Posts

Showing posts from October, 2014

এবারই প্রথম চয়নিকার নির্দেশনায় ফারিয়া

Image
এবারই প্রথম চয়নিকার নির্দেশনায় ফারিয়া ইনফো ডেস্ক ॥ লাক্স তারকাভিনেত্রী ফারিয়া এবারই প্রথম নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরীর নির্দেশনায় একটি খন্ড নাটকে কাজ করলেন। জাকারিয়া শৌখিনের রচনায় ‘তুমি নীরবে এলে’ নাটকে অভিনয় করেছেন ফারিয়া। এরইমধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। ফারিয়ার অনেকদিনের ইচ্ছে ছিলো চয়নিকা চৌধুরীর নির্দেশনায় একটি ভালো গল্পের নাটকে কাজ করার। এবার তার সেই ইচ্ছে পূরণ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘নাটকে আমার চরিত্র, নাটকের গল্প সবকিুছই আমার এতো ভালোলেগেছে যে কাজটি আমি অনেক আন্তরকিতা নিয়ে করেছি। আমি চয়নিকা দিদির কাছে ভীষণ কৃতজ্ঞ যে তিনি আমাকে তার নাটকে কাজ করার সুযোগ দিয়েছেন। তার নির্মাণৈশলী সবসময়ই আমার ভালোলাগে। তারসাথে এটা আমার প্রথম কাজ হলেও কাজের পরিবেশ সবমিলিয়ে এতো চমসৎকার ছিলো যে মনেই হয়নি তারসঙ্গে আমি প্রথম কাজ করছি। আমার বিশ্বাস অনেক ভালো  একটি কাজ দাঁড়িয়েছে, ভালোলাগবে দর্শকের।’ চয়নিকা চৌধুরী বলেন, ‘ফারিয়া একজন ট্যালেন্ট্যাড অভিনেত্রী। কিন্তু কেন যে ফারিয়া কম অভিনয় করেন জানিনা। ফারিয়া অভিনয়ে নিয়মিত হলে তিনি আরো অনেক ভাল...

মুগ্ধতায় পিঁপড়াবিদ্যা

Image
মুগ্ধতায় পিঁপড়াবিদ্যা ইনফো ডেস্ক ॥ একটা ভিডিও কিপ কে কেন্দ্র করে পিঁপড়াবিদ্যার কাহিনী গড়ে উঠেছে। বেকার মিঠু একটা গখগ কোম্পানিতে জয়েন করার পর অল্প কিছু টাকা পেয়ে একটা ফোন কিনতে যায়। চুরি হয়ে যাওয়া একটা ফোন চোরের কাছ থেকে কম দামে কিনে নেয়। ভিডিও কিপটা এই ফোনেই ছিল। জনপ্রিয় অভিনেত্রী রীমা আর তার বয়ফ্রেন্ড অয়নের অন্তরঙ্গ মুহুতের্র একটা ভিডিও। এই ভিডিও টা নিয়েই চলতে থাকে নানা রকম ব্ল্যাকমেইল। সুযোগ পেয়ে কথা কম বলা চুপ থাকা ছেলেটাও অন্যের জন্য তৈরী করে ফাঁদ। পাল্টা ফাঁদে বদলে যায় অনেক কিছু। কাহিনী মোড় নেয় অন্য দিকে। মুভির শুরুটা অনেক বেশি চমকপ্রদ। বেকার মিঠু যখন চাকরী না পেয়ে “লাকি সেভেন” নামে একটা গখগ কোম্পানিতে ঢুকে তখন দর্শক স্বভাবতই ডেসটিনি ডেসটিনি বলে চিৎকার শুরু করে। রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ডের ব্যাপারগুলো যখন বুঝাচ্ছিল তখন দর্শকের চিৎকার এতই বেড়ে যায় যে ডায়ালোগ ঠিক বুঝাই যাচ্ছিল না। শুরু থেকেই মুভির পাঞ্চ লাইনগুলো এতই দূর্দান্ত ছিল যে হাসি চেপে রাখা কষ্টকর। মোস্তফা সরয়ার ফারুকী চমৎকারভাবে এটার চিত্রনাট্য লিখেছেন। বিভিন্ন পরিস্থিতে ডায়ালোগ আর সেটা ডেলিভারির টাইমিং দেখে মুগ্ধ ...

ছাড়পত্র পেল ‘গ্যাংস্টার রিটার্নস’

Image
ছাড়পত্র পেল ‘গ্যাংস্টার রিটার্নস’ ইনফো ডেস্ক ॥ : আশিকুর রহমান পরিচালিত বাংলা ছবি গ্যাংস্টার রিটার্নস কদিন আগে সেন্সর ছাড়পত্র পেয়েছে। এখন অপেক্ষা মুক্তির। পরিচালক জানান, সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর একদম ‘আনকাট’ সেন্সর পেয়েছে চলচ্চিত্রটি। কোনো ধরনের কর্তন ছাড়াই সেন্সর পাওয়ার ঘটনায় পরিচালক বেশ উচ্ছ্বসিত। বললেন, ‘এখন ছবিটি মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। এ বছরের শেষ দিকে অথবা নতুন বছরের শুরুতেই মুক্তি পাবে গ্যাংস্টার রিটার্নস।’ছবির গল্প তৈরি হয়েছে আন্ডারওয়াল্ডের্র প্রেক্ষাপট নিয়ে। পারিবারিক অসচ্ছলতার কারণে একটি ছেলে জড়িয়ে পড়ে অপরাধজগতের সঙ্গে। আর এ কারণে তাকে হারাতে হয় আপনজনদের। এই ছেলেটির চরিত্রে অভিনয় করে নতুন এ সিনেমার মাধ্যমেই অ্যাকশন হিরো হিসেবে বড় পর্দায় আসছেন অপূর্ব। ছবির নায়িকা পিয়া। পরিচালক জানান, ‘টিভি পর্দার জনপ্রিয় মুখ অপূর্বকে নতুন রূপে দেখবে তাঁর ভক্তরা। আশা করছি সবার ভালো লাগবে।’ উল্লেখ্য, আশিকুর রহমান পরিচালিত কিস্তিমাত চলচ্চিত্রটি গত ঈদে মুক্তি পেয়েছে।

শাকিব খানের সময় ভালো যাচ্ছেনা

Image
শাকিব খানের সময় ভালো যাচ্ছেনা  ইনফো ডেস্ক ॥ দীর্ঘদিন যাবত ঢালিউড চলচ্চিত্রে রাজার আসনটি দখল করেছিলেন তিনি। সেই তিনিটা হলেন ঢালিউড বাদশাহ খ্যাত শাকিব খান। কিন্তু বর্তমান সময়টা খুব একটা ভালো যাচ্ছেনা তার। বিশেষ করে গেল কোরবানির ঈদে শাকিব খানের তিনটি সিনেমা মুক্তি পাবার পর সেগুলোর ব্যবসায়িক দিক দিয়ে দারুণভাবে মুখ থুবড়ে পড়ে। ঈদে শাকিব অভিনীত মুক্তিপ্রাপ্ত তিনটি চলচ্চিত্র হলো ‘হিটম্যান’, ‘কঠিন প্রতিশোধ’ এবং ‘সেরা নায়ক।’ সিনেমা তিনটির মধ্যে ‘কঠিন প্রতিশোধ’ এবং ‘সেরা নায়ক’ চরমভাবে ফপ। অপরদিকে ‘হিটম্যান'-ও যে শাকিবের নাম এবং জনপ্রিয়তার তুলনায় খুব ভালো ব্যবসা করেছে তা বলা মুশকিল। এই যখন অবস্থা, তার মধ্যে মরার উপর খাঁড়ার ঘা হিসেবে নতুন খবর হলো শাকিবের হাতে এখন নতুন কোন সিনেমাই নেই। এই মুহুর্তে শাকিব খান অভিনীত যে সিনেমায় কাজ চলছে সেগুলো হলো ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-টু', ‘ধুমকেতু’ ও ‘ভালবাসা-২০১৪।’ আর যেসব ছবির কাজ গত একবছরেরও বেশি সময় ধরে বন্ধ হয়ে আছে সেগুলো হলো ‘দুই পৃথিবী', ‘স্বপ্নের বিদেশ', ‘মনের মত মন পাইলাম না।’ এই তিনটি ছবির মধ্যে ‘মনের মত মন পাইলাম না’ ছবিটি শুরু হ...

রাত্রির যাত্রীতে একসঙ্গে মৌসুমী-মিলন

Image
রাত্রির যাত্রীতে একসঙ্গে মৌসুমী-মিলন ইনফো ডেস্ক ॥ মৌসুমীএকসঙ্গে সিনেমায় কাজ করতে যাচ্ছেন মিলন ও মৌসুমী । ছবির নাম রাত্রির যাত্রী । হাবিবুল ইসলামের রচনা ও পরিচালনায় নির্মিত এই ছবিতে অভিনয়ের জন্য এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তাঁরা । এর আগে টিভিতে কাজ করলেও এবারই দুজন একসঙ্গে সিনেমায় অভিনয় করছেন । মিলনমৌসুমীর সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় প্রসঙ্গে মিলন বলেন , ‘ আমার সঙ্গে মৌসুমীর এটাই প্রথম ছবি । আশা করছি , আমাদের দুজনের জুটি দর্শক ভালোভাবে গ্রহণ করবেন । ’ এক রাতের গল্প নিয়ে নির্মিত হচ্ছে রাত্রির যাত্রী । একটি মেয়ের স্বপ্নের পথে যাত্রা এবং স্বপ্ন পূরণের আকাক্সক্ষা নিয়েই ছবিটির গল্প । ছবিটিতে আরও অভিনয় করছেন সালাউদ্দিন লাভলু । পরিচালক জানিয়েছেন , সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই ছবিটির শুটিং শুরু হবে ।

নাটক থেকে সরে যাচ্ছেন মাহফুজ

Image
নাটক থেকে সরে যাচ্ছেন মাহফুজ ইনফো ডেস্ক ॥ অভিমানে নাটক থেকে দূরে সরে যাচ্ছেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। সম্প্রতি তার কণ্ঠ শোনা গেল, এমনই অজানা অভিমানের সুর। মাহফুজ বলেন, এবার ঈদে ইচ্ছে করেই কোন কাজ করিনি। এমন একটা সময় জীবনে আসতেও পারে, যখন আমাকে আর কেউ ডাকবে না। সেই বিষয়গুলো বোঝার চেষ্টা করছি। তিনি আরও বলেন, আমি একটা বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। আর তা হলো, আমার প্রতি দর্শকের আগ্রহ থাকতেই অভিনয় ছেড়ে দেব। মাহফুজ বলেন, অনিমেষ আইচের পরিচালনায় আমার নতুন ছবি ‘জিরো ডিগ্রি’র সব কাজ এরই মধ্যে শেষ। আগামী সপ্তাহে জমা দেয়া হবে বলে শুনেছি। সেন্সর সার্টিফিকেট পাওয়ার পরই মূলত চূড়ান্তভাবে ছবি মুক্তির সময় ঠিক করা হবে। তবে প্রাথমিকভাবে শুনেছি, এটি ডিসেম্বরে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে।

খুব টানাটানি করে সংসার চলছে: প্রভা

Image
খুব টানাটানি করে সংসার চলছে: প্রভা   ইনফো ডেস্ক : আমার ঘরে অভাব লেগেছে । খুবই টানাটানি করে সংসার চলছে । যতদিন যাচ্ছে অভাব যেন তার ঘাড়ে চেপে বসছে । দু ’ বেলা দু ’ মুঠো খাবার জোগাতে কষ্ট হয়ে যাচ্ছে । এমনটাই জানালেন টিভি নাটকের আলোচিত-সমালোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা । বললেন , আর বলবেন না কি যে অবস্থা বলার মতো না । এ পর্যন্ত বলার পরই একটু থামলেন প্রভা । বললেন , দেখুন ভাববেন না সত্যিই বুঝি আমি অভাবে আছি । আমার সংসারে টানাটানি চলছে । আমার স্বামী বিরাট ব্যবসায়ী । তার কোন অভাব নেই । প্রভা বলেন , তবে আমার টানাটানির সংসার নাটকে । অরণ্য আনোয়ারের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ দহন ’ নামের একটি নাটকে আমাকে এমন চরিত্রে দেখা যাবে । এরই মধ্যে ধারাবাহিক এ নাটকটির শ্যুটিং শেষ হয়েছে । খুব শীগ্রই কোন একটি চ্যানেলে এর প্রচার শুরু হবে । প্রভা বলেন , বাস্তবতার সঙ্গে মিল রেখেই নাটকটি নির্মাণ করা হয়েছে । আমাদের গ্রামীণ জীবনে মানুষের নানা গল্প এ নাটকে ফুটে উঠেছে । এখানে আমার চরিত্রটি ভালভাবে মেলে ধরার চেষ্টা করেছি । এটি দর্শকের হৃদয় স্পর্শ করবে বলেই আমার বিশ্বাস । তি...

চলচ্চিত্রে কনা

Image
চলচ্চিত্রে কনা ইনফো ডেস্ক : চলচ্চিত্রে এতদিন গানের মাধ্যমেই উপস্থিতি ছিল তার। তার কণ্ঠে ঠোঁট মিলিয়েছেন আনেক অভিনয়শিল্পী। তবে এবার আর ঠোঁট মেলানো নয়, সরাসরি পর্দায় হাজির হচ্ছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। আলভী আহমেদের পরিচালনায় ‘ইউটার্ন’ চলচ্চিত্রের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। যেখানে সংগীতশিল্পী কনা হয়েই হাজির হবেন তিনি। এই প্রসঙ্গে কনা জানালেন, ছোটবেলায় সিনেমার দু-একটি দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি, তবে সেগুলো উল্লেখযোগ্য কোনো কিছু নয়। 'ইউটার্ন চলচ্চিত্র নিয়ে নিজের আনন্দের কথাও প্রকাশ করলেন তিনি। চলচ্চিত্রটি দর্শকদের ভালো লাগবে বলেও তার বিশ্বাস। আগামী মাসের শুরুতে কনার অংশের শুটিং শুরু হওয়ার কথা। বর্তমানে ঢাকার আশপাশে চলচ্চিত্রটির শুটিং চলছে।

স্বরুপে ফিরছেন ওমর সানি

Image
স্বরুপে ফিরছেন ওমর সানি   ইনফো ডেস্ক : একটা সময় ছিল যখন ওমর সানির সিনেমা মানেই হিট। সিনেমার রঙিন জগতে যারা পা রাখতেন তাদের স্বপ্ন ছিল ওমর সানির মতো অভিনেতা হওয়া। অনেক যুবকই মনে মনে তার জনপ্রিয় সব সংলাপ আওরাতেন। এসব অবশ্য এখন সোনালী অতীত। ঢালিউড এখন মজেছে শাকিব খান ও অনন্ত জলিলে। তাদের ভিড় ঠেলে মাঝে মধ্য উঁকি দিচ্ছেন আরিফিন শুভ’ও। তাই বলে কি ঢালিউড থেকে শেষ হয়ে গেছে ওমর সানি অধ্যায়? আমরা বলছি, না। ওমর সানি আবার ফিরছেন, সেই স্বরুপে। যদিও একটা সময় হারিয়ে যেতেই বসেছিলেন রোমান্টিক এ নায়ক। অতিরিক্ত মুটিয়ে যাওয়ায় আস্তে আস্তে সব সিনেমা তার হাতছাড়া হয়ে যায়। বাধ্য হয়ে একসময়ে মনোযোগ দেন ব্যবসায়। তবে তারপরেও সিনেমার নেশা যেন তার কাটেনি। হাজার তরুনীর হৃদয়ের পুরুষ চলচ্চিত্রে ফেরেন ‘ভিলেন’ হয়। কিন্তু সেখানেও শক্ত আসন গড়তে পারেননি তিনি। বাধ্য হয়ে নিজেকে বদলানোর মিশনে নামেন সানি। আর এতে তার সহযোদ্ধা হিসেবে আর্বিভূত হন স্ত্রী মৌসুমী। দুজনের অকান্ত চেষ্টায় আবার ফিরে আসে সানির সুদর্শন রুপ।  এরপরের গল্প বাস্তব বর্তমান। টক্কিজবিডি ডটকমের কাছে খবর, আবার একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন ওমর...

তিনি এখন সিনেমার নায়িকা

Image
তিনি এখন সিনেমার নায়িকা  ইনফো ডেস্ক : টিভি পর্দায় দীর্ঘদিন অভিনয়ের পর বেশ কিছুদিন হলো পুরোদমে বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে নাম লিখিয়েছেন টিভি মিডিয়ার জনপ্রিয় অভিনেত্রী লাক্স-তারকা জাকিয়া বারী মম। চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করলেও দীর্ঘদিন জড়িয়ে থাকা টিভি মাধ্যমকে একেবারে ছাড়তে পারেননি তিনি। সময় পেলেই কোন না কোন টিভি নাটকে অভিনয় করতে দেখা যায় তাকে। আর সেই সুযোগটাই যেন এখন কাজে লাগাচ্ছেন মম। বর্তমানে সমরেশ মজুমদারের উপন্যাস অবলম্বনে ‘সিনেমাওয়ালা’ নামের একটি ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। ১০ই অক্টোবর থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে মম বলেন, নাটকের গল্প আমার কাছে সত্যিই খুব ভাল লেগেছে। আর উপন্যাস অবলম্বনে নাটকে কাজ করতে আমার এমনিতেই ভাল লাগে। শুটিং ইউনিটের সবাই খুব আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। সব মিলিয়ে অনেক দিন পর ভাল একটি নাটকে কাজ করতে পারছি বলে ভাল লাগছে। টিভি পর্দার জন্য আপাতত এই একটি নাটকেরই কাজ করছেন মম। এদিকে মম'র প্রথম বাণিজ্যিক ধারার ছবি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। সম্প্রতি ‘প্রেম করবো তোমার সাথে’ নামে তার অভিনীত এ ছবিটি সেন্সর পেয়েছে। ...

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

Image
ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন  ইনফো ডেস্ক : আজিজুল হাকিম, গোলাম ফরিদা ছন্দা কিংবা শারমীন জোহা শশী আলাদাভাবে একসঙ্গে কাজ করেছেন। তবে এবারই প্রথম তারা তিনজন অর্থাৎ আজিজুল হাকিম, গোলাম ফরিদা ছন্দা এবং শারমীন জোহা শশী একই নাটকে একসঙ্গে অভিনয় করেছেন। মামুন রশিদের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় খন্ড নাটক ‘ভালোবাসাই যথেষ্ট নয়’ নাটকে তারা তিনজন একসঙ্গে অভিনয় করেছেন। নাটকের গল্পে দেখা যাবে আজিজুল হাকিম ও গোলাম ফরিদা ছন্দা স্বামী স্ত্রীর চরিত্রে এবং তাদের একমাত্র সন্তানের চরিত্রে অভিনয় করেছেন শশী। এরইমধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আজিজুল হাকিম বলেন, ‘যতদূর জানি এটা মামুন রশিদের প্রথম নাটক। নাটকের গল্পটাই আসলে আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। সেইসাথে সহশিল্পী হিসেবে ছন্দা এবং শশীকে পেয়েও ভীষণ ভালোলেগেছে। ছন্দা এমনই একজন গুণী শিল্পী যিনি চরিত্রকে বিশ্বস্থ করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করে। আমাদের নাট্যাঙ্গনে তারমতো গুণী অভিনয়শিল্পীর সত্যিই সংকট আছে। অন্যদিকে ন্যাচারাল এ্যাক্টিং-এর ক্ষেত্রে শশী অনন্য একজন।’ গোলাম ফরিদা ছন্দ...

এখনই বিয়ে করছেন না হোমায়রা হিমু

Image
এখনই বিয়ে করছেন না হোমায়রা হিমু ইনফো ডেস্ক : বিয়ে নিয়ে এখনই কোন পরিকল্পনা নেই টিভি অভিনেত্রী হোমায়রা হিমুর। সম্প্রতি অভিনয়ে ব্যস্ততা ও ব্যক্তিগত অন্যান্য বিষয়ে বলতে গিয়ে তিনি এসব কথা বলেন। দীর্ঘদিন ধরে টিভি নাটকে অভিনয় করছেন তিনি। বিয়ের বয়স হলেও এখন পর্যন্ত বিয়ে নিয়ে কোন পরিকল্পনা করেননি। এ বিষয়ে হিমু বলেন, বিয়ে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রত্যেক মানুষের সঙ্গীর দরকার। কিন্তু আমি এখনও বিষয়টি নিয়ে তেমন কিছুই ভাবছি না। আমার সঙ্গের অনেকেই বিয়ে করে সংসারী হয়েছেন। কিন্তু বিয়ের বিষয়ে আমার এখন কোন পরিকল্পনা নেই বললেই চলে। বর্তমানে বিভিন্ন চ্যানেলে প্রচার চলতি একাধিক ধারাবাহিক নাটক ছাড়াও নতুন আরও একটি একটি নাটকের শুটিং করছেন হিমু। ফজলুর রহমানের পরিচালনায় এ নাটকের নাম ‘জীবনের অলিগলি’। এরই মধ্যে বেশ কয়েক পবের্র শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন হিমু। এ নাটক ছাড়াও প্রচার চলতি আরও কয়েকটি ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। এগুলো হলো, ‘হাটখোলা’, ‘ডিবি’, ‘সংঘাত’। প্রতিটি নাটকেই তার চরিত্রে ভিন্নতা রয়েছে বলে জানান হিমু। বৈশাখী টিভিতে প্রচার চলতি ‘সংঘাত’ নাটকে তিনি ভিলেন চরিত্রে অভিনয় করে আলোচিত...

উর্মিলার বাগদান

Image
উর্মিলার বাগদান   ইনফো ডেস্ক : গত শুক্রবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে মডেল ও অভিনেত্রী উর্মিলার বাগদান সম্পন্ন হয়েছে। এই অভিনেত্রীর হবু বর জয় দীপ সিনহা রায় একটি বেসরকারি ব্যাংকে কমর্রত রয়েছেন। বিয়ে প্রসঙ্গে উর্মিলা বাংলামেইলকে বলেন, ‘জয়ের সঙ্গে আমার পরিচয় বছর দুয়েক আগে। তারপর থেকেই বন্ধুত্ব। তবে বিয়ের সিদ্ধান্তটা নিয়েছে আমাদের দুজনের পরিবার।’ আগামী বছরের শুরুতেই ঘটা করে বিয়ের আয়োজন করা হবে বলে জানিয়েছেন উর্মিলা। এদিকে উর্মিলার বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মডেল ও অভিনেত্রী হাসিন রওশন ও তার স্বামী।

বিজয় দিবসে ‘একাত্তরের মা জননী’

Image
বিজয় দিবসে ‘একাত্তরের মা জননী’ ইনফো ডেস্ক : আগামী বিজয় দিবসে মুক্তি পাচ্ছে শাহ আলম কিরণ পরিচালিত মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘একাত্তরের মা জননী’। ২০১২ সালের অর্থবছরে সরকারের কাছ থেকে অনুদান পেয়ে ছবিটি নির্মিত হয়েছে। এর নাম ভূমিকায় অভিনয় করেছেন নিপুণ আকতার।  নিপুন জানান, শুরু থেকেই এ ছবিটি নিয়ে আমার ব্যাপক আগ্রহ রয়েছে। শতভাগ মনোযোগ দিয়ে ছবিটিতে অভিনয় করেছি। আশা করি, এর মাধ্যমে দর্শক ইতিহাস নিভর্র একটি মানসম্পন্ন ছবি দেখতে পাবেন। তিনি আরও বলেন, এ ছবিতে আমাকে তিন রূপে দেখা যাবে। মুক্তিযুদ্ধের আগে, মুক্তিযুদ্ধের সময় এবং মুক্তিযুদ্ধের ৫৫ বছর পরের ঘটনা নিয়ে ছবির প্রেক্ষাপট গড়ে উঠেছে। তিন বয়সের তিন চরিত্র ফুটিয়ে তুলতে আমাকে বেশ বেগ পেতে হয়েছে। তারপরও যথাযথভাবে ছবির কাজ সম্পন্ন করতে পেরেছি। বর্তমানে আমি ছবিটির মুক্তির প্রতীক্ষায় রয়েছি। নিপুণ ছাড়াও ছবিটিতে আরো অভিনয় করেছেন শাকিল আহমেদ, মম মোর্শেদ, আগুন, সাজু, শিশুশিল্পী সোহান প্রমুখ। ছবির আবহ সংগীত করেছেন ইমন সাহা।

শুরু হচ্ছে ‘সুইটহার্ট’র শ্যুটিং

Image
শুরু হচ্ছে ‘সুইটহার্ট’র শ্যুটিং  ইনফো ডেস্ক : শুরু হচ্ছে রিয়াজ-বাপ্পি চৌধুরীর ও বিদ্যা সিনহা মিমের নতুন চলচ্চিত্র ‘সুইটহার্ট’র শ্যুটিং। কাল থেকে এফডিসির চার নম্বর ফোরে মহরতের মাধ্যমে এর শুটিং শুরু হবে। ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। অবশ্য প্রথমে সিনেমাটি ইমনকে নেওয়ার কথা থাকলেও পরে তার বদলে রিয়াজকে নেওয়া হয়। ছবিটিতে মিমকে খ্রিস্টান মেয়ে বিলিনা, রিয়াজকে বিদেশ ফেরত রিচার্ড আর বাপ্পীকে দেখা যাবে শিক্ষিত মোঘল পরিবারের ছেলে জিসান চরিত্রে। কাহিনীতে দেখা যাবে বাপ্পী ও মিমের মধ্যে প্রেমের সম্পর্ক থাকলেও বিয়ে হয় রিয়াজের সঙ্গে। যা মেনে নিতে পারে না মিম নিজেও। তৈরি হয় দাম্পত্য জটিলতা। আর অন্যদিকে বাপ্পী মনে করে অথের্র অভাবেই সে বঞ্চিত হচ্ছে তার ভালোবাসা থেকে। নেমে পড়ে টাকা উপার্জনের পথে।

জায়েদ খান ১০০, বাপ্পি চৌধুরী ১০০!

Image
জায়েদ খান ১০০, বাপ্পি চৌধুরী ১০০!   ইনফো ডেস্ক : মাঠের ক্রিকেট যেন পেয়ে বসেছে ঢালিউডকেও। এখন কোন পরিচলকই আর ১০০’র কম সিনেমা হলে তাদের সিনেমা মুক্তি দাতে চাইছেন না। তারই ধারাবাহিকতায় এবার ১০০’র কোঠা পাড়ি দিতে যাচ্ছেন জনপ্রিয় নায়ক জায়েদ খান ও বাপ্পি চৌধুরী। জানা গেছে, আগামী মাসেই মুক্তি পাবে জায়েদ খান ও বাপ্পি চৌধুরীর দুটি সিনেমা। এর মধ্যে বাপ্পির ‘অনেক সাধের ময়না’ ছবিটি মুক্তি পাবে ৭ নভেম্বর। আর জায়েদের ‘প্রেম করবো তোমার সাথে’ মুক্তি পাবে ১৪ নভেম্বর। আর এ দুটি সিনেমাই মুক্তি পাবে ১০০ সিনেমা হলে। মুক্তির সময় যত ঘনিয়ে আসছে, ততই দর্শক, হলমালিক ও বুকিং এজেন্টদের পাশাপাশি মিডিয়াতেও আগ্রহ বাড়ছে ‘অনেক সাধের ময়না’ ছবিটি নিয়ে। ছবির নামভূমিকায় অভিনয় করেছেন মাহিয়া মাহি। শুধু তাই নয়, ছবিটি নিয়ে বুকিং এজেন্টদের মধ্যেও বেশ তোড়জোড় শুরু হয়ে গেছে। প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া জানায়, ইতিমধ্যে ৫০টি সিনেমা হলে ছবিটি প্রদর্শনের জন্য চূড়ান্ত কথাবার্তা হয়েছে। আরও কিছু সিনেমা হলের মালিকদের সঙ্গে কথা চলছে। সব মিলিয়ে প্রায় ১০০টি সিনেমা হলে একযোগে প্রদর্শিত হবে এ ছবিটি। অন্যদিকে, ত্রিভুজ প্রে...

হিন্দি সিনেমায় নারী: শিল্পী না পণ্য?

Image
হিন্দি সিনেমায় নারী: শিল্পী না পণ্য? হিন্দি সিনেমার শত বছরের ইতিহাসে পর্দায় নারীর উপস্থিতি কয়েকটি নির্দিষ্ট ধরনের গণ্ডী পেরুতে পারেনি। মাঝে মাঝেই নারী তার সেলুলয়েডের লক্ষ্মণ-রেখা পেরিয়েছেন, তৈরি হয়েছে 'মাদার ইন্ডিয়া', 'আর্থ', 'মিচর্ মাসালা' কিংবা 'ডার্টি পিকচার'-এর মতো সিনেমা। কিন্তু যেখানে বছরে প্রায় ২০০ সিনেমা নির্মিত হয় সেখানে একটি বা দুটি সিনেমা ব্যতিক্রম হয়েই রয়ে যায়। বক্স-অফিস বিশ্লেষক কোমাল নাহতা মনে করেন, দর্শকের চাহিদার ভিত্তিতেই নির্ধারিত হয় নারী কিভাবে উপস্থাপিত হবে। তিনি বলেন,"গতানুগতিক যে কোনো সিনেমায় অভিনয়ের চেয়ে নায়ক-নায়িকার পোশাক, আচার আচরণ এবং সংলাপে ওপর নির্ভর করে সিনেমা নির্মাণ করতে হয় পরিচালককে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এখন নারীদের চরিত্রকে গুরুত্বপূর্ণ করে তোলার অনেক সুযোগ এসেছে।” নির্মাতা প্রহলাদ কাক্কারের মতে, মূলত বাণিজ্যিক উদ্দেশ্যেই তৈরি হয় বেশীরভাগ হিন্দি সিনেমা। ফলে চিত্রনাট্য নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার ঝুঁকি কেউ নিতে চান না। আর তাই মূলধারার হিন্দি সিনেমায় কয়েকটি নির্দিষ্ট অবতারেই আবির্ভূত হন নারী। অব...