যে জানিয়েছেন। এদিকে মগবাজার ছেড়ে এখন রামপুরার একটি ফ্ল্যাটে উঠেছেন ন্যান্সি। সেখানেই স্বামী নাজিমুজ্জামান জায়েদ ও দুই কন্যা রোদেলা ও নায়লাকে নিয়ে থাকছেন তিনি। বর্তমানে একাধিক ছবি ও অ্যালবামের গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন ন্যান্সি। এদিকে এরই মধ্যে এ তারকা তার গড়া গানের দলের সদস্যদের কথা-সুর-সংগীতে ‘দুষ্টু ছেলে’ নামক একটি একক অ্যালবাম প্রকাশ করেছেন। এ অ্যালবামটি রোজার ঈদে মোবাইল ফোনে মুক্তি দেয়া হয় ডিজিটালি। এরই মধ্যে গানগুলো থেকে ভাল সাড়াও পেয়েছেন ন্যান্সি। অ্যালবামটি শ্রোতাদের জন্য শিগগিরই ফিজিক্যালি প্রকাশ করা হবে। অ্যালবাম থেকে দু-একটি মিউজিক ভিডিও তৈরিরও ইচ্ছা রয়েছে এ তারকার। সব মিলিয়ে পরিবার ও গান নিয়ে চলতি সময়টা কেমন উপভোগ করছেন? উত্তরে আগ...

ফেসবুকে ফ্যানপেজ খুললেন মোনালিসা

Image
ফেসবুকে ফ্যানপেজ খুললেন মোনালিসা   ইনফো ডেস্ক ॥ নিজের আসল নামে মডেল অভিনেত্রী মোনালিসার একটি ফেসবুক একাউন্ট থাকলেও তার নামে বিভিন্ন ‘ ফ্যানপেজ ’ চালু আছে । সেগুলো বন্ধ করতেই এবার মোনালিসা নিজের উদ্যোগেই অফিসিয়ালি একটি ‘ ফ্যানপেজ ’ খুলেছেন । এটি তিনি নিজেই পরিচালনা করছেন । কারণ তার নামে ‘ ফ্যানপেজ ’ খুলে নানানজন যত্রতত্রভাবে তা ব্যবহার করছেন যা ভক্তদের মধ্যে মোনালসাকে কে নিয়ে মাঝে মাঝে বিরূপ প্রতিক্রিয়াও দেখা দেয় । বিষয়টি মোনালিসা অবগত হয়ে বিস্ময় এবং ভীষণ দুঃখও প্রকাশ করেছেন । মুঠোফোনে যুক্তরাষ্ট্র থেকে মোনািলসা বলেন , ‘ অনেক কষ্ট , সাধনার পর একজন মডেল এবং অভিনেত্রী হিসেবে আমি একটি অবস্থানে এসেছি । কিন্তু আমার সে অবস্থান ভক্তদের কাছে নষ্ট করার জন্য এই ধরনের ভুয়া ফ্যানপেজ ভীষণ ক্ষতিকর । যে বা যারাই আমার ফেসবুক ফ্যানপেজ পরিচালনা করছেন তার প্রতি বিশেষ অনুরোধ থাকবে যে আপনার যদি আমার দেশের শিল্পের প্রতি , শিল্পীদের প্রতি যথাযথ শ্রদ্ধা আর ভালোবাসা থাকে তাহলে এভাবে ফ্যানপেজ পরিচালনা করা থেকে নিজেকে বিরত রাখুন । কারণ আপনি বা আপনারা যা করছেন তা ভীষণ বিব্রত কর এবং শিল্প...

মা হতে আজ ব্যাংকক যাচ্ছেন বর্ষা

Image
মা হতে আজ ব্যাংকক যাচ্ছেন বর্ষা  ইনফো ডেস্ক ॥ আজ ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন চিত্রনায়িকা বর্ষা। সঙ্গে থাকবেন স্বামী আলোচিত নায়ক অনন্ত জলিল। তবে শপিং কিংবা শুটিং নয়, সন্তান জন্ম দিতেই এবার ব্যাংকক যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের এই দম্পতি। গতকাল রোববার নিজের ফেসবুক অ্যাকাউন্টে বর্ষা লেখেন, ‘আগামীকাল একমাসের জন্যে ব্যাংকক যাচ্ছি, আমার অনাগত সন্তানের জন্যে আর অপেক্ষা করতে পারছি না। সবাই আমার এবং আমার অনাগত সন্তানের জন্যে দোয়া করবেন।’ উল্লেখ্য, অনন্ত-বর্ষা দুজনেই চেয়েছিলেন তাদের প্রথম সন্তান যেন ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে জন্মগ্রহণ করে। বর্ষা বর্তমানে চিকিৎসক তাহমিনা বেগমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। 

লাক্স সুন্দরী নির্বাচিত হলেন নাদিয়া

Image
লাক্স সুন্দরী নির্বাচিত হলেন নাদিয়া  ইনফো ডেস্ক ॥ গত ৮ নভেম্বর সন্ধ্যাটা জীবনের সবচেয়ে স্মরণীয় সন্ধ্যা হয়ে থাকলো নাদিয়ার জন্য। কারণ এই আগমনী শীতের সন্ধ্যায় তার মাথায় ওঠে লাক্স চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতার সেরা মুকুটটি। উপস্থাপক তার নামটি ঘোষণা করার আগ পর্যন্তও তিনি জানতেন না তিনিই হবেন লাক্স চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতার ২০১৪ সালের বিজয়ী। গত তিন মাস ধরে যে সুন্দরের লড়াই করে এসেছিলেন আজ পেলেন তার পুরস্কার। এ বছরের নির্বাচিত ‘ফেস অব লাক্স’-এর মুকুট ছাড়াও পুরস্কার হিসেবে এই সুন্দরীকে দেওয়া হয়েছে একটি নতুন গাড়ি। প্রথম রানার আপ হয়েছেন নাজিফা দ্বিতীয় রানারআপ হয়েছেন নীলা। প্রথম রানারআপকে পাঁচ লাখ ও দ্বিতীয় রানারআপকে তিন লাখ টাকা। এ ছাড়া তাদের জন্য রয়েছে নানা উপহার সামগ্রী, চ্যানেল আইতে নাটক ও টেলিফিল্মে মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ। নীলাঞ্জনা নীলা, নাজিফা আনজুম, নাদিয়া আফরিন, সুপ্রিয়া শবনম ও ফাহমিদা তাসনিম এই পাঁচ কন্যা আজ লড়েছেন সেরা সুন্দরী হবার চূড়ান্ত প্রতিযোগিতায়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সন্মেলন কেন্দ্রে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয় লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০...

আসিফের সঙ্গে লেমিসের প্রেমের গান

Image
আসিফের সঙ্গে লেমিসের প্রেমের গান ইনফো ডেস্ক ॥ চলচ্চিত্রে এ প্রর্যন্ত যত গানই গেয়েছি সবই আইটেম গান নয়তো প্রতিবাদী কিংবা বিরহের। এবারই প্রথম বড় পর্দার জন্য প্রেমের গান গাইলাম’- বললেন জনপ্রিয় কণ্ঠশিল্পী লেমিস। হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘রাত্রির যাত্রী’ নামের ছবিটির জন্য তৈরি হয়েছে ‘না’ শিরোনামের গানটি। এতে আসিফ আকবরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন লেমিস। এটাই তাদের প্রথম দ্বৈত গান। নতুন গানটির কথা লিখেছেন পরিচালক হাবিব, সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজেশ। আসিফ বলেছেন, ‘লেমিসের গায়কীটা একই সঙ্গে মেজাজিও রোমান্টিক মনে হয়েছে আমার। চর্চা ধরে রাখলে অনেকদূর যাবে ও।’

অভিনয়ে নিয়মিত হচ্ছেন স্বাগতা

Image
অভিনয়ে নিয়মিত হচ্ছেন স্বাগতা ইনফো ডেস্ক ॥ বিরতির পর অভিনয়ে নিয়মিত হচ্ছেন অভিনেত্রী জিনাত সানু স্বাগতা। বাবার মৃত্যুর পর অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন জনপ্রিয় এ নায়িকা। গত ১৭ই অক্টোবর পিতাকে হারিয়েছেন তিনি। শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি। তবুও বাস্তবতা মেনে নিয়ে নিয়মিত হয়েছেন অভিনয়ে। জানা গেছে, বেশ আগে দেয়া নাটকের শিডিউলগুলো কোনভাবেই আর পেছানো যাচ্ছিল না। তাই নতুন উদ্যমে কাজ শুরু করেছেন তিনি। এরই মধ্যে নতুন একটি খ-নাটকের শুটিং শুরু করেছেন স্বাগতা। তাসলিমা মুক্তার রচনা ও পরিচালনায় এর নাম ‘দাগ’। এ নাটক ছাড়াও প্রচার চলতি ধারাবাহিক ‘ধন্যি মেয়ে’, ‘সুখপাখি আগুন ডানা’-তে অভিনয় করছেন তিনি। পাশাপাশি আরিফ খানের ‘দলছুট প্রজাপতি’ ধারাবাহিকের কাজও করছেন স্বাগতা।

রাত্রির যাত্রী'তে অরুনা বিশ্বাস

Image
রাত্রির যাত্রী'তে অরুনা বিশ্বাস  ইনফো ডেস্ক ॥ চলচ্চিত্রের দর্শকপ্রিয় নায়িকা অরুনা বিশ্বাস আবারো চলচ্চিত্রে নিয়মিত হয়েছেন। যে কারণে টিভি নাটকে এবং চলচ্চিত্রে অভিনয়ে এখন তাকে নিয়মিতই পাওয়া যাচ্ছে। চলতি সপ্তাহে অরুনা বিশ্বাস নতুন একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। চলচ্চিত্রটির নাম ‘রাত্রির যাত্রী’। হাবিবুল ইসলাম হাবিবের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় অরুনা বিশ্বাস ‘রাত্রির যাত্রী’ চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। চলতি মাসেই চলচ্চিত্রটির শুটিং শুরু হবে বলে জানালেন পরিচালক হাবিবুল ইসলাম হাবিব। নতুন চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে চিত্রনায়িকা অরুনা বিশ্বাস বলেন, ’ চলচ্চিত্রই কিন্তু আজ আমাকে দর্শকের কাছে নায়িকা অরুনা বিশ্বাসে পরিণত করেছে। তাই সবসময়ই আমি চলচ্চিত্রে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।’রাত্রির যাত্রী'র যাত্রার সঙ্গে যুক্ত হলাম আমিও। ভালোলাগছে। চলচ্চিত্রটির নাম, গল্প সবই সুন্দর। সবার সহযোগিতায় আশাকরি ভালো একটি চলচ্চিত্র হয়ে উঠবে ‘রাত্রির যাত্রী’।’ এই চলচ্চিত্রে আরও যারা অভিনয় করবেন তারা হলেন এটিএম শামসুজ্জামান, মৌসুমী, আনিসুর রহমান মিলন, মোহ...

রণবীরকে নিয়ে আতংকে পরিণীতি

Image
রণবীরকে নিয়ে আতংকে পরিণীতি ইনফো ডেস্ক ॥ সিনেমার জন্য অভিনেতাদের প্রায়শই নগ্ন হতে দেখা যায়। আর বলিউডের জন্য এই ব্যাপারটি নতুন কিছুই নয়। কিন্তু সিনেমার শুটিংয়ের প্রয়োজনের বাইরেও প্যান্ট ছাড়াই ঘুরে বেড়াতে দেখা যায় এক তারকাকে। তবে এমনও শোনা যায়, এই তারকার ব্যক্তিগত ভ্যানে প্রবেশের আগে সহকর্মীরা বেশ আতংকেই থাকেন। তবে কে সেই তারকা যিনি প্যান্ট ছাড়াই ঘুরে-বেড়ান শুটিং স্পটে? অন্যরা যে পোশাক বা লুক নিয়ে এক্সপেরিমেন্ট করার কথা ভাবতেই পারেন না, বলিউডের জনপ্রিয় নায়ক রণবীর সিং অনায়াসে তা করে দেখান। সাহস তার বরাবরই বেশি। তবে শুধুমাত্র স্টাইল বা লুক নিয়েই এক্সপেরিমেন্ট করে তিনি ক্ষান্ত হন না। মাঝে মধ্যে তো পরনের প্যান্ট ছাড়াই সেটে ঘুরে বেড়ান রণবীর সিং। হ্যাঁ, ঠিক এমনটাই জানিয়েছেন ‘কিল দিল’-এ তার সহ-অভিনেত্রী পরিণীতি চোপড়া। এমনিতে অন্য কোনও সহ-অভিনেতার মেক-আপ ভ্যানে ঢোকার আগে বিশেষ চিন্তা করেন না তিনি। কিন্তু রণবীরের ভ্যানে ঢোকার আগে হাজার বার চিন্তা করেন এবং অবশ্যই রণবীরকে জিজ্ঞাসা করে তবে প্রবেশ করেন ভিতরে।  কেন? কারণ রণবীর বিশ্রাম নিচ্ছেন কিনা এই চিন্তা নয়, তিনি তটস্ত থাকেন এই ভেবে যে ত...

মৃত্যু ছিল একচুল দূরে দাঁড়িয়ে!

Image
মৃত্যু ছিল একচুল দূরে দাঁড়িয়ে!  ইনফো ডেস্ক ॥ মাত্র কিছুদিনের মধ্যে সার্বিক অর্থেই জীবনের মোড় বদলেছেন হ্যারি পটারখ্যাত ড্যানিয়েল র‌্যাডক্লিফ। সারা পৃথিবীতে তুমুল জনপ্রিয়তা পাওয়া ‘হ্যারি পটার’ যেমন এখন হয়েছেন হর্ন ছবির কেন্দ্রীয় চরিত্র। তেমনি এ ছবির শুটিংয়ের সময় পিপাসা মেটাতে গিয়ে পানির বদলে ভুলে অ্যান্টিফ্রিজ একটি বিষাক্ত রাসায়নিক মিশ্রিত পানি পান করে মরতেই বসেছিলেন তিনি। সম্প্রতি একটি টিভি রিয়েলিটি শোতে উপস্থাপক কোনান ও’ব্রায়ানের সঙ্গে কথা বলার সময় র‌্যাডক্লিফ এ কথা জানান। এক খবরে এ তথ্য জানিয়েছে ডেইলি মেইল। ড্যানিয়েল র‌্যাডক্লিফ তাঁর সেই ভয়াবহ পরিস্থিতির বর্ণনায় বলেন, ‘হর্ন ছবির শুটিংয়ের সময় কাপে পানি আছে মনে করে আমি ভুলে পান করেছিলাম অ্যান্টিফ্রিজ একটি রাসায়নিক, যা পানিতে মেশানো ছিল। আর এরপরই ভয়াবহ অসুস্থ হয়ে পড়েছিলাম। যদিও বুঝতে পারছিলাম না কেন আমি এমন মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিলাম। কিন্তু মৃত্যু যে একচুল দূরে দাঁড়িয়েছিল তা বুঝতে পেরেছিলাম এর কিছুদিন পরে, এমনই আরেকটি পরিস্থিতি থেকে।’ র‌্যাডক্লিফ তাঁর সেই দিনের পরিস্থিতির ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‘এ অসুস্থতার ঘটনার কয়েক সপ্...

নাটকে প্রথম টুটুল চৌধুরী-শবনম ফারিয়া

Image
নাটকে প্রথম টুটুল চৌধুরী-শবনম ফারিয়া  ইনফো ডেস্ক ॥ বিশেষত নাট্যনির্মাতা অঞ্জন আইচের নির্দেশনায় টুটুল চৌধুরী যে ক'টি টিভি নাটক এবং টেলিফিল্মে অভিনয় করেছেন প্রত্যেকটিতে টুটুলের অভিনয় বশে প্রশংসিত হয়েছে। যে কারণে পরিচালক অঞ্জন আইচ-ও তার নাটক টেলিফিল্মে টুটুলকে নিয়ে কাজ করতে একটু বেশিই স্বাচ্ছন্দ্যবোধ করেন। স্বাচ্ছন্দ্যতার সে জায়গা থেকেই পরিচালক অঞ্জন আইচ আবারো টুটুল চৌধুরীকে নিয়ে এবার নতুন একটি ধারাবাহিক নাটক নির্মাণের কাজ শুরু করেছেন গত বৃহস্পতিবার থেকে রাজধানীর অদূরে সোহাগ পল্লীতে। অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় টুটুল কাজ করছেন নতুন ধারাবাহিক নাটক ‘ভাইরাস'-এ। এতে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন টুটুল চৌধুরী ও শবনম ফারিয়া। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে টুটুল চৌধুরী বলেন, ‘অঞ্জন আইচের নাটকে কাজ করতে সবসময়ই আমার ভালোলাগে। কারণ আমার চরিত্র সবসময়ই চ্যালেঞ্জিং চরিত্র থাকে। যে কারণে একজন অভিনেতা হিসেবেও চরিত্র নিয়ে খেলতে পারি। নতুন ধারাবাহিক নাটকে কাজ করতে বেশ ভালোলাগছে। শবনম ফারিয়ার সঙ্গে এটা প্রথম কাজ হলেও তিনি বেশ আন্তরকি এবং সহযোগী মনোভাবাপন্ন।’ শবনম ফারিয়া গত তিন মাস যাবত নাট...

অভিনয়ে ফিরলেন সুইটি

Image
অভিনয়ে ফিরলেন সুইটি  ইনফো ডেস্ক ॥ দীর্ঘদিন পর নতুন নাটকে অভিনয় করছেন প্রিয়দর্শিনী অভিনেত্রী তানভীন সুইটি।’ভাইরাস’ শিরোনামের এ ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করছেন অঞ্জন আইচ। এরইমধ্যে গাজীপুরের বিভিন্ন লোকেশনে এর শুটিং শুরু হয়েছে। এ প্রসঙ্গে সুইটি বলেন, ‘দীর্ঘদিন পর এ ধারাবাহিকটিতে অভিনয় করছি। এখানে আমার চরিত্রের নাম দিয়া। মূলত আমাকে কেন্দ্র করেই এর প্রেক্ষাপট গড়ে উঠেছে। গল্পটি অসাধারন। এতে মানবিক কিছু বিষয় উঠে এসেছে। আশা করি, ধারাবাহিকটি থেকে দর্শকরা অনেক কিছুই শিখতে পারবেন।’ তানভীন সুইট ছাড়াও ধারাবাহিকটিতে আরো অভিনয় করেছেন- তৌকীর আহমেদ, মিশু সাব্বির, সামিহা, ফারুক আহমেদ, শবনম ফারিয়া প্রমুখ। শিগগিরই ধারাবাহিকটি প্রচার শুরু হবে বলে পরিচালক জানিয়েছেন। এর আগে দীর্ঘদিন মিড়িয়া থেকে নিজেকে অড়াল করে রেখেছিলেন একসময় তুমুল জনপ্রিয় এ অভিনেত্রী। জানা গেছে, মানসম্পন্ন কাজের অভাবেই মিড়িয়া থেকে দূরে ছিলেন তিনি। তবে আগামীতে ভালো মানের কাজ পেলে আবারও মিড়িয়ায় নিয়মিত হওয়ার ইচ্ছা রয়েছে তার। এদিকে সুইটি কিছুদিন আগে মঞ্চে ফিরেছেন। থিয়েটারের ৩৭ তম প্রযোজনা ‘মুক্তি'তে অভিনয় করছেন তিনি। এ নাটকে তাকে সদ্য...

সাংবাদিক অপি

Image
সাংবাদিক অপি ইনফো ডেস্ক ॥ গণহত্যা নিয়ে কাজ করতে গিয়ে মুক্তিযুদ্ধের সময়ের একটি সাদাকালো ছবি খুঁজে পান সাংবাদিক অপি। যার সূত্র ধরেই বেরিয়ে আসে ভয়ংকর এক রাজাকারের কুকর্ম। যাকে পরে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেন মুক্তিযোদ্ধারা। এমনই একটি গল্পের নাটকে অভিনয় করছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। নাটকটির শিরোনাম রাখা হয়েছে বাংলাদেশ। মাহমুদ দিদারের রচনা ও পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নাটক ‘বাংলাদেশ’। নাটকটিতে সাংবাদিক চরিত্রে অভিনয় করবেন অপি করিম। এতে একজন আল বদর কমান্ডারের চরিত্রে অভিনয় করবেন তারিক আনাম খান। ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় নির্মাণাধীন নাটকটি আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আরটিভিতে প্রচার করা হবে।

সালমার কণ্ঠে দেশের গান

Image
সালমার কণ্ঠে দেশের গান  ইনফো ডেস্ক ॥বিজয় দিবস উপলক্ষে একটি দেশাত্মবোধক গানে কণ্ঠ দিতে যাচ্ছেন ক্লোজআপ তারকা সালমা। এটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হবে। গানটি রচনার পাশাপাশি এর সুর-সংগীত করছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এ প্রসঙ্গে সালমা বলেন, ‘আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের কথা ও সুরে একটি পূর্ণাঙ্গ অ্যালবাম করার কথা ছিল। কিন্তু তার ব্যস্ততার কারণে তা হয়ে উঠেনি। তবে ইতিমধ্যেই তার কথা ও সুরে আমি বেশ কিছু গান গেয়েছি। এবার একটি দেশের গান গাইব। যা বিজয় দিবস উপলক্ষে মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হবে। দু'এক দিনের মধ্যেই গানটির রেকর্ডিং করব।’ গানটি পরবর্তীতে কোনো একক অ্যালবামে রাখা হবে কি-না জানতে চাইলে সালমা আরো বলেন, ‘আপাতত তেমন কোন ইচ্ছে নেই। গানটি শুধুমাত্র বিজয়ের মাস উপলক্ষেই তৈরি হচ্ছে। ভক্তদের জন্য বিজয়ের মাসে এটি আমার উপহার বলতে পারেন।’ এদিকে, সালমার সর্বশেষ একক অ্যালবাম ‘স্বপ্ন উড়াইলা’র একটি গান সম্প্রতি মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হয়েছে। এর শিরোনাম ‘অকুলে ভাসাইয়া দিওনা’। গানটির কথা ও সুর করেছেন ওস্তাদ শফি ম-ল। এর ভিডিও পরিচালনা করেছেন নাজিম। ইতিমধ্যেই গানটি ইউটিউবে বেশ জনপ্রিয়তা ...

এবার অ্যাডাল্ট সিনেমায় ইভলিন শর্মা

Image
এবার অ্যাডাল্ট সিনেমায় ইভলিন শর্মা ইনফো ডেস্ক ॥অভিনয়ে নেমে প্রথম থেকেই বেশ সাহসিকতার পরিচয় দিয়েছেন জার্মান-ভারতীয় মডেল ও অভিনেত্রী ইভলিন শর্মা। আর এবার দিলেন বোমা ফাঁটানোর মতো খবর। নিজের মুখেই ইভলিন জানালেন অ্যাডাল্ট সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। জানা গেছে, তার নতুন এ ছবির নাম ‘ডানক’। পরিচালনা করছেন হাসনাইন হায়দরাবাদওয়ালা। ক্রাইম-থ্রিলারধর্মী এ ছবিতে অভিনয়ের জন্য এরই মধ্যে বলিউডের দাপুটে অভিনেতা অনুপম খেরের কাছে হিন্দি ভাষার প্রশিক্ষণ নিচ্ছেন ইভলিন। কারণ, হিন্দি ভাষা এখনও শুদ্ধভাবে উচ্চারণ করতে পারেন না তিনি। প্রায় প্রতিদিনই তার এই হিন্দি ভাষার প্রশিক্ষণ চলছে। এ ছবিতে রাফ এন্ড টাফ চরিত্রেই আবিষ্কার করা যাবে ইভলিন শর্মাকে। আর খবর হলো, এ ছবিটিকে প্রাপ্তবয়স্কদের ছবি হিসেবে মুক্তি দিতে যাচ্ছেন পরিচালক। কারণ, ছবিতে বেশ কিছু আপত্তিকর দৃশ্য এরই মধ্যে ধারণ করা হয়েছে। ছবির একাধিক দৃশ্যে নগ্ন হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন ইভলিন শর্মা। এছাড়া এক তরুণ অভিনেতার সঙ্গে রগরগে দৃশ্যে পারফরম করতেও দেখা যাবে এ অভিনেত্রীকে। অবশ্য পাশাপাশি এ ছবিতে একজন অভিনেত্রী হিসেবে নিজেকে মেলে ধরার যথেষ্ট সুযোগ প...

‘জিদ’এ মান্নারার শরীরী শিহরণ

Image
‘জিদ’এ মান্নারার শরীরী শিহরণ ইনফো ডেস্ক ॥‘জিদ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেকেই আলোড়ন ফেলেছেন প্রিয়ঙ্কা চোপড়ার তুতো বোন বার্বি হান্ডা ওরফে মান্নারা। সিনেমায় অনেক ঘনিষ্ট দৃশ্য রয়েছে মান্নারা। সিনেমার ট্রেলারেই আগুন ছড়িয়েছেন তিনি। এবার সিনেমার প্রথম গান ‘সাসোঁ কো’ মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই তা ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।  অরিজিত সিংহর মায়াবী কন্ঠ, সাকিল আজমির মন ছুঁয়ে যাওয়া লেখা এবং শারিব তোশির সুর, সবমিলিয়ে সম্মোহণ তৈরি হয়েছে সাসোঁ কো গানে। আর তার সঙ্গে মান্নার শরীরী বিভঙ্গ-বাড়তি আকর্ষণ জুড়েছে। মান্নারা তো নিজেই বলেছেন, তাঁর আকর্ষণীয় শরীর রয়েছে আর তা দেখাতে কোনও সমস্যাই নেই। জিদ সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রী। প্রযোজক অনুভব সিনহা। রোমান্টিক এই থ্রিলার সিনেমা আগামী ২৮ নভেম্বর মুক্তি পাবে।

স্বপ্ন ছোবেন সাইমন-ববি

Image
স্বপ্ন ছোবেন সাইমন-ববি ইনফো ডেস্ক ॥সাইমন সাদিক ও ববি হক। দুজনই ঢালিউডের নবাগত। সে দুই নবাগত এবার স্বপ্ন ছোবেন। কিভাবে? বলছি, সে কথাই। সাইমন ও ববি জুটির প্রথম ছবি ‘স্বপ্নছোঁয়া’ এখন মুক্তির মিছিলে। ছবিটি ১২ই ডিসেম্বর ঢাকাসহ সারা দেশে মুক্তি পাবে। এরই মধ্যে এটি চলচ্চিত্র সেন্সর বোডের্র ছাড়পত্র পেয়েছে। শফিক হাসান পরিচালিত ‘স্বপ্নছোঁয়া’ ছবিতে আরও রয়েছেন তানভির, প্রবীরমিত্র, রেবেকা, কাজী হায়াৎ, রফিক প্রামাণিক, ফাল্গুন, নিপা, রাহুল রাজু, জিয়া ভিমরুল ও মিশা সওদাগর। অন্যরকম একটি গল্পের ছবি ‘স্বপ্নছোঁয়া’র কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মুনির রেজা। চিত্রগ্রহণ মজিবুল হক ভুইয়া ও সংগীত আহম্মেদ হুমায়ুন। সম্পাদনা আমজাদ হোসেন, অ্যাকশন চুন্নু, ড্রেস আলাউদ্দিন, মেকআপ সেলিম, নৃত্যপরিচালনায় মাসুম বাবুল ও জাকির হোসেন।

অপু বিশ্বাসের ‘রাজাবাবু’

Image
অপু বিশ্বাসের ‘রাজাবাবু’ ইনফো ডেস্ক ॥ রাজা হ্যান্ডসাম ছবিতে না মভূমিকায় অভিনয় ক রবেন শাকিব খান। এ খবর কিছুদিন আগেই প্রকাশ হয়েছে। এবার চূড়ান্ত হলো এর প্রধান নায়িকা। শাকিবের সঙ্গে এতে অভিনয় করবেন অপু বিশ্বাস । বদিউল আলম খোকনের পরিচালনায় ছবিটির দৃশ্য ধারণ শুরু হবে ২০ নভেম্বর। এতে শাকিব ও অপুর সহশিল্পী আঁচল। সুর ও সংগীত পরি চালনায় আলী আকরাম শুভ। অপু বলেন, ‘ছবির গল্প শুনে খÑুব ভালো লেগেছে । অন্যরকম একটি গল্প।’ এদিকে এফ আই মানিকের ‘দুই পৃথিবী’ ছবির বাকি কাজ শেষ করছেন অপু। এতে ও তার সহ শিল্পী শাকিব খান অপু বলেন, ‘শাড়ি পরে গ্রামীণ সাজে ‘দুই পৃথিবী’র কাজ করছি। আর ‘রাজাবাবু’ ছবিতে আমাকে ভিন্ন সাজে দেখবে দর্শক। এর জন্য পোশাক ডিজাইনের কাজও চলছে।’

একের পর এক রহস্যের জন্ম দিয়ে লুকোচুরি খেলেই চলেছেন শাবনূর!

Image
একের পর এক রহস্যের জন্ম দিয়ে লুকোচুরি খেলেই চলেছেন শাবনূর!  ইনফো ডেস্ক ॥দেশীয় চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেত্রী শাবনূরের লুকোচুরি খেলা চলছে অনেকটা মেগাসিরিয়ালের মতোই। চলচ্চিত্রে আসার পর থেকেই ভাল অভিনেত্রী হওয়ার যোগ্যতায় নিজেকে নিয়ে নানারকম লুকোচুরি খেলছেন শাবনূর। প্রেম, বিয়ে, শিডিউল ফাঁসানো, দেরি করে শুটিংয়ে যাওয়া, পারিবারিক নানা ঘটনাবলি- সবকিছু নিয়েই তার লুকোচুরির যেন শেষ নেই। চলচ্চিত্রে ক্যারিয়ারের অবস্থান শূন্যের কোঠায় পৌঁছলেও শাবনূরের মধ্যে কোন পরিবর্তন নেই। গোপনে বিয়ে, সন্তান হওয়ার আগে হঠাৎ করেই আবার বিয়ে এবং স্বামীর নাম ঘোষণা, অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাসের চেষ্টা, সর্বোপরি সন্তান নিয়ে দেশে ফেরার পরও তার লুকোচুরি থামছে না। শুধু মিডিয়া থেকেই নয়, একসময় যে ক’জন প্রযোজক পরিচালক ছিলেন তার সবচেয়ে কাছের মানুষ, তাদের সঙ্গে দেখা পর্যন্ত তিনি করছেন না রহস্যময়ী নায়িকা হিসেবে পরিচিত শাবনূর। তাকে নিয়ে দু’টি ছবি পরিচালনা করেছেন এমন একজন পরিচালক শত চেষ্টা করেও এ যাত্রায় শাবনূরের সঙ্গে দেখা করতে পারেননি। দু’দিন বাসার নিচে থেকে ফিরে এসেছেন। একদিন তাকে জানানো হয় শাবনূর ছেলেকে নিয়ে ডাক্তা...

জমকালো গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে শেষ হচ্ছে আজ

Image
‘লাক্স চ্যানেল আই সুপারস্টার-২০১৪’ জমকালো গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে শেষ হচ্ছে আজ ইনফো ডেস্ক ॥লাক্স চ্যানেল আই সুপারস্টারের অষ্টম সিজন এখন শেষ প্রান্তে। আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেইমে জমকালো গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে এটি শেষ হবে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায়। এবারের গ্র্যান্ড ফিনালে আগের চেয়ে আরও জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজন সংশ্লিষ্টরা। অনুষ্ঠান জুড়ে থাকবে সৌন্দর্য, ফ্যাশন, নাচ আর সংগীত। এবারের লাক্স চ্যানেল আই সুপারস্টারের শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন যে পাঁচ সুন্দরী তারা হলেন নাদিয়া, নীলা, নাজিফা, প্রেমা ও সুপ্রিয়া। তারা তাদের রূপের ঝলক ছড়িয়ে দেবেন সারা দেশে। আর আগের লাক্স চ্যানেল আই সুপারস্টার বিজয়ীরা তাদের বিশেষ পারফরমেন্সের মাধ্যমে আরও আকর্ষণীয় করে তুলবেন পুরো আয়োজন। এ ছাড়া এবার প্রথমবারের মতো এ দেশের নারীদের সৌন্দর্যকে ট্রিবিউট জানাতে এ মঞ্চে গান করবেন ব্যান্ডতারকা জেমস। এবারের লাক্স চ্যানেল আই সুপারস্টারের টপ ফাইভ তাদের অসাধারণ পারফরমেন্সের মধ্য দিয়ে ইতিমধ্যে তিনজন বিচারক সূবর্...

অর্জুনকে পেতে বোনকে পটানোর চেষ্টা করছেন সোনাক্ষির!

Image
অর্জুনকে পেতে বোনকে পটানোর চেষ্টা করছেন সোনাক্ষির!  ইনফো ডেস্ক ॥বলিউড এখন মুখরিত অর্জুন-সোনাক্ষির ডুবে ডুবে জল খাওয়া নিয়ে। আর গুঞ্জনের শুরু তো তারাই করেছেন। খুব সম্প্রতি তেভার সিনেমার শুটিং শেষ করেও যেন একে অপরের থেকে দূরে যাওয়ার ইচ্ছা নেই সোনাক্ষি-অর্জুনের। সিনেমার কাজে সমাপ্তি টানলেও গোপনে গোপনে দেখা করা এবং ঘুরে বেড়ানো যেন কিছুতেই বাদ দিতে পারছেন না তারা। এসবই প্রথম দিকে কেবল গুঞ্জন মনে করা হলেও সম্প্রতি অর্জুনের বোনের সাথে বিভিন্ন জায়গায় সোনাক্ষিকে দেখা যাচ্ছে। আর তাই গোপনে গোপনে প্রেমের খবরটি যেন সত্য প্রমাণিত হতেই চলেছে। কেবল শপিংয়েই নয়, সোনাক্ষি আর অর্জুন কাপুরের বোনকে সম্প্রতি গন গার্ল সিনেমার প্রিমিয়ারে একসাথে দেখা যায়। বরাবরই সোনাক্ষিকে অর্জুন বাড়ি পৌঁছে দিতে গেলেও এইদিন আশুলা কাপুরকে বাড়িতে পৌঁছে দেন সোনাক্ষি স্বয়ং। আর এমন সময়েই ক্যামেরাবন্দী হন তারা। ধারনা করা হচ্ছে সোনাক্ষি এবং অর্জুন দুজনই তাদের সম্পর্ক নিয়ে বেশ সিরিয়াস এবং সফল পরিনতি টানতেই অর্জুনের বোন আশুলাকে পটানোর চেষ্টা করছেন সোনাক্ষি।

ফেসবুকে শিরোনামহীনের ভেরিফায়েড পেজ

Image
ফেসবুকে শিরোনামহীনের ভেরিফায়েড পেজ ইনফো ডেস্ক ॥ভেরিফায়েড হলো শিরোনামহীন ব্যান্ডের ফ্যানপেজ। ফেসবুক কর্তৃপক্ষ তাদের পেজটি (যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/ঝযরৎড়হধসযরহ.হবঃ) যাচাই-বাছাই করে এর যথার্থতা নিশ্চিত করেছে। ভেরিফায়েড হওয়া এই পেজে লাইকের সংখ্যা ২ লাখ ৮৩ হাজার ৪৪৯। এটা যে শিরোনামহীনের অনুমোদিত পেজ, তা বোঝা যাবে পেজে ব্যান্ডটির নামের পাশে নীল রঙের বৃত্তে সাদা রঙের টিকচিহ্ন দেখে। ব্যান্ডটির সদস্যরা বলেন, ‘আমাদের ফ্যানপেজ ভেরিফায়েড হওয়ায় বেশ ভালো লাগছে। আশা করছি, ভক্তরা আমাদের প্রতি সমর্থন অব্যাহত রাখবেন।’

আইয়ুব বাচ্চুকে নিয়ে ভিডিওতে সরব সুমন

Image
আইয়ুব বাচ্চুকে নিয়ে ভিডিওতে সরব সুমন ইনফো ডেস্ক ॥আইয়ুব বাচ্চু-সুমনের বিতর্ক যেন থামছেই না। বিতর্কের অধ্যায়টিতে এবার নতুন করে যোগ হলো ব্যান্ড পাওয়ারসার্জের ভোকালিস্ট জামশেদ, মেটাল মেইজের ভোকালিস্ট সাব্বির ও নাগরিকের ভোকালিস্ট রাসেলের সাক্ষাৎকার। আর ভিডিও সাক্ষাৎকারটি নিয়েছেন অর্থহীন ব্যান্ডর সুমন। যমুনা টিভিতে প্রচারিত ‘ছুটির রাতে’ অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর ফোনের বিষয়টি নিয়ে সুমনের বিভিন্ন প্রশ্নের জবাবে নিজেদের বক্তব্য তুলে ধরেন জামশেদ, সাব্বির ও রাসেল। তারা জানান, কেন সেদিন আইয়ুব বাচ্চু এভাবে ফোন করে বিব্রত করেছিলেন- সেটা তারা নিজেরাও বুঝতে পারছেন না! শুধু তাই নয়, তারা তো শুধু সঞ্চালকের প্রশ্নেরই জবাব দিচ্ছিলেন। সেখানে তো বাংলাদেশের রক মিউজিকের কোনও ইতিহাসও জানতে চাওয়া হয়নি! সাক্ষাৎকারে জামশেদ বলেন, ‘সেদিনের অভিজ্ঞতাটা মনে রাখার মতো। আর আমরাও একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম।’ সাব্বির বলেন, ‘রক ইতিহাস নিয়ে অনুষ্ঠানে আমাদের কোনও প্রশ্ন করা হয়নি। আর আমরা তো ছোট। বলা চলে একবারেই নতুন। যদি তাদের সে ধরনের কোনও প্রশ্ন করার ইচ্ছা থাকতো, তাহলে আমার মনে হয় মোস্ট সিনিয়র যারা আছেন, তাদের কাছে প্র...

সংগীতে সম্মাননা ডিগ্রি অর্জন করলেন বিউটি-পুতুল

Image
সংগীতে সম্মাননা ডিগ্রি অর্জন করলেন বিউটি-পুতুল ইনফো ডেস্ক ॥সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে সংগীতে সম্মাননা ডিগ্রি অর্জন করেছেন ২০০৫-এর ক্লোজআপ তারকা বিউটি ও ২০০৬-এর ক্লোজআপ তারকা পুতুল। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিউটি স্নাতক (সম্মান) এবং পুতুল স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছ থেকে বিউটি ও পুতুল এ সম্মাননা গ্রহণ করেন। বিউটি ও পুতুল রাজধানীর ‘ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (টউঅ) থেকে চলতি বছর ‘ব্যাচেলর অব মিউজিক’ (বি মিউজিক) বিষয়ে যথাক্রমে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ২০১২ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পুতুল একই বিষয়ে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছেন। সম্মাননা ডিগ্রি অর্জন প্রসঙ্গে বিউটি বলেন, খুব ভাল লাগছে আজ, অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। পুতুল বলেন, সবার কাছে দোয়া চাই যেন আগামীতে আমি গানে আরও সফল হতে পারি। উল্লেখ্য, বিউটি চুয়াডাঙ্গার হাটবোয়ালিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং এমএস জোহা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। অন্যদিকে পুতুল আশুগঞ্জ সার কারখা...