জ্যাকলিনকে সালমানের চুমু

জ্যাকলিনকে সালমানের চুমু http://my1info.blogspot.com/ ইনফো ডেস্ক : কত মনকাড়া নায়িকার সঙ্গেই না কাজ করলেন, কিন্তু বলিউডে দীর্ঘ ক্যারিয়ারে এখনও কোনো চুমুর দৃশ্যে অভিনয় করেননি সালমান খান। এবারই প্রথম তার সেই খায়েশ হয়েছে। চুমু নিয়ে তার অরুচি দূর করেছেন জ্যাকলিন ফার্নান্দেজ। ‘কিক’ ছবিতে প্রথমবার সালমানের সঙ্গে জুটি বেঁধেছেন জ্যাকলিন। ২৮ বছর বয়সী এই শ্রীলঙ্কান সুন্দরীকে এরই মধ্যে বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জিনাত আমানের সঙ্গে তুলনা করেছেন সল্লু। ‘কিক’ ছবির ‘জুম্মে কি রাত’ শিরোনামের একটি গান এরই মধ্যে প্রকাশ হয়েছে। এই গানেই থাকছে তাদের চুম্বন দৃশ্য। এবারই প্রথম পর্দায় কোনো নায়িকাকে চুমু দিতে দেখা যাবে ৪৮ বছর বয়সী সালমানকে। ‘হাম’ ছবিতে অমিতাভ বচ্চন ও কিমি কাতকারের জনপ্রিয় গান ‘জুম্মা চুম্মা দে দে’ গানটির অনুপ্রেরণায় এটি তৈরি হয়েছে। এ ছবিতে ‘হ্যাংওভার’ শিরোনামের একটি গানে সালমান কণ্ঠও দিয়েছেন। দুটি গানেই তিনি নেচেছেন জ্যাকলিনকে নিয়ে। সাজিদ নাদিয়াড়ওয়ালা পরিচালিত ‘কিক’ মুক্তি পাবে আগামী রোজার ঈদে।’জয় হো’র পর এ বছর এটি হবে সালমানের দ্বিতীয় ছবি।