Posts

একই পণ্যের বিজ্ঞাপনে দু’তারকা

Image
একই পণ্যের বিজ্ঞাপনে দু’তারকা http://my1info.blogspot.com/  ইনফো ডেস্ক : সমকালীন দুই অভিনেত্রী এক ফ্রেমে একই পণ্যের মডেল হচ্ছেন। তারা হলেন প্রিয়াঙ্কা চোপড়া ও সোনাক্ষী সিনহা। প্যান্টিনের নতুন একটি বিজ্ঞাপনচিত্রের কাজ করবেন তারা। যদিও সময় ফাঁকা না থাকায় দু’জনের কাজ হবে ভিন্ন ভিন্ন দিনে। সোনাক্ষীর মুখপাত্র জানান, একই বিজ্ঞাপন চিত্রে মডেল হলেও একসঙ্গে কাজ করবেন না তারা। ব্যস্ত সময়সূচির কারণেই এমন হচ্ছে। প্রিয়াঙ্কা এখন মেরি কমের জীবনীনিভর্র ছবি এবং জোয়া আখতারের ‘দিল ধাড়কানে দো’ ছবিতে অভিনয় করছেন। অন্যদিকে সোনাক্ষী ব্যস্ত ‘অ্যাকশন জ্যাকসন’ এবং ‘তেভার’ ছবির কাজ নিয়ে।

নায়ক তাপস রাজনাীতিতে খলনায়ক

Image
নায়ক তাপস রাজনাীতিতে খলনায়ক   ইনফো ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক তাপস পাল রাজনাীতিতে এসে ভালোই সাড়া ফেলেছিলেন। তুমুল জনপ্রিয়তা নিয়ে তৃণমূলের হয়ে এক ধাক্কায় কৃষ্ণনগর আসন থেকে লোকসভার সদস্যও নির্বাচিত হয়ে গিয়েছিলেন। কিন্তু এক মন্তব্যে নায়ক থেকে পুরো দেশজুড়ে খলনায়কে পরিণত হয়েছেন এ অভিনেতা। বিতর্কিত মন্তব্যের পর পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা তাপস পালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সোচ্চার হয়েছেন ভারতের অন্যান্য দলের নেতারা। সম্প্রতি নদীয়ার চৌমাহা গ্রামে এক সমাবেশে রাজনৈতিক প্রতিপক্ষ সিপিএমের নারী কর্মীদের লক্ষ করে তাপস পাল বলেন, ‘আমার মা, বোন, বাবা, বাচ্চা কারোর গায়ে যদি হাত পড়ে, আমি ছেড়ে কথা বলব না। বাড়ি বাড়ি লোক পাঠিয়ে রেপ করে দেব।’ সোমবার টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাপস পালের বক্তব্যের ভিডিওটি প্রচারিত হওয়ার পর থেকে সমালোচনার ঝড় ওঠে। লোকসভার সদস্য তাপসকে সংসদ অধিবেশনের প্রথম দিন থেকেই যাতে বরখাস্ত করা হয়, এ জন্য চেষ্টা চালাচ্ছে বিজেপি, কংগ্রেস ও সিপিএম। আগামী সোমবার বাজেট অধিবেশনে তাপস পাল সংসদে এলে লোকসভার নারী সংসদ সদস্যরা তার বিরুদ্ধে একযোগে প্রতিব...

ঈদে রনি দিবে সাত দিন

Image
ঈদে রনি দিবে সাত দিন ইনফো ডেস্ক : রেদওয়ান রনির পরিচালনায় ‘বিহাইন্ড দ্য সিন’ ধারাবাহিক নাটকটি প্রচারিত হয়েছিলো ২০১১ সালের ঈদে। নাটকটি প্রচারের পরপরই চারদিকে ব্যাপক আলোচনা শুরু হয়। তাই দীর্ঘ তিন বছর পর রেদওয়ান রনি নিয়ে আসছেন ‘বিহাইন্ড দ্য ট্র্যাপ’ শিরোনামে সাত পবের্র নতুন একটি ধারাবাহিক নাটক।  সম্প্রতি রাজধানীর সদরঘাট এবং কুয়াকাটায় নাটকটির চিত্রধারণ করা হয়েছে। নাটকটি নির্মাণ প্রসঙ্গে রেদওয়ান রনি বলেন, ‘অনেক বাধা বিপত্তি পেরিয়ে নাটকটির চিত্রধারণ করতে হয়েছে। কারণ কুয়াকাটায় শ্যুটিং করার সময় তিন নম্বর বিপদসংকেত চলছিলো অর্থ্যাৎ সাগর উত্তাল। এর মধ্যেই আমরা শ্যুটিং করেছি। তবে এ জন্যে শ্যুটিং ইউনিটের পুরো টিমকে কৃতজ্ঞাতা জানাতে হয় কারণ তারা আমাকে সব ধরনের সহযোগিতায় করেছে।’ নাটকটির গল্পে, দুই বন্ধু কুয়াকাটায় অভিযানে বের হয়। ঘটনাচক্রে জড়িয়ে পড়ে স্থানীয় রাজনীতির সঙ্গে। তারপরই ঘটতে থাকে মজার মজার সব ঘটনা । নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, ফারুক আহমেদ, সুমাইয়া শিমু, উর্মিলা শ্রাবন্তী কর, মম মোর্শেদ, মাজনুন মিজান, মিঠু, কচি খন্দকার, সাব্বির, নাদিয়া নদী প্রমুখ। উল্লেখ্য, সা...

ঈদের নাটক ‘শাশুড়ি পটানো অভিযান'

Image
ঈদের নাটক ‘শাশুড়ি পটানো অভিযান' ইনফো ডেস্ক : ঈদ উপলক্ষে নাট্য নির্মাতারা ব্যাস্ত নাটক তৈরি নিয়ে। ইতিমধ্যে অনেক নাটকের কাজ শেষ, আবার কিছু নাটক টিভি চ্যানেলগুলোতে জমাও পরে গেছে। এরই ধারাবাহিকতায় ঈদের বিশেষ নাটক একুশে টেলিভিশনের ‘শাশুড়ি পটানো অভিযান’। নাটকটি রচনা ও চিত্রনাট্য করেছেন অনামিকা মন্ডল ও ইন্দ্রজিৎ ইমন। পরিচালনায় ইকরাম আহমেদ পূষন ও যৌথ প্রযোজনায় রয়েছেন ডাঃ খান মোহাম্মদ রাজি ও হারুন উর রশিদ।

কাকাবাবুর ভূমিকায় প্রসেনজিত

Image
কাকাবাবুর ভূমিকায় প্রসেনজিত     ইনফো ডেস্ক : সম্প্রতি বলিউডের অভিনেত্রী বিদ্যা বালান কলকাতায় নতুন সিনেমা ‘ববি জাসুস’-এর প্রচারণা করতে গিয়ে টালিগঞ্জের সুপারস্টার প্রসেনজিতের সঙ্গে দেখা করেন। বিখ্যাত গোয়েন্দা চরিত্র কাকাবাবুর ভূমিকায় অভিনয় করেছিলেন প্রসেনজিৎ আর তার সঙ্গে ববি জাসুস হিসেবেই দেখা করেছেন বিদ্যা। বিদ্যা বলেন, ‘অনেকদিন ধরেই প্রসেনজিতের সঙ্গে অভিনয় করার ইচ্ছা থাকলেও উপযুক্ত চিত্রনাট্যের অভাবে তা এখনও হয়ে ওঠেনি। ' বিদ্যা আরও বলেন, ‘আমি তাকে ‘পারিনিতা’ সিনেমায় অভিনয়ের সময় থেকে চিনি। প্রয়াত নির্মাতা ঋতুপর্ণ ঘোষ আমাদের দুজনকে নিয়ে একটি সিনেমা তৈরি করতে চেয়েছিলেন। আমরা দুজন সবসময়ই ভাবি, ঋতুপর্ণ বেঁচে না থাকলেও আমাদের একসঙ্গে একটি সিনেমায় কাজ করা উচিত। তবে আমরা এখনও তেমন কোনো ভালো কাহিনি পাইনি। ' প্রিয় অভিনেতা প্রসেনজিৎকে ‘বুম্বা দা’ বলে সম্বোধন করেন বিদ্যা। গোয়েন্দা চরিত্রে অভিনয়ের জন্য তাকে অনেকটাই অনুপ্রাণিত করেছেন প্রসেনজিৎ। বিদ্যা জানান, তার প্রতিটি সিনেমা মুক্তির আগে এসএমএসের মাধ্যমে শুভেচ্ছা জানান ভারতীয় বাংলা সিনেমার এই তারকা।

‘এক ভিলেন’ সিনেমার কিছু চমক

Image
‘এক ভিলেন’ সিনেমার কিছু চমক    ইনফো ডেস্ক : সিনেমা রিলিজ পাওয়ার আগেই সিনেমার গান সুপার হিট কেবল হিট বললে কমই হবে প্রতিদিন যেন এক ভিলেন সিনেমার সং গুলোতে হিটের সংখ্যা বেড়েই যাচ্ছে। তবে কেবল কী গান সিনেমাটির নায়ক নায়িকা থেকে শুরু করে কে আসলেই সিনেমাটির ভিলেন প্রতিদিন যেন কৌতূহল জন্ম দিয়ে যাচ্ছে শ্রদ্ধা কাপুর- সিদ্ধার্থ মালহোত্রা- রিতেশের এক ভিলেন সিনেমাটি। তবে গান বলুন আর কলাকুশলী বলুন আসলেই কী সিনেমাটি দেখার মতো হতে যাচ্ছে। তবে চলুন জেনে নেই এক ভিলেন সিনেমাটি যে চমক গুলো আপনাকে বাধ্য করবে সিনেমাটি দেখতে। (১) সিদ্ধার্থ - শ্রদ্ধা কাপুরের রসায়নঃ সিনেমাটির প্রোমো রিলিজ পাওয়ার পর থেকেই সাধারণ মানুষের মুখে কেবল শ্রদ্ধা- সিদ্ধাথের্র নামই উচ্চারিত হচ্ছে। শ্রদ্ধা এবং সিদ্ধাথের্র ধোঁয়া উঠানো কেমেস্ট্রি এক ভিলেনকে যেন দিয়েছে জাদুকরী ছোঁয়া। এই দুই তারকা জুটি এবারই প্রথম একে অপরের বিপরীতে অভিনয় করার সুযোগ পেয়েছেন। আর ধারণা করা হচ্ছে এই নতুন জুটি সিনেমাটিতে নতুন স্বাদ এনে দিবে।  (২) আশিকি টু সিনেমার পরিচালক মোহিত সুরিঃ বলিউডের এসময়ের অন্যতম সফল পরিচালকদের অন্যতম। ভাট ক্যাম্পের ...

ভোকাল তন্ময় তানসেন গায়ক নয় পরিচালক

Image
ভোকাল তন্ময় তানসেন গায়ক নয় পরিচালক   ইনফো ডেস্ক : বিখ্যাত ব্যান্ড ভাইকিংস আর সেই ব্যান্ডের বিখ্যাত ভোকাল তন্ময় তানসেন। তবে এবার শুধু গায়ক রূপেই নয়, ফিরছেন তিনি পরিচালক রূপেও। তৈরি করছেন সিনেমা "রান আউট"! দ্রুত চলছে ছবির শুটিং আর সেই সাথে প্রচারণাও। এই ছবি দিয়েই বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে নায়লা নাইমের, রান আউটে দারুণ একটু আইটেম গানে অংশ নিয়েছেন তিনি। একই সাথে রান আউটের সকল প্রচারণাতেও হয়েছে তার সরব উপস্থিতি! ইতিমধ্যেই ফেসবুক ও মিডিয়ায় ঝড় তুলেছে রান আউটের নানা পোস্টার ও প্রকাশিত ছবি। যদিও মূল চরিত্রে আছেন সজল ও মৌসুমি নাগ। কিন্তু নায়লা নাইমের সাথে সজলের জুটিই বেশি প্রশংসা পাচ্ছে। প্রায়ই ফেসবুকে পেজে প্রকাশিত হচ্ছে নায়লা নাইম ও সজলের দারুণ সব ছবি! এবং ছবিগুলো বেশ অন্তরঙ্গ ও আবেদনময়। এবং সকলেই বলছেন বেশ মানিয়ে গেছে তাঁদের। তাই না? রান আউট ছবিতে মূল চরিত্রে সজল এবং মৌসুমী নাগের পাশাপাশি অভিনয় করেছেন রোমানা, তানভীর হোসেন প্রবাল, মাহমুদুল ইসলাম সেলিম, সাবিহা মাসুম, জুবায়ের হিল্লোল, জারা এবং তারিক আনাম খান। এছাড়াও অরিন্দম নাট্য গোষ্ঠীর সদস্যরা অংশ নিয়েছেন এ ছবিতে।