অপু বিশ্বাসের ‘রাজাবাবু’
অপু বিশ্বাসের ‘রাজাবাবু’
ইনফো ডেস্ক ॥ রাজা হ্যান্ডসাম ছবিতে না মভূমিকায় অভিনয় ক রবেন শাকিব খান। এ খবর কিছুদিন আগেই প্রকাশ হয়েছে। এবার চূড়ান্ত হলো এর প্রধান নায়িকা। শাকিবের সঙ্গে এতে অভিনয় করবেন অপু বিশ্বাস । বদিউল আলম খোকনের পরিচালনায় ছবিটির দৃশ্য ধারণ শুরু হবে ২০ নভেম্বর। এতে শাকিব ও অপুর সহশিল্পী আঁচল। সুর ও সংগীত পরি চালনায় আলী আকরাম শুভ।অপু বলেন, ‘ছবির গল্প শুনে খÑুব ভালো লেগেছে । অন্যরকম একটি গল্প।’ এদিকে এফ আই মানিকের ‘দুই পৃথিবী’ ছবির বাকি কাজ শেষ করছেন অপু। এতে ও তার সহ শিল্পী শাকিব খান
অপু বলেন, ‘শাড়ি পরে গ্রামীণ সাজে ‘দুই পৃথিবী’র কাজ করছি। আর ‘রাজাবাবু’ ছবিতে আমাকে ভিন্ন সাজে দেখবে দর্শক।
এর জন্য পোশাক ডিজাইনের কাজও চলছে।’
Comments
Post a Comment